ক্রিকেটে আরও বেশি মনোনিবেশ করতে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন লোকসভা সদস্য ও ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার ব্যাটসম্যান গৌতম গম্ভীর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক টুইটে তিনি এই ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি তাঁর দল বিজেপি থেকে অব্যাহতি চেয়েও আবেদন করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের এপ্রিল ও মে মাসে ভারতে জাতীয় নির্বাচন তথা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার মাত্র মাসখানেক আগে রাজনীতি থেকে সরে যাওয়ার এই ঘোষণা দিলেন গৌতম গম্ভীর। এই ঘোষণা তাঁর ভক্ত তো বটেই বিশ্লেষকদেরও অবাক করেছে।
গম্ভীর তাঁর এক্স স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি পার্টি সভাপতি জেপি নাড্ডাকে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করেছি। যাতে আমি আমার ক্রিকেটের প্রতি যে কমিটমেন্টগুলো আছে তাতে মনোনিবেশ করতে পারি। আমাকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’
ধারণা করা হচ্ছে, শিগগিরই বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থীদের একটি প্রথম তালিকা প্রকাশ করবে। এই তালিকায় ১০০ জনেরও বেশি নেতাকে অন্তর্ভুক্ত করা হবে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতো হেভিওয়েট প্রার্থীরা থাকবেন।
দলটি দিন কয়েক আগে প্রার্থী চূড়ান্ত করতে ম্যারাথন বৈঠক করেছে কয়েক দফা। এর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে দিল্লিতে নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে। রাত ১১টায় শুরু হয়ে সেই বৈঠক শেষ হয় রাত ৪টায়।
এর আগে গৌতম গম্ভীর ২০১৯ সালের মার্চে বিজেপিতে যোগ দেন। এর পর থেকেই তিনি দিল্লিতে তাঁর দলের একজন বিশিষ্ট মুখপাত্র হয়ে ওঠেন। সেবারই তিনি লোকসভা নির্বাচনে অংশ নিয়ে পূর্ব দিল্লি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬ লাখ ৯৫ হাজারের বেশি ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী।
উল্লেখ্য, আসন্ন আইপিএলে গৌতম গম্ভীর বেশ ব্যস্ত ভূমিকায় থাকবেন। তিনি কলকাতা নাইট রাইডার্সের বা কেকেআরের পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি নিজে এই দলের অধিনায়ক হিসেবে দুটি আইপিএল শিরোপা জিতেছেন।
গৌতম গম্ভীর ভারতীয় দলেরও গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। তিনি ২০০৭ সালের আইসিসির টি-২০ ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। সদস্য ছিলেন ২০১১ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপজয়ী দলেরও। তিনি ভারতের হয়ে মোট ২৪২টি ম্যাচে ২০ সেঞ্চুরি ও ৬৩ হাফ সেঞ্চুরিতে ৩৮ দশমিক ৯৫ গড়ে ১০ হাজার ৩২৪ রান করেছেন।
ক্রিকেটে আরও বেশি মনোনিবেশ করতে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন লোকসভা সদস্য ও ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার ব্যাটসম্যান গৌতম গম্ভীর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক টুইটে তিনি এই ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি তাঁর দল বিজেপি থেকে অব্যাহতি চেয়েও আবেদন করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের এপ্রিল ও মে মাসে ভারতে জাতীয় নির্বাচন তথা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার মাত্র মাসখানেক আগে রাজনীতি থেকে সরে যাওয়ার এই ঘোষণা দিলেন গৌতম গম্ভীর। এই ঘোষণা তাঁর ভক্ত তো বটেই বিশ্লেষকদেরও অবাক করেছে।
গম্ভীর তাঁর এক্স স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি পার্টি সভাপতি জেপি নাড্ডাকে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করেছি। যাতে আমি আমার ক্রিকেটের প্রতি যে কমিটমেন্টগুলো আছে তাতে মনোনিবেশ করতে পারি। আমাকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’
ধারণা করা হচ্ছে, শিগগিরই বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থীদের একটি প্রথম তালিকা প্রকাশ করবে। এই তালিকায় ১০০ জনেরও বেশি নেতাকে অন্তর্ভুক্ত করা হবে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতো হেভিওয়েট প্রার্থীরা থাকবেন।
দলটি দিন কয়েক আগে প্রার্থী চূড়ান্ত করতে ম্যারাথন বৈঠক করেছে কয়েক দফা। এর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে দিল্লিতে নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে। রাত ১১টায় শুরু হয়ে সেই বৈঠক শেষ হয় রাত ৪টায়।
এর আগে গৌতম গম্ভীর ২০১৯ সালের মার্চে বিজেপিতে যোগ দেন। এর পর থেকেই তিনি দিল্লিতে তাঁর দলের একজন বিশিষ্ট মুখপাত্র হয়ে ওঠেন। সেবারই তিনি লোকসভা নির্বাচনে অংশ নিয়ে পূর্ব দিল্লি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬ লাখ ৯৫ হাজারের বেশি ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী।
উল্লেখ্য, আসন্ন আইপিএলে গৌতম গম্ভীর বেশ ব্যস্ত ভূমিকায় থাকবেন। তিনি কলকাতা নাইট রাইডার্সের বা কেকেআরের পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি নিজে এই দলের অধিনায়ক হিসেবে দুটি আইপিএল শিরোপা জিতেছেন।
গৌতম গম্ভীর ভারতীয় দলেরও গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। তিনি ২০০৭ সালের আইসিসির টি-২০ ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। সদস্য ছিলেন ২০১১ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপজয়ী দলেরও। তিনি ভারতের হয়ে মোট ২৪২টি ম্যাচে ২০ সেঞ্চুরি ও ৬৩ হাফ সেঞ্চুরিতে ৩৮ দশমিক ৯৫ গড়ে ১০ হাজার ৩২৪ রান করেছেন।
ইরানের শাহেদ ড্রোনের নকশা ব্যবহার করে এই ড্রোন উৎপাদনের জন্য বিশাল এক কারখানা নির্মাণ করেছে রাশিয়া। তাতারস্তান অঞ্চলের আলাবুগা শিল্প এলাকায় অবস্থিত এই কারখানা বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন উৎপাদন কেন্দ্র।
৪ ঘণ্টা আগেইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধের মধ্যে এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান আরও বিস্তৃত হবে। শুক্রবার এই সিদ্ধান্ত দেশি-বিদেশি মহলে নতুন করে তীব্র সমালোচনার মুখে পড়েছে...
৬ ঘণ্টা আগেগাজায় চলমান যুদ্ধ, অর্থনৈতিক বিপর্যয় এবং খাদ্যসহ জরুরি পণ্যের তীব্র সংকটের মধ্যে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই আরও কঠিন হয়ে উঠেছে। ব্যাংকগুলো দীর্ঘদিন বন্ধ, স্থানীয় বাজারে ডিজিটাল লেনদেনও প্রায় অগ্রহণযোগ্য।
৬ ঘণ্টা আগেভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আজ শুক্রবার (৮ আগস্ট) সাম্প্রতিক নানা বিষয়ে কথা হয় এই দুই নেতার।
৬ ঘণ্টা আগে