Ajker Patrika

পরকীয়া জেনে ফেলায় কিশোরী মেয়ের নগ্ন ভিডিও ধারণ, প্রেমিকসহ মা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মায়ের পরকীয়া প্রেম জেনে ফেলেছিল ১৪ বছর বয়সী এক কিশোরী। আর তাই নিজের সন্তানের মুখ বন্ধ রাখতে খোদ মা মেয়ের নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করছিল। এমনকি অনলাইন মাধ্যমে ছড়িয়েও দিয়েছিল সেসব ভিডিও। পরে, জানতে পেরে কিশোরীটি পুলিশের শরণাপন্ন হলে সেই নারী ও তাঁর প্রেমিককে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বিব্বেওয়াড়ি পুলিশ রবিবার ৩৬ বছর বয়সের এক দিনমজুর এবং তার ২৪ বছর বয়সের পুরুষ বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। তিন মাস আগে ওই নারীর ১৪ বছর বয়সের মেয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। কিশোরী মেয়েটি অভিযোগ করেছে যে তার মা তাকে স্নান ও পোশাক পরিবর্তনের সময় ভিডিও করতেন এবং সেই ভিডিও আত্মীয়স্বজন ও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতেন, এমনকি সামাজিক মাধ্যমেও আপলোড করতেন।

মহারাষ্ট্রের বিব্বেওয়াড়ি থানা-পুলিশ জানিয়েছে, অষ্টম শ্রেণির শিক্ষার্থী কিশোরীটি জানতে পারে তার মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এবং সে বিষয়টি তাদের বাড়িওয়ালাকে জানায়। থানার ইন্সপেক্টর শংকর সালুঙ্কে বলেন, ‘মেয়েটি যাতে তাদের সম্পর্ক ফাঁস করে না দেয় এবং পরিবারের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য ওই নারী বছরের শুরুতে তাঁর মেয়ের ভিডিও করে সেগুলো ছড়াতে শুরু করে। তাঁর বন্ধুও ক্লিপগুলো ছড়াতে সাহায্য করে, তাই আমরা তাঁকেও গ্রেপ্তার করেছি।’

চলতি বছরের জানুয়ারিতে কিশোরীটির খালা তাকে ফোন করে ভিডিও ক্লিপ পাওয়ার কথা জানান। এরপর মেয়েটি পুলিশে অভিযোগ দায়ের করে এবং পুলিশ ভিডিওগুলো ও সেগুলো যেসব ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল তার বিবরণ পরীক্ষা করে।

অভিযুক্ত নারী ও তাঁর স্বামী দুজনেই দিনমজুর। গ্রেপ্তার প্রেমিকও দিনমজুরের কাজ করে। বিব্বেওয়াড়ি থানার সাব-ইন্সপেক্টর অশোক ইয়েভালে বলেন, ‘আমাদের তদন্তে জানা গেছে, ভিডিওগুলো মেয়েটির মায়ের মোবাইল ফোন থেকে তোলা হয়েছে এবং একই ফোন থেকে আপলোড করা হয়েছে। নিজের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার খবর পেয়ে ওই নারী পুনে থেকে পালিয়ে যান।’

গত তিন মাসে পুলিশ মহিলা ও তাঁর প্রেমিককে সোলাপুর, ধারশিব, ছত্রপতি সম্ভোজনগর ও আহিল্যানগর জেলা এবং দৌন্ডেও খুঁজেছে। ইয়েভালে আরও বলেন, ‘গত শনিবার আমরা খবর পাই যে, ওই নারী খাদাকওয়াসলা এলাকায় আছেন। সেখানে একটি ছোট হোটেলে তাদের দুজনকে দেখা গেছে। আমরা সেখানে তল্লাশি চালাই এবং রোববার সন্ধ্যায় খাদাকওয়াসলা বাঁধের কাছে তাদের দুজনকে দেখতে পাই। সেখান থেকেই তাদের আটক করা হয়। আমরা তাঁর মোবাইল ফোনটি জব্দ করেছি এবং সেটি ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত