অনলাইন ডেস্ক
পৃথিবীর বিভিন্ন দেশের কারাগারে প্রায় ১০ হাজার ১৫২ জন ভারতীয় নাগরিক বন্দী রয়েছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ২৫ জন ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে তাঁদের মৃত্যুদণ্ড এখনো কার্যকর করা হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান কীর্তি বর্ধন সিং।
এ সময় পৃথিবীর বিভিন্ন দেশের কারাগারে থাকা ভারতীয় যেসব বন্দীর মৃত্যুদণ্ড হয়েছে, তাঁদেরও বিস্তারিত তথ্য দিয়েছেন প্রতিমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশে উল্লেখযোগ্যসংখ্যক ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ২৫, সৌদি আরবে ১১, মালয়েশিয়ায় ৬, কুয়েতে ৩ এবং ইন্দোনেশিয়া, কাতার, যুক্তরাষ্ট্র ও ইয়েমেনে একজন করে রয়েছেন।
কীর্তি বর্ধন সিং জানান, ভারত সরকার বিদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাগরিকদের আইনি সহায়তা প্রদান করছে। এর মধ্যে আপিল এবং প্রাণভিক্ষার আবেদন দাখিল করার মতো আইনি উপায় খুঁজে বের করতে সাহায্য করাও অন্তর্ভুক্ত। তিনি ব্যাখ্যা করে বলেন, বিদেশে ভারতীয় মিশনগুলো বিদেশি আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নাগরিকসহ সব বন্দীকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করে। এ ছাড়া মিশনগুলো কারাগার পরিদর্শন করে কনস্যুলার অ্যাক্সেসও প্রদান করে এবং আদালত, কারাগার, পাবলিক প্রসিকিউটর এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে তাঁদের মামলাগুলো ফলোআপ করে।
গত পাঁচ বছরে বিদেশে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ভারতীয় নাগরিকদের সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি জানান, মালয়েশিয়া, কুয়েত, কাতার এবং সৌদি আরবে এমন ঘটনা ঘটেছে। ২০২৪ সালে কুয়েত ও সৌদি আরবে তিনজন এবং জিম্বাবুয়েতে একজন ভারতীয়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এর আগে ২০২৩ সালে কুয়েত ও সৌদি আরবে পাঁচজন ভারতীয়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং মালয়েশিয়ায় একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
কীর্তি বর্ধন সিং আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে অনানুষ্ঠানিক তথ্য অনুযায়ী ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে সেখানে কোনো ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। কীর্তি বর্ধন সিং বলেন, সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ এ তথ্য না দেওয়ায় সঠিকভাবে কিছু যায়নি। তবে মিশনের কাছে থাকা অনানুষ্ঠানিক তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত কোনো ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।
পৃথিবীর বিভিন্ন দেশের কারাগারে প্রায় ১০ হাজার ১৫২ জন ভারতীয় নাগরিক বন্দী রয়েছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ২৫ জন ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে তাঁদের মৃত্যুদণ্ড এখনো কার্যকর করা হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান কীর্তি বর্ধন সিং।
এ সময় পৃথিবীর বিভিন্ন দেশের কারাগারে থাকা ভারতীয় যেসব বন্দীর মৃত্যুদণ্ড হয়েছে, তাঁদেরও বিস্তারিত তথ্য দিয়েছেন প্রতিমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশে উল্লেখযোগ্যসংখ্যক ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ২৫, সৌদি আরবে ১১, মালয়েশিয়ায় ৬, কুয়েতে ৩ এবং ইন্দোনেশিয়া, কাতার, যুক্তরাষ্ট্র ও ইয়েমেনে একজন করে রয়েছেন।
কীর্তি বর্ধন সিং জানান, ভারত সরকার বিদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাগরিকদের আইনি সহায়তা প্রদান করছে। এর মধ্যে আপিল এবং প্রাণভিক্ষার আবেদন দাখিল করার মতো আইনি উপায় খুঁজে বের করতে সাহায্য করাও অন্তর্ভুক্ত। তিনি ব্যাখ্যা করে বলেন, বিদেশে ভারতীয় মিশনগুলো বিদেশি আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নাগরিকসহ সব বন্দীকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করে। এ ছাড়া মিশনগুলো কারাগার পরিদর্শন করে কনস্যুলার অ্যাক্সেসও প্রদান করে এবং আদালত, কারাগার, পাবলিক প্রসিকিউটর এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে তাঁদের মামলাগুলো ফলোআপ করে।
গত পাঁচ বছরে বিদেশে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ভারতীয় নাগরিকদের সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি জানান, মালয়েশিয়া, কুয়েত, কাতার এবং সৌদি আরবে এমন ঘটনা ঘটেছে। ২০২৪ সালে কুয়েত ও সৌদি আরবে তিনজন এবং জিম্বাবুয়েতে একজন ভারতীয়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এর আগে ২০২৩ সালে কুয়েত ও সৌদি আরবে পাঁচজন ভারতীয়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং মালয়েশিয়ায় একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
কীর্তি বর্ধন সিং আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে অনানুষ্ঠানিক তথ্য অনুযায়ী ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে সেখানে কোনো ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। কীর্তি বর্ধন সিং বলেন, সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ এ তথ্য না দেওয়ায় সঠিকভাবে কিছু যায়নি। তবে মিশনের কাছে থাকা অনানুষ্ঠানিক তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত কোনো ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।
ইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
১ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি স্থাপন ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মালয়েশিয়া, বাংলাদেশ ও আঞ্চলিক কয়েকটি দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। খবর সিঙ্গাপুরভিত্তিক
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকারকে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে দেবে না স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গোষ্ঠীটি জানিয়েছে, মিয়ানমারের পশ্চিমাঞ্চলে অবস্থিত বাংলাদেশ সংলগ্ন এই রাজ্যটিতে নিজেদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় নির্বাচনের কোনো স্বীকৃতি তারা
২ ঘণ্টা আগে