অনলাইন ডেস্ক
ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেছেন, রাজ্যের ধুবড়ি জেলাকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে চায় কেউ কেউ। তবে তিনি এর পক্ষে কোনো স্পষ্ট প্রমাণ দেননি। কেবল বলেছেন, একটি সংগঠন এই বিষয়ে উসকানিমূলক পোস্টার লাগিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় গতকাল শুক্রবার আসামের মুখ্যমন্ত্রী বলেন, বকরি (কোরবানি) ঈদের এক দিন আগে ‘নবীন বাংলা’ নামের একটি সংগঠন ধুবড়িকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করার লক্ষ্য উল্লেখ করে ‘উসকানিমূলক পোস্টার’ লাগিয়েছিল। মূলত, ধুবড়িতে একটি মন্দিরের সামনে মাংস ও গরুর মাথা পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উসকে ওঠা সাম্প্রদায়িক উত্তেজনার প্রেক্ষিতে কথা বলতে গিয়ে হিমন্ত এ কথা বলেন।
ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী জেলা ধুবড়িতে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় একটি হনুমান মন্দিরের সামনে গরুর মাথা রাখার ঘটনাকে কেন্দ্র করে জেলাটিতে এই দাঙ্গার আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় কেউ দাঙ্গা সৃষ্টি চেষ্টা করলে তাদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল শুক্রবার বলেছেন, বাংলাদেশ সীমান্তবর্তী ধুবড়ি জেলায় রাতে ‘শুট অ্যাট সাইট’—এর নির্দেশ জারি থাকবে। তিনি জানান, একটি ‘সাম্প্রদায়িক গোষ্ঠী’ গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে। এটি সরকার বরদাশত করবে না।
এর আগে, ধুবড়ি জেলা সদরের হনুমান মন্দিরের কাছে মাংসের টুকরো পাওয়ার প্রতিবাদে গত সপ্তাহের রোববার ধুবড়ি শহরে বিক্ষোভ হয়। সোমবার শহরে ১৪৪ ধারা জারি করা হয়, পরদিন তা তুলে নেওয়া হয়। কিন্তু এরপর পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকে।
এরই পরিপ্রেক্ষিতে আসামের মুখ্যমন্ত্রী গতকাল শুক্রবার বলেন, ‘আমি আজ গুয়াহাটিতে পৌঁছানোর পরপরই শুট অ্যাট সাইট—এর নির্দেশ জারি করা হবে। রাতে বাইরে বের হওয়া বা পাথর ছোড়া যে কাউকে গ্রেপ্তার করা হবে।’ তিনি আরও জানান, ধুবড়ি জেলায় র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) এবং সিআরপিএফ সদস্য মোতায়েন করা হবে। ধুবড়ির সব অপরাধীকে গ্রেপ্তার করা হবে।
তিনি বলেন, ‘একটি সাম্প্রদায়িক গোষ্ঠী ধুবড়িতে গোলযোগ সৃষ্টিতে সক্রিয় হয়েছে। এই খবর জানার পর আমি ধুবড়ি এসেছি। জেলায় রাতে শুট অ্যাট সাইট-এর নির্দেশ জারি থাকবে। ধুবড়ির সব অপরাধীকে গ্রেপ্তার করা হবে এবং যারা আইন হাতে তুলে নিয়েছে, তাদের কঠোর হাতে দমন করা হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা সম্প্রদায়ের একটি অংশকে এমন গোলযোগ সৃষ্টি করতে দিতে পারি না। আমাদের সরকার এটা বরদাশত করবে না এবং ধুবড়িকে আমাদের হাতছাড়া হতে দেবে না।’ তিনি জানান, প্রয়োজন হলে তিনি সারা রাত হনুমান মন্দির পাহারা দেবেন। তিনি যোগ করেন, ‘জেলায় আইনশৃঙ্খলা নিশ্চিত করতে এবং সব সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।’
ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেছেন, রাজ্যের ধুবড়ি জেলাকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে চায় কেউ কেউ। তবে তিনি এর পক্ষে কোনো স্পষ্ট প্রমাণ দেননি। কেবল বলেছেন, একটি সংগঠন এই বিষয়ে উসকানিমূলক পোস্টার লাগিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় গতকাল শুক্রবার আসামের মুখ্যমন্ত্রী বলেন, বকরি (কোরবানি) ঈদের এক দিন আগে ‘নবীন বাংলা’ নামের একটি সংগঠন ধুবড়িকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করার লক্ষ্য উল্লেখ করে ‘উসকানিমূলক পোস্টার’ লাগিয়েছিল। মূলত, ধুবড়িতে একটি মন্দিরের সামনে মাংস ও গরুর মাথা পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উসকে ওঠা সাম্প্রদায়িক উত্তেজনার প্রেক্ষিতে কথা বলতে গিয়ে হিমন্ত এ কথা বলেন।
ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী জেলা ধুবড়িতে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় একটি হনুমান মন্দিরের সামনে গরুর মাথা রাখার ঘটনাকে কেন্দ্র করে জেলাটিতে এই দাঙ্গার আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় কেউ দাঙ্গা সৃষ্টি চেষ্টা করলে তাদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল শুক্রবার বলেছেন, বাংলাদেশ সীমান্তবর্তী ধুবড়ি জেলায় রাতে ‘শুট অ্যাট সাইট’—এর নির্দেশ জারি থাকবে। তিনি জানান, একটি ‘সাম্প্রদায়িক গোষ্ঠী’ গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে। এটি সরকার বরদাশত করবে না।
এর আগে, ধুবড়ি জেলা সদরের হনুমান মন্দিরের কাছে মাংসের টুকরো পাওয়ার প্রতিবাদে গত সপ্তাহের রোববার ধুবড়ি শহরে বিক্ষোভ হয়। সোমবার শহরে ১৪৪ ধারা জারি করা হয়, পরদিন তা তুলে নেওয়া হয়। কিন্তু এরপর পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকে।
এরই পরিপ্রেক্ষিতে আসামের মুখ্যমন্ত্রী গতকাল শুক্রবার বলেন, ‘আমি আজ গুয়াহাটিতে পৌঁছানোর পরপরই শুট অ্যাট সাইট—এর নির্দেশ জারি করা হবে। রাতে বাইরে বের হওয়া বা পাথর ছোড়া যে কাউকে গ্রেপ্তার করা হবে।’ তিনি আরও জানান, ধুবড়ি জেলায় র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) এবং সিআরপিএফ সদস্য মোতায়েন করা হবে। ধুবড়ির সব অপরাধীকে গ্রেপ্তার করা হবে।
তিনি বলেন, ‘একটি সাম্প্রদায়িক গোষ্ঠী ধুবড়িতে গোলযোগ সৃষ্টিতে সক্রিয় হয়েছে। এই খবর জানার পর আমি ধুবড়ি এসেছি। জেলায় রাতে শুট অ্যাট সাইট-এর নির্দেশ জারি থাকবে। ধুবড়ির সব অপরাধীকে গ্রেপ্তার করা হবে এবং যারা আইন হাতে তুলে নিয়েছে, তাদের কঠোর হাতে দমন করা হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা সম্প্রদায়ের একটি অংশকে এমন গোলযোগ সৃষ্টি করতে দিতে পারি না। আমাদের সরকার এটা বরদাশত করবে না এবং ধুবড়িকে আমাদের হাতছাড়া হতে দেবে না।’ তিনি জানান, প্রয়োজন হলে তিনি সারা রাত হনুমান মন্দির পাহারা দেবেন। তিনি যোগ করেন, ‘জেলায় আইনশৃঙ্খলা নিশ্চিত করতে এবং সব সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।’
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাঁকে আটক করা হয়।
২১ মিনিট আগেছিন্নমূল মানুষদের ওয়াশিংটন ডিসি থেকে ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরের অপরাধ দমন করার অঙ্গীকার পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। গতকাল রোববার এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা আপনাদের থাকার জায়গা দেব, তবে রাজধানী থেকে অনেক দূরে।’
১ ঘণ্টা আগেআফগানিস্তানে জাতিসংঘের নারী কর্মীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। ওই প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মে মাসে...
১ ঘণ্টা আগেভারতে রাখি বন্ধন উদ্যাপনের পর বোনকে হত্যা করেছে অরবিন্দ নামের এক যুবক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বোনের প্রেমের সম্পর্ক মানতে না পেরে তাকে হত্যা করেছে ২৫ বছর বয়সী ওই যুবক। উত্তর প্রদেশের ঝাঁসি জেলার গারউথা এলাকায় এই ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে