Ajker Patrika

মাঝপথে চার্জ শেষ, নেতার বৈদ্যুতিক গাড়িতে জুড়তে হলো গরু

মাঝপথে বন্ধ হয়ে গেলে গরু দিয়ে টানতে হয়েছে গাড়ি। ছবি: স্ক্রিনশট
মাঝপথে বন্ধ হয়ে গেলে গরু দিয়ে টানতে হয়েছে গাড়ি। ছবি: স্ক্রিনশট

ভারতের রাজস্থান রাজ্যের কুচামন পৌরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া, শখ করে কিনেছেন বিদ্যুৎ চালিত ব্যক্তিগত গাড়ি। ব্যাটারি পুরো চার্জ দিয়ে বাইরে বের হন। কিন্তু মাঝপথে শেষ হয়ে যায় চার্জ। কাছাকাছি কোনো চার্জিং স্টেশনও পান না। মাঝেমধ্যেই এমন পরিস্থিতির মুখে পড়েন তিনি।

কয়েক দিন আগেও এমন ঝামেলায় পড়েছিলেন অনিল। নিরুপায় হয়ে গরুর দিয়ে চানতে হয়েছে গাড়ি! দামি বিদ্যুৎ চালিত গাড়িতে দুটি গরু জুড়ে দিয়ে গন্তব্যে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রাজস্থানের দিদওয়ানা জেলার কুচামন শহরে এ ঘটনাটি ঘটে। কুচামন পুরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া ২০২৩ সালে বৈদ্যুতিক গাড়ি কিনেছিলেন। এরপর থেকে ঝামেলা চলছে তাঁর!

অনিল বলেন, মাঝরাস্তায় যখন–তখন এই গাড়ি বন্ধ হয়ে যায়। এখনো পর্যন্ত মোট ১৬ বার গাড়ি মেরামত করিয়েছেন। কিন্তু ফল হয়নি।

‘বিনোদ ভোজক’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বৈদ্যুতিক গাড়ির সামনে দুটি গরু দাঁড়িয়ে। দড়ি দিয়ে গাড়ির সঙ্গে বাঁধা হয়েছে এদের। এরপর গাড়িটি টেনে নিয়ে যাচ্ছে গরু দুটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

এলাকার খবর
Loading...