অনলাইন ডেস্ক
ভারতের বিহার রাজ্য ও প্রতিবেশী দেশ নেপালে বজ্রপাতে গত দুই দিনে অন্তত ৬৯ জন নিহত হয়েছে। এ ছাড়া গত বৃহস্পতি ও শুক্রবারের প্রবল বজ্রবৃষ্টিতে শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যদিও প্রতিবছর বন্যা ও বজ্রপাতে হাজার হাজার মানুষ মারা যায়, কিন্তু বিজ্ঞানীরা সতর্ক করেছেন ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে।
বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আজ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবারের শক্তিশালী বজ্রবৃষ্টি ও বজ্রপাতে অন্তত ৬১ জন প্রাণ হারিয়েছে। প্রতিবেশী দেশ নেপালে বজ্রপাতে আরও আটজন নিহত হয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন।
ভারতীয় আবহাওয়া বিভাগের অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আজকেও বিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গত বছর বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভারতে বজ্রপাতের ঘটনা বাড়ছে। এর ফলে দক্ষিণ এশিয়ার জনবহুল এই দেশটিতে প্রতিবছর প্রায় ১ হাজার ৯০০ জন মানুষ বজ্রপাতে মারা যেতে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সাম্প্রতিক বজ্রপাতের ঘটনা এবং মৃত্যু এই আশঙ্কার প্রতিফলন।
ভারতের ফকির মোহন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন, ১৯৬৭ থেকে ২০২০ সালের মধ্যে বজ্রপাতে ১ লাখ ১ হাজার ৩০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
ভারতের বিহার রাজ্য ও প্রতিবেশী দেশ নেপালে বজ্রপাতে গত দুই দিনে অন্তত ৬৯ জন নিহত হয়েছে। এ ছাড়া গত বৃহস্পতি ও শুক্রবারের প্রবল বজ্রবৃষ্টিতে শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যদিও প্রতিবছর বন্যা ও বজ্রপাতে হাজার হাজার মানুষ মারা যায়, কিন্তু বিজ্ঞানীরা সতর্ক করেছেন ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে।
বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আজ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবারের শক্তিশালী বজ্রবৃষ্টি ও বজ্রপাতে অন্তত ৬১ জন প্রাণ হারিয়েছে। প্রতিবেশী দেশ নেপালে বজ্রপাতে আরও আটজন নিহত হয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন।
ভারতীয় আবহাওয়া বিভাগের অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আজকেও বিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গত বছর বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভারতে বজ্রপাতের ঘটনা বাড়ছে। এর ফলে দক্ষিণ এশিয়ার জনবহুল এই দেশটিতে প্রতিবছর প্রায় ১ হাজার ৯০০ জন মানুষ বজ্রপাতে মারা যেতে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সাম্প্রতিক বজ্রপাতের ঘটনা এবং মৃত্যু এই আশঙ্কার প্রতিফলন।
ভারতের ফকির মোহন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন, ১৯৬৭ থেকে ২০২০ সালের মধ্যে বজ্রপাতে ১ লাখ ১ হাজার ৩০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এদিন রাখিবন্ধন উপলক্ষে ভারতের গুরুগ্রামভিত্তিক ১২ বছরের পুরোনো কুইক-কমার্স কোম্পানি ব্লিংকিট, যা শহুরে মধ্যবিত্তের কেনাকাটার ধরন বদলে দিয়েছে, সেখানে কার্ল মার্ক্স ও ফ্রেডরিক এঙ্গেলস রচিত ‘দ্য কমিউনিস্ট মেনিফেস্টো’ সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্রের প্রথম খণ্ডের সঙ্গে ‘গিফট ফর সিস্টার্স’ বা ‘বোনদের...
৭ ঘণ্টা আগেইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে গত কয়েক মাসে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির বিচার বিভাগ আজ শনিবার এ তথ্য জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এদের প্রতি কোনো দয়া দেখানো হবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
৮ ঘণ্টা আগেইউক্রেন এক বিন্দু পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শনিবার ভোরে তিনি বলেছেন, ইউক্রেনীয়রা তাদের জমি দখলদারদের হাতে তুলে দেবে না। এক ইঞ্চিও না।
৯ ঘণ্টা আগেগত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একাধিক পোস্ট করে স্বামীর প্রতি সহানুভূতি দেখানোর আহ্বান জানান আবির। তাঁর স্বামীর সাজা ঘোষণার কয়েক দিন পর এই পোস্ট করেন তিনি। পাকিস্তানে বসবাসরত আবিরের ইনস্টাগ্রাম ও টিকটক মিলিয়ে অনুসারী রয়েছে ৫ লাখের বেশি।
১০ ঘণ্টা আগে