রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগেও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অফিস ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে কর্মীরা আয়োজন করেছিলেন মদের পার্টি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৬ এপ্রিল ওই মদের পার্টি অনুষ্ঠিত হয়। প্রায় ৩০ জন কর্মী ওই পার্টিতে অংশ নেন। প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগে তাঁরা নেচে-গেয়ে পার্টি উদ্যাপন করেন। তবে ওই পার্টিতে উপস্থিত ছিলেন না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি চেকার্সের ছুটি কাটাচ্ছিলেন।
গত বছরের ১৭ এপ্রিল প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। ওই সময় যুক্তরাজ্যে লকডাউনও চলছিল।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অফিসের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে বরিস জনসনের সাবেক যোগাযোগ পরিচালক জেমস স্ল্যাকের বিদায়ি পার্টি ছিল সেটি। সেখানে একটি বিদায়ি ভাষণ দিয়েছিলেন জেমস স্ল্যাক। সেখানে তিনি তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছিলেন।
জেমস স্ল্যাক বর্তমানে দ্য সান সংবাদমাধ্যমে উপসম্পাদকের পদে রয়েছেন।
যুক্তরাজের বিরোধী লেবার পার্টির নেত্রী অ্যাঞ্জেলা রেনার বলেন, ডাউনিং স্ট্রিটের এমন কর্মকাণ্ডে আমি বাকরুদ্ধ।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ২০২০ সালের মে মাসে যুক্তরাজ্যজুড়ে চলছিল লকডাউন। তখন দেশটিতে জমায়েত, পার্টি—সবকিছুর ওপরই নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই সময়ই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টি করেছিলেন জনসন। এরই মধ্যে এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ ঘটনায় বরিস জনসনের নিজ দলের এমপিরাই প্রকাশ্যে তাঁর পদত্যাগ দাবি করেছেন।
রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগেও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অফিস ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে কর্মীরা আয়োজন করেছিলেন মদের পার্টি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৬ এপ্রিল ওই মদের পার্টি অনুষ্ঠিত হয়। প্রায় ৩০ জন কর্মী ওই পার্টিতে অংশ নেন। প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগে তাঁরা নেচে-গেয়ে পার্টি উদ্যাপন করেন। তবে ওই পার্টিতে উপস্থিত ছিলেন না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি চেকার্সের ছুটি কাটাচ্ছিলেন।
গত বছরের ১৭ এপ্রিল প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। ওই সময় যুক্তরাজ্যে লকডাউনও চলছিল।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অফিসের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে বরিস জনসনের সাবেক যোগাযোগ পরিচালক জেমস স্ল্যাকের বিদায়ি পার্টি ছিল সেটি। সেখানে একটি বিদায়ি ভাষণ দিয়েছিলেন জেমস স্ল্যাক। সেখানে তিনি তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছিলেন।
জেমস স্ল্যাক বর্তমানে দ্য সান সংবাদমাধ্যমে উপসম্পাদকের পদে রয়েছেন।
যুক্তরাজের বিরোধী লেবার পার্টির নেত্রী অ্যাঞ্জেলা রেনার বলেন, ডাউনিং স্ট্রিটের এমন কর্মকাণ্ডে আমি বাকরুদ্ধ।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ২০২০ সালের মে মাসে যুক্তরাজ্যজুড়ে চলছিল লকডাউন। তখন দেশটিতে জমায়েত, পার্টি—সবকিছুর ওপরই নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই সময়ই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টি করেছিলেন জনসন। এরই মধ্যে এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ ঘটনায় বরিস জনসনের নিজ দলের এমপিরাই প্রকাশ্যে তাঁর পদত্যাগ দাবি করেছেন।
ইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
১ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি স্থাপন ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মালয়েশিয়া, বাংলাদেশ ও আঞ্চলিক কয়েকটি দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। খবর সিঙ্গাপুরভিত্তিক
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকারকে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে দেবে না স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গোষ্ঠীটি জানিয়েছে, মিয়ানমারের পশ্চিমাঞ্চলে অবস্থিত বাংলাদেশ সংলগ্ন এই রাজ্যটিতে নিজেদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় নির্বাচনের কোনো স্বীকৃতি তারা
২ ঘণ্টা আগে