আবারও মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানো হলো ডেনমার্কে। আজ মঙ্গলবার সুইডেনের রাজধানী কোপেনহেগেনে তুরস্ক ও মিসরের দূতাবাসের সামনে একদল উগ্র ইসলামবিদ্বেষী এ কাজ করে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিগত কয়েক সপ্তাহে সুইডেন এবং ডেনমার্কে বেশ কয়েক দফা কোরআন অবমাননার ঘটনা ঘটেছে, যা মুসলিম বিশ্বে ক্ষোভ উসকে দিয়েছে। মুসলিম বিশ্বের দেশগুলো এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা সুইডেন এবং ডেনমার্ক সরকারের কাছে এমন নিন্দনীয় ঘটনা বন্ধ করার আহ্বান জানিয়েছে। তবে সুইডিশ এবং ড্যানিশ সরকার জানিয়েছে, তারা এই জঘন্য ঘটনার নিন্দা জানায় কিন্তু তাদের দেশের আইন অনুসারে বাক ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে গিয়ে তারা এ ধরনের কাজে বাধা দিতে পারবে না।
মঙ্গলবার কোপেনহেগেনে মিসর ও তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পোড়ায় ‘ড্যানিশ প্যাট্রিয়টস’ নামে একটি উগ্র মুসলিমবিদ্বেষী গোষ্ঠী। এর আগেও এই গোষ্ঠীটি কোপেনহেগেনের ইরাকি দূতাবাসের সামনে কোরআন পুড়িয়েছিল। ডেনমার্কে কোরাআন পোড়ানোর ঘটনার আগে প্রতিবেশী দেশ সুইডেনেও দুইবার কোরআন অবমাননার ঘটনা ঘটে।
এদিকে ইউরোপের দেশগুলোতে বারবার কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরাক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যেন ‘তাদের তথাকথিত বাকস্বাধীনতার’ বিষয়টি নতুন করে মূল্যায়ন করে।
তুরস্কও এই ঘটনার প্রতিবাদ করে এর নিন্দা জানিয়েছে। দেশটি বারবার কোরআনের ওপর ‘জঘন্য আক্রমণের’ বিষয়টি বন্ধ করতে এবং ইসলামের বিদ্বেষী এমন ঘৃণ্য অপরাধ বন্ধে ডেনমার্কের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
মিসরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার কায়রোতে নিযুক্ত সুইডেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে এবং কোপেনহেগেনে তাদের দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর তীব্র নিন্দা করেছে।
আবারও মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানো হলো ডেনমার্কে। আজ মঙ্গলবার সুইডেনের রাজধানী কোপেনহেগেনে তুরস্ক ও মিসরের দূতাবাসের সামনে একদল উগ্র ইসলামবিদ্বেষী এ কাজ করে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিগত কয়েক সপ্তাহে সুইডেন এবং ডেনমার্কে বেশ কয়েক দফা কোরআন অবমাননার ঘটনা ঘটেছে, যা মুসলিম বিশ্বে ক্ষোভ উসকে দিয়েছে। মুসলিম বিশ্বের দেশগুলো এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা সুইডেন এবং ডেনমার্ক সরকারের কাছে এমন নিন্দনীয় ঘটনা বন্ধ করার আহ্বান জানিয়েছে। তবে সুইডিশ এবং ড্যানিশ সরকার জানিয়েছে, তারা এই জঘন্য ঘটনার নিন্দা জানায় কিন্তু তাদের দেশের আইন অনুসারে বাক ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে গিয়ে তারা এ ধরনের কাজে বাধা দিতে পারবে না।
মঙ্গলবার কোপেনহেগেনে মিসর ও তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পোড়ায় ‘ড্যানিশ প্যাট্রিয়টস’ নামে একটি উগ্র মুসলিমবিদ্বেষী গোষ্ঠী। এর আগেও এই গোষ্ঠীটি কোপেনহেগেনের ইরাকি দূতাবাসের সামনে কোরআন পুড়িয়েছিল। ডেনমার্কে কোরাআন পোড়ানোর ঘটনার আগে প্রতিবেশী দেশ সুইডেনেও দুইবার কোরআন অবমাননার ঘটনা ঘটে।
এদিকে ইউরোপের দেশগুলোতে বারবার কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরাক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যেন ‘তাদের তথাকথিত বাকস্বাধীনতার’ বিষয়টি নতুন করে মূল্যায়ন করে।
তুরস্কও এই ঘটনার প্রতিবাদ করে এর নিন্দা জানিয়েছে। দেশটি বারবার কোরআনের ওপর ‘জঘন্য আক্রমণের’ বিষয়টি বন্ধ করতে এবং ইসলামের বিদ্বেষী এমন ঘৃণ্য অপরাধ বন্ধে ডেনমার্কের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
মিসরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার কায়রোতে নিযুক্ত সুইডেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে এবং কোপেনহেগেনে তাদের দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর তীব্র নিন্দা করেছে।
এবার ট্রাম্পের রোষানলে পড়লেন মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন—এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি। মিথ্যা তথ্য দেওয়া ও বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টির অভিযোগে তাঁর বিরুদ্ধে আদালতে দুটি অভিযোগ গঠন করেছে ভার্জিনিয়ার একটি ফেডারেল গ্র্যান্ড জুরি।
১৩ মিনিট আগেওয়াইসি বলেন, ‘মোদিজি বলেছেন, বিহারে বাংলাদেশি আছে।’ এ সময় তিনি মোদিকে উদ্দেশ্য করে বলেন, ‘মোদিজি, বিহারে বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোন আছেন। তাঁকে বাংলাদেশে পাঠান। সীমাঞ্চলে আনুন, আমরা তাঁকে বাংলাদেশেই পৌঁছে দেব।’
১৪ মিনিট আগেমিয়ানমারের রাখাইন রাজ্যে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) অন্যতম প্রধান একটি ঘাঁটি দখলের দাবি করেছে রোহিঙ্গা মুসলিমদের বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি—আরসা। তবে আরাকান আর্মি সেই দাবি অস্বীকার করেছে।
২৪ মিনিট আগেএবার বেসামরিক খাতে ব্যবহারের জন্য পারমাণবিক শক্তি পাওয়ার পথে হাঁটছে তুরস্ক। আর দেশটির এই যাত্রায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। জাতিসংঘের সাধারণ সম্মেলনে যোগ দিতে যাওয়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সফরেই এই চুক্তি স্বাক্ষরিত হয়ে
১ ঘণ্টা আগে