অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে পুতিন বলেন, মস্কো সময় আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী সোমবার মধ্যরাত পর্যন্ত তাঁর সামরিক বাহিনী ইউক্রেনে ‘সমস্ত সামরিক অভিযান’ বন্ধ রাখবে।
এর আগে পুতিন তাঁর চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে একটি বৈঠক করেন। এই বৈঠকে তিনি বলেন, মানবিক পরিস্থিতি বিবেচনা করে শনিবার সন্ধ্যা ৬টা (মস্কো সময় ১৮:০০) থেকে সোমবার রাত ১২টা (মস্কো সময় ০০:০০) পর্যন্ত রাশিয়া ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করছে।
পুতিন আরও বলেন, ‘এই সময়ের জন্য আমি সমস্ত সামরিক পদক্ষেপ বন্ধ করার নির্দেশ দিচ্ছি।’
পুতিন জোর দিয়ে বলেন, তাঁর বাহিনীকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ তাঁর বাহিনীর কেউ এই সময়ের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে শাস্তি পেতে হবে। তবে ইউক্রেন এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রসঙ্গত, প্রতিবছর এপ্রিল মাসে খ্রিষ্টান সম্প্রদায়ের অনেকগুলো পবিত্র দিন থাকে। এর মধ্যে পাম সানডে, গুড ফ্রাইডে, হোলি স্যাটারডে ও ইস্টার সানডে উল্লেখযোগ্য। এই সমস্ত উৎসব প্রভু যিশুর সঙ্গে সম্পর্কিত। এ বছর ইস্টার সানডে ২০ এপ্রিল, অর্থাৎ আগামীকাল রোববার। এর আগে ১৮ এপ্রিল, শুক্রবার ছিল গুড ফ্রাইডে এবং আজ ১৯ এপ্রিল, শনিবার হোলি স্যাটারডে।
ইস্টার সানডে প্রভু যিশুর পুনরুত্থানের আনন্দে পালিত হয়। বিশ্বের যেসব দেশে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ বাস করে, সেখানে এই উৎসব খুব ধুমধাম করে পালন করা হয়। ২০ এপ্রিল পবিত্র দিন বিবেচনা করেই সোমবার রাত ১২টা পর্যন্ত ‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণা করেছেন পুতিন।
গত ২২ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিন বছর পেরিয়ে চার বছরে পদার্পণ করেছে। এই যুদ্ধ কবে শেষ হবে বা এতে কোন পক্ষ জয়ী হবে, তা এখনো অনিশ্চিত। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় সম্মত হয়েছে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া বা ইউক্রেন যুদ্ধ শেষ করা খুব বেশি কঠিন করে তুললে তাঁর দেশ এই প্রচেষ্টা থেকে সরে ‘দাঁড়াবে বা বিরতি’ নেবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে পুতিন বলেন, মস্কো সময় আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী সোমবার মধ্যরাত পর্যন্ত তাঁর সামরিক বাহিনী ইউক্রেনে ‘সমস্ত সামরিক অভিযান’ বন্ধ রাখবে।
এর আগে পুতিন তাঁর চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে একটি বৈঠক করেন। এই বৈঠকে তিনি বলেন, মানবিক পরিস্থিতি বিবেচনা করে শনিবার সন্ধ্যা ৬টা (মস্কো সময় ১৮:০০) থেকে সোমবার রাত ১২টা (মস্কো সময় ০০:০০) পর্যন্ত রাশিয়া ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করছে।
পুতিন আরও বলেন, ‘এই সময়ের জন্য আমি সমস্ত সামরিক পদক্ষেপ বন্ধ করার নির্দেশ দিচ্ছি।’
পুতিন জোর দিয়ে বলেন, তাঁর বাহিনীকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ তাঁর বাহিনীর কেউ এই সময়ের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে শাস্তি পেতে হবে। তবে ইউক্রেন এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রসঙ্গত, প্রতিবছর এপ্রিল মাসে খ্রিষ্টান সম্প্রদায়ের অনেকগুলো পবিত্র দিন থাকে। এর মধ্যে পাম সানডে, গুড ফ্রাইডে, হোলি স্যাটারডে ও ইস্টার সানডে উল্লেখযোগ্য। এই সমস্ত উৎসব প্রভু যিশুর সঙ্গে সম্পর্কিত। এ বছর ইস্টার সানডে ২০ এপ্রিল, অর্থাৎ আগামীকাল রোববার। এর আগে ১৮ এপ্রিল, শুক্রবার ছিল গুড ফ্রাইডে এবং আজ ১৯ এপ্রিল, শনিবার হোলি স্যাটারডে।
ইস্টার সানডে প্রভু যিশুর পুনরুত্থানের আনন্দে পালিত হয়। বিশ্বের যেসব দেশে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ বাস করে, সেখানে এই উৎসব খুব ধুমধাম করে পালন করা হয়। ২০ এপ্রিল পবিত্র দিন বিবেচনা করেই সোমবার রাত ১২টা পর্যন্ত ‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণা করেছেন পুতিন।
গত ২২ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিন বছর পেরিয়ে চার বছরে পদার্পণ করেছে। এই যুদ্ধ কবে শেষ হবে বা এতে কোন পক্ষ জয়ী হবে, তা এখনো অনিশ্চিত। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় সম্মত হয়েছে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া বা ইউক্রেন যুদ্ধ শেষ করা খুব বেশি কঠিন করে তুললে তাঁর দেশ এই প্রচেষ্টা থেকে সরে ‘দাঁড়াবে বা বিরতি’ নেবে।
পেহেলগামে সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিষ্ক্রিয়তা (বিরোধী দলগুলোর দাবি) নিয়ে কংগ্রেসের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেই পোস্ট আবার পাকিস্তানের সাবেক এক মন্ত্রী রিশেয়ার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কংগ্রেসের তীব্র সমালোচনা করেছ
২ ঘণ্টা আগেসীমান্তে ভারতের একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আজ মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে গুলি করে সেটিকে ভূপাতিত করা হয় বলে দাবি করছে তারা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগেব্রিটিশ রাজধানী লন্ডনের প্যাডিংটনে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের অন্তত ১০০ জন কর্মী। এই অগ্নিকাণ্ডের ঘটনার কয়েক সপ্তাহ আগেই একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল হিথ্রো বিমানবন্দরের কাছের একটি বিদ্যুৎ উপকেন্দ্রে।
৫ ঘণ্টা আগেপুতিন কি আসলেই শান্তি চান? নাকি কেবলই লোক দেখানো?—রাশিয়া–ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে সম্প্রতি বারবারই উঠছে এই প্রশ্ন। কারণ, এখন ক্ষণস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা যেন ক্রেমলিনের চালাকিতে পরিণত হয়েছে! গতকাল সোমবার পুতিন আবারও তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর এ নিয়ে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা।
৫ ঘণ্টা আগে