Ajker Patrika

নাগরিকদের দ্রুত রাশিয়া ত্যাগের নির্দেশ ইউক্রেনের 

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২১: ৪১
নাগরিকদের দ্রুত রাশিয়া ত্যাগের নির্দেশ ইউক্রেনের 

ইউক্রেনীয়দের অতি দ্রুত রাশিয়া ত্যাগ করার নির্দেশ দিয়েছে ইউক্রেনের সরকার। রুশ আক্রমণের আশঙ্কায় ইউক্রেনের সরকার দেশটির নাগরিকদের এই নির্দেশ দিয়েছে বলে জানানো হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে। 

রাশিয়ায় প্রায় ৩০ লাখ ইউক্রেনীয় বসবাস করে বলে মনে করা হয় এবং অনেক ইউক্রেনের নাগরিকের রাশিয়ায় আত্মীয়-স্বজন রয়েছে। 

এ দিকে রাশিয়ার নিরাপত্তা নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বুধবার এক ভিডিওবার্তায় তিনি এই কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পশ্চিমা বিশ্ব যখন রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণ নিয়ে চরম শঙ্কার মুখোমুখি তখন রুশ প্রেসিডেন্ট দেশটির সৈন্যদের উদ্দেশ্যে পাঠানো ওই ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘রাশিয়া ইউক্রেন আক্রমণ শুরু করতে যাচ্ছে’ এমন সতর্কবার্তার মাত্র কয়েক ঘণ্টার পুতিন এই ঘোষণা দিলেন। 

ভিডিও বার্তায় পুতিন ইউক্রেন সমস্যা নিয়ে রাশিয়া আন্তরিক সংলাপের জন্য উন্মুক্ত বলে জানান। প্রতিবছরের ২৩ ফেব্রুয়ারি পুরুষ দিবস হিসেবে ডিফেন্ডার অব দা ফাদারল্যান্ড ডে উদ্যাপন করে রাশিয়া। ওই দিবস উপলক্ষে দেওয়া ভিডিও বার্তায় পুতিন এমনটি জানান। 

ভিডিওতে রাশিয়ান সেনাদের প্রশংসা করে পুতিন বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম যে সেনারা দেশের জাতীয় স্বার্থে দাঁড়াবে। 

রাশিয়ার সেনারা এখনো ইউক্রেন সীমান্তের কাছেই রয়েছে। বেসরকারি মার্কিন কোম্পানি স্যাটেলাইট ম্যাক্সার টেকনোলজিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিতে দেখা যায় রাশিয়া নতুন করে ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা

একটি রাজনৈতিক দলের মুখে আল্লাহর নাম, নির্বাচনে জিততে করে মিথ্যাচার: জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

রপ্তানিতে দ্বিতীয় থেকে ১০ নম্বরে নামল চিংড়ি

২০ শতাংশ অতিরিক্ত ভোটার কারা, প্রশ্ন অধ্যাপক মাফরুহী সাত্তারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত