Ajker Patrika

ইউক্রেনে এ পর্যন্ত ১২ সাংবাদিক নিহত

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৪: ১৭
ইউক্রেনে এ পর্যন্ত ১২ সাংবাদিক নিহত

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। ইউক্রেনের চিফ প্রসিকিউটর ইরিনা ভেনেদিকতোভার বরাত দিয়ে আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এবং ইউক্রেনের বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। 

ইরিনা ভেনেদিকতোভার বলেছেন, নিহত সাংবাদিকেরা যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও রাশিয়ার নাগরিক। আর আহত সাংবাদিকেরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চেক রিপাবলিক, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের নাগরিক। 

ইউক্রেন যুদ্ধে সর্বশেষ নিহত সাংবাদিক ওকসানা বাউলিনা ছিলেন একজন রুশ নাগরিক। তিনি দ্য ইনসাইডারের প্রতিবেদক হিসেবে ইউক্রেন যুদ্ধ কাভার করছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

এদিকে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, রুশ বাহিনী এ পর্যন্ত ৫২ জন সাংবাদিকের ওপর হামলা করেছে। এদের মধ্যে ১৫ জন ভিন্ন দেশের নাগরিক। 

গতকাল শনিবার বিধ্বস্ত চেরনিহিভের চিত্র ধারণের সময় একটি স্থানীয় টেলিভিশন চ্যানেল এবং তুরস্কের টিআরটি ওয়ার্ল্ডের সাংবাদিকদের গাড়ি হামলার শিকার হয়েছে। আন্দ্রি সাপ্লিয়েনকো নামের একজন ইউক্রেনীয় সাংবাদিক বোমার আঘাতে আহত হয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত