ইউক্রেনে রুশ সেনাবাহিনী আক্রমণ শুরুর পর এই প্রথম কোনো সাক্ষাৎকারে অংশ নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল ঘরানার সাংবাদিক টাকার কার্লসন। বাংলাদেশের স্থানীয় সময় আগামীকাল শুক্রবার ভোর ৫টায় টাকার কার্লসনের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এই সাক্ষাৎকার সম্প্রচারিত হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, টাকার কার্লসন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রচারের সময় উল্লেখ করে এই ঘোষণা দিয়েছেন। এর আগে, রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনও জানিয়েছিল যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টাকার কার্লসনকে সাক্ষাৎকার দিয়েছেন।
টাকার কার্লসন তাঁর এক্সে অ্যাকাউন্টে জানিয়েছিলেন, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সাক্ষাৎকার নেওয়ার জন্য গত বছরের জুনে মস্কোয় গিয়েছিলেন। তবে ক্রেমলিন জানিয়েছে, মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের সাবেক এই সাংবাদিক গত মঙ্গলবার পুতিনের সাক্ষাৎকার রেকর্ড করা হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট খুব কম সময়ই পশ্চিমা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বিষয়টি পছন্দও করেন না। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, একচোখা ও পক্ষপাতদুষ্ট পশ্চিমা গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার কোনো ইচ্ছাই তাঁর (পুতিনের) নেই।
তবে টাকার কার্লসন জানিয়েছিলেন, তিনি পুতিনের মুখোমুখি হতে চান কারণ, অনেক পশ্চিমা গণমাধ্যম তাদের পাঠক-দর্শকদের কাছে রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়ে পক্ষপাতদুষ্ট সংবাদ ও মতামত উপস্থাপন করে। গত মঙ্গলবার কার্লসন এক টুইটে বলেছিলেন, ‘এটা ভুল। যে যুদ্ধে মার্কিনিরা জড়িয়ে পড়েছে, সে বিষয়ে তাদের প্রকৃত তথ্য জানার অধিকার আছে।’
এদিকে টাকার কার্লসনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুতিনের সেই সাক্ষাৎকার সম্প্রচারের সময় হিসেবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইম জোনের হিসাবে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তা সম্প্রচারিত হবে। সেই হিসাবে আন্তর্জাতিক মান সময় বৃহস্পতিবার রাত ১১টায় এবং বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় সম্প্রচারিত হবে।
ইউক্রেনে রুশ সেনাবাহিনী আক্রমণ শুরুর পর এই প্রথম কোনো সাক্ষাৎকারে অংশ নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল ঘরানার সাংবাদিক টাকার কার্লসন। বাংলাদেশের স্থানীয় সময় আগামীকাল শুক্রবার ভোর ৫টায় টাকার কার্লসনের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এই সাক্ষাৎকার সম্প্রচারিত হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, টাকার কার্লসন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রচারের সময় উল্লেখ করে এই ঘোষণা দিয়েছেন। এর আগে, রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনও জানিয়েছিল যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টাকার কার্লসনকে সাক্ষাৎকার দিয়েছেন।
টাকার কার্লসন তাঁর এক্সে অ্যাকাউন্টে জানিয়েছিলেন, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সাক্ষাৎকার নেওয়ার জন্য গত বছরের জুনে মস্কোয় গিয়েছিলেন। তবে ক্রেমলিন জানিয়েছে, মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের সাবেক এই সাংবাদিক গত মঙ্গলবার পুতিনের সাক্ষাৎকার রেকর্ড করা হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট খুব কম সময়ই পশ্চিমা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বিষয়টি পছন্দও করেন না। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, একচোখা ও পক্ষপাতদুষ্ট পশ্চিমা গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার কোনো ইচ্ছাই তাঁর (পুতিনের) নেই।
তবে টাকার কার্লসন জানিয়েছিলেন, তিনি পুতিনের মুখোমুখি হতে চান কারণ, অনেক পশ্চিমা গণমাধ্যম তাদের পাঠক-দর্শকদের কাছে রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়ে পক্ষপাতদুষ্ট সংবাদ ও মতামত উপস্থাপন করে। গত মঙ্গলবার কার্লসন এক টুইটে বলেছিলেন, ‘এটা ভুল। যে যুদ্ধে মার্কিনিরা জড়িয়ে পড়েছে, সে বিষয়ে তাদের প্রকৃত তথ্য জানার অধিকার আছে।’
এদিকে টাকার কার্লসনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুতিনের সেই সাক্ষাৎকার সম্প্রচারের সময় হিসেবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইম জোনের হিসাবে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তা সম্প্রচারিত হবে। সেই হিসাবে আন্তর্জাতিক মান সময় বৃহস্পতিবার রাত ১১টায় এবং বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় সম্প্রচারিত হবে।
আগামী চার দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচনার সম্ভাব্য ভেন্যু তুরস্কের ইস্তাম্বুল। গতকাল শনিবার, রাষ্ট্রীয় টিভি চ্যানেলে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন খোদ পুতিন। জানান, ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় রাশিয়া প্রস্তুত।
৭ মিনিট আগেগাজায় ইসরায়েলি অবরোধের কারণে খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। অঞ্চলটিতে দুই মাসেরও বেশি সময় ধরে অবরোধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর ফলে, অঞ্চলটির ৬৫ হাজারের বেশি শিশু মৃত্যুর ঝুঁকিতে পড়েছে। গাজা প্রশাসনের জনসংযোগ বিভাগের তথ্যের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে লন্ডন থেকে পরিচালিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে আজ শনিবার রাতে বিকট বিস্ফোরণে শব্দ শোনা গেছে। ভারত সরকারের একটি সূত্র অভিযোগ করেছে, যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মাথায় পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
৯ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভে এক বৈঠকে ইউরোপীয় নেতারা রাশিয়াকে ৩০ দিনের একটি নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন। আগামী সোমবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে...
১০ ঘণ্টা আগে