Ajker Patrika

ইউক্রেনের এক কোটির বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন

ইউক্রেনের এক কোটির বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন

কয়েক দিন ধরে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করে যাচ্ছে রাশিয়া। গতকাল বৃহস্পতিবার দেশটির জ্বালানি অবকাঠামোয় কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। এর পর ইউক্রেনের এক কোটির বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাত ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনর আকাশ প্রতিরক্ষা বাহিনী ছয়টি ক্ষেপণাস্ত্র এবং পাঁচটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে জানান জেলেনস্কি। 

বৃহস্পতিবার রাতের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করছি।’

বিবিসির প্রতিবেদনের বলা হয়েছে, যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটার পর রাশিয়া সম্প্রতি জ্বালানি অবকাঠামোয় হামলার কৌশল নিয়েছে। তুষারের মধ্যে বিদ্যুৎ না থাকায় ঘর গরম করতে পারছেন না নাগরিকেরা। এতে প্রচণ্ড ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে রাজধানী কিয়েভের বাসিন্দাদের। এ ছাড়া পশ্চিমাঞ্চলীয় ভিনিসিয়া, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ওডেসার বন্দর শহর এবং উত্তর পূর্বের সুমে শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত