Ajker Patrika

‘বেটা’ ধরনের বিরুদ্ধে লড়তে অক্সফোর্ডের ভ্যাকসিনের অতিরিক্ত ডোজ দিতে চায় ব্রিটেন

আপডেট : ০২ জুন ২০২১, ১১: ৩৪
‘বেটা’ ধরনের বিরুদ্ধে লড়তে অক্সফোর্ডের ভ্যাকসিনের অতিরিক্ত ডোজ দিতে চায় ব্রিটেন

ঢাকা: করোনার ‘বেটা’ বা দক্ষিণ আফ্রিকার ধরনের বিরুদ্ধে লড়তে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের অতিরিক্ত ডোজ প্রয়োগ করতে চায় ব্রিটিশ সরকার। এ নিয়ে তারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত ভ্যাকসিনের ডোজ নিয়ে যে ট্রায়ালের প্রয়োজন সেটির অর্থায়নও করতে চায় ব্রিটিশ সরকার।

যুক্তরাজ্যে ইতিমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ কোটি ডোজ ভ্যাকসিন কিনে নিয়েছে। গত ফেব্রুয়ারিতে অক্সফোর্ডের ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকা ধরন মোকাবিলায় অকার্যকর প্রমাণিত হয়। এর পরে ওই ভ্যাকসিনের প্রয়োগ স্থগিত করে দেয় দক্ষিণ আফ্রিকা সরকার।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগামীকাল বৃহস্পতিবার অক্সফোর্ডে জি ৭ দেশগুলোর স্বাস্থ্য মন্ত্রীদের একটি সামিট শুরু হবে। এর আগের দিন অর্থাৎ আজ বুধবার ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে ব্রিটিশ সরকারের ভূমিকা নিয়ে একটি ভাষণ দেবেন।

উল্লেখ্য, গত শনিবার করোনাভাইরাসের নতুন ধরনগুলোর নাম নিয়ে জটিলতার নিরসনে নতুন নামকরণ পদ্ধতির ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন নামকরণ পদ্ধতি অনুযায়ী, যুক্তরাজ্যে গত বছরের শেষ দিকে করোনার যে নতুন ধরনটি পাওয়া গেছে তার নাম দেওয়া হয়েছে ‘আলফা’। দক্ষিণ আফ্রিকায় পাওয়া ধরনটির নাম হয়েছে ‘বেটা’। আর ভারতীয় ধরনের নাম দেওয়া হয়েছে ‘ডেলটা’। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাল রপ্তানিতে নতুন শর্ত দিল ভারত, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির প্রার্থী বাছাই শেষ হওয়ার পথে

মামুনুরের খোঁজ মেলেনি ৫ দিনেও, ক্লু নেই সিসিটিভি ফুটেজে

নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর অভিযোগ তদন্ত করছে ডাকসু নির্বাচন কমিশন

বাংলাদেশের বিদায়ে ৪১ বছরে প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত