Ajker Patrika

ইউক্রেনে ১ হাজার ১৭৯ বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ 

আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৪: ৫৮
ইউক্রেনে ১ হাজার ১৭৯ বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ 

ইউক্রেনে চলমান রুশ হামলায় ১ হাজার ১৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়া আহত হয়েছে ১ হাজার ৮৬০ জন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

ওই বিবৃতিতে বলা হয়, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ভারী বিস্ফোরক অস্ত্রের ব্যবহারের কারণে ১ হাজার ১৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ভারী কামান ও একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। মস্কোর দাবি, চলমান অভিযানে রুশ বাহিনীর ১ হাজার ৩৫১ জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৮২৫ জন। 

এদিকে ইউক্রেনের দাবি, চলমান অভিযানে প্রায় ১৬ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। নিজেদের পক্ষের কত সেনা নিহত হয়েছেন, সে বিষয়ে সম্প্রতি কিছু জানায়নি ইউক্রেন। তবে রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা কর্নেল জেনারেল সের্গেই রুদস্কয়ের দাবি, যুদ্ধে ইউক্রেনের প্রায় ৩০ হাজার সেনা হতাহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত