অনলাইন ডেস্ক
যুক্তরাজ্য সরকার জানিয়েছে, দেশের নির্বাচনব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংস্কারের অংশ হিসেবে তারা ১৬ ও ১৭ বছর বয়সী তরুণদের জাতীয় নির্বাচনসহ সব নির্বাচনে ভোটাধিকার দেওয়ার পরিকল্পনা করছে।
আজ বৃহস্পতিবার এক ঘোষণায় ব্রিটিশ সরকার জানায়, প্রস্তাবিত এই পরিবর্তনগুলো এখনো সংসদীয় অনুমোদনের ওপর নির্ভরশীল। তবে এগুলো কার্যকর হলে স্কটল্যান্ড ও ওয়েলসের সঙ্গে সারা যুক্তরাজ্যে ভোটাধিকার সমতা প্রতিষ্ঠিত হবে। স্কটল্যান্ড ও ওয়েলসে ইতিমধ্যে স্থানীয় নির্বাচনে ১৬ বছর বয়সীরাও ভোট দিয়ে থাকে।
উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার বলেন, ‘আমরা গণতান্ত্রিক অংশগ্রহণের পথে যে বাধাগুলো রয়েছে, তা ভাঙার জন্য পদক্ষেপ নিচ্ছি, যাতে আরও বেশি মানুষ যুক্তরাজ্যের গণতন্ত্রে সক্রিয়ভাবে অংশ নিতে পারে।’
সিএনএন জানিয়েছে, ২০২৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তরাজ্যে ভোটার উপস্থিতি ছিল মাত্র ৫৯ দশমিক ৭ শতাংশ, যা ২০০১ সালের পর সর্বনিম্ন।
যুক্তরাজ্যের হাউস অব কমন্স লাইব্রেরির তথ্যমতে, যেসব দেশে ভোটাধিকার বয়স ১৬ করা হয়েছে, সেখানে নির্বাচনের ফলাফলে কোনো বড় প্রভাব পড়েনি। তবে দেখা গেছে, ১৬ বছর বয়সীরা সাধারণত ১৮ বছর বয়সীদের চেয়ে বেশি হারে ভোট দেয়।
বর্তমানে সরকারে থাকা লেবার পার্টি, যারা এক বছর আগে বিপুল ব্যবধানে জয়ী হয়ে ক্ষমতায় এসেছিল, তারা আগে থেকেই ভোটারদের বয়সসীমা কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে দলটির জনপ্রিয়তায় বড় ধরনের পতন ঘটেছে।
এই সংস্কারের আওতায় ভোটার পরিচয়পত্র (ভোটার আইডি) হিসেবে যুক্তরাজ্যে ইস্যু করা ব্যাংক কার্ড ও ড্রাইভিং লাইসেন্স বা ভেটেরান কার্ডের ডিজিটাল সংস্করণও গ্রহণযোগ্য হবে।
বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে সরকার আরও জানিয়েছে, রাজনৈতিক দান-অনুদানের ওপর নজরদারি জোরদার করা হবে। এর মধ্যে রয়েছে—৫০০ পাউন্ডের বেশি দানের ক্ষেত্রে উৎস যাচাই, অনিয়মিত অ্যাসোসিয়েশন থেকে আসা অনুদানের নিয়ম কঠোর করা এবং শেল কোম্পানিগুলো ব্যবহার করে অনুদান দেওয়ার ফাঁকফোকর বন্ধ করা।
যুক্তরাজ্য সরকার জানিয়েছে, দেশের নির্বাচনব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংস্কারের অংশ হিসেবে তারা ১৬ ও ১৭ বছর বয়সী তরুণদের জাতীয় নির্বাচনসহ সব নির্বাচনে ভোটাধিকার দেওয়ার পরিকল্পনা করছে।
আজ বৃহস্পতিবার এক ঘোষণায় ব্রিটিশ সরকার জানায়, প্রস্তাবিত এই পরিবর্তনগুলো এখনো সংসদীয় অনুমোদনের ওপর নির্ভরশীল। তবে এগুলো কার্যকর হলে স্কটল্যান্ড ও ওয়েলসের সঙ্গে সারা যুক্তরাজ্যে ভোটাধিকার সমতা প্রতিষ্ঠিত হবে। স্কটল্যান্ড ও ওয়েলসে ইতিমধ্যে স্থানীয় নির্বাচনে ১৬ বছর বয়সীরাও ভোট দিয়ে থাকে।
উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার বলেন, ‘আমরা গণতান্ত্রিক অংশগ্রহণের পথে যে বাধাগুলো রয়েছে, তা ভাঙার জন্য পদক্ষেপ নিচ্ছি, যাতে আরও বেশি মানুষ যুক্তরাজ্যের গণতন্ত্রে সক্রিয়ভাবে অংশ নিতে পারে।’
সিএনএন জানিয়েছে, ২০২৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তরাজ্যে ভোটার উপস্থিতি ছিল মাত্র ৫৯ দশমিক ৭ শতাংশ, যা ২০০১ সালের পর সর্বনিম্ন।
যুক্তরাজ্যের হাউস অব কমন্স লাইব্রেরির তথ্যমতে, যেসব দেশে ভোটাধিকার বয়স ১৬ করা হয়েছে, সেখানে নির্বাচনের ফলাফলে কোনো বড় প্রভাব পড়েনি। তবে দেখা গেছে, ১৬ বছর বয়সীরা সাধারণত ১৮ বছর বয়সীদের চেয়ে বেশি হারে ভোট দেয়।
বর্তমানে সরকারে থাকা লেবার পার্টি, যারা এক বছর আগে বিপুল ব্যবধানে জয়ী হয়ে ক্ষমতায় এসেছিল, তারা আগে থেকেই ভোটারদের বয়সসীমা কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে দলটির জনপ্রিয়তায় বড় ধরনের পতন ঘটেছে।
এই সংস্কারের আওতায় ভোটার পরিচয়পত্র (ভোটার আইডি) হিসেবে যুক্তরাজ্যে ইস্যু করা ব্যাংক কার্ড ও ড্রাইভিং লাইসেন্স বা ভেটেরান কার্ডের ডিজিটাল সংস্করণও গ্রহণযোগ্য হবে।
বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে সরকার আরও জানিয়েছে, রাজনৈতিক দান-অনুদানের ওপর নজরদারি জোরদার করা হবে। এর মধ্যে রয়েছে—৫০০ পাউন্ডের বেশি দানের ক্ষেত্রে উৎস যাচাই, অনিয়মিত অ্যাসোসিয়েশন থেকে আসা অনুদানের নিয়ম কঠোর করা এবং শেল কোম্পানিগুলো ব্যবহার করে অনুদান দেওয়ার ফাঁকফোকর বন্ধ করা।
ভিয়েতনামের কৃষক নুয়েন থি হুয়ং। চিন্তায় ঠিকমতো ঘুমোতে পারছেন না। হাতছাড়া হতে যাচ্ছে তাঁর রুজি-রোজগারের একমাত্র উপায়। তাও আবার তাঁর নিজ দেশে ট্রাম্প পরিবারের সমর্থনে নির্মিত হতে যাওয়া একটি গলফ ক্লাবের জন্য। বিনিময়ে মিলবে মাত্র ৩২০০ মার্কিন ডলার এবং কয়েক মাসের জন্য চাল।
১৯ মিনিট আগেপারমাণবিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকে ছিলেন অল্পবয়সী নারী, যাঁরা বোমা হামলার সময় গর্ভবতী বা সন্তান ধারণের উপযুক্ত বয়সে ছিলেন। কিন্তু তাঁদের শরীর থেকে সন্তানের শরীরে তেজস্ক্রিয়তা প্রবেশ করতে পারে, এই ভয়ে একপ্রকার ধ্বংসই হয়ে গেছে তাঁদের জীবন। চিকিৎসক, পরিচিতজন, বন্ধুবান্ধব এমনকি পরিবারের...
১ ঘণ্টা আগেস্ত্রীকে নিয়ে গ্রামের দিকে যাচ্ছিলেন স্বামী। পথিমধ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান স্ত্রী। দিশেহারা স্বামী আশপাশে মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে কেউ এগিয়ে আসেনি।
১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জনবল গত ৬ বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে দেশটির সেনাসদস্য প্রায় ৪ লাখ ৫০ হাজার, যা ২০১৮ সালের তুলনায় প্রায় ২০ শতাংশ কম। আর এই লোকবল কমার কারণ, দেশটিতে জন্মহার হ্রাস পাওয়ায় জনসংখ্যার হ্রাস। খবর বিবিসির।
১ ঘণ্টা আগে