সামাজিক প্ল্যাটফর্ম ফেসবুকে ইহুদি ও শ্বেতাঙ্গ বিদ্বেষী একাধিক পোস্ট দেওয়ার অভিযোগে চাকরি হারিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক কর্মী। তিনি একাধিক পোস্টে ইহুদিদের ‘নাৎসি’ এবং শ্বেতাঙ্গদের ‘পরজীবী’ বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ডন কুয়েভা নামের এই কর্মী লন্ডনে বিবিসির অন্যতম শাখা কার্যালয় বিবিসি থ্রি’র শিডিউল কো-অর্ডিনেটর হিসেবে কাজ করতেন। তার ফেসবুক আইডির নাম ডন লাস কুয়েভাস অ্যালেন। ফেসবুক পোস্টে তিনি ইহুদিদের ‘নাৎসি বর্ণবাদী পরজীবী’ বলে আখ্যা দেন—যাদের অর্থায়ন করছে ‘হলোহোক্স’। মূলত, হলোকাস্ট বা গণহত্যাকে ব্যঙ্গ করেই তিনি শব্দটি ব্যবহার করেছেন বলে ধারণা করা হয়।
তার পোস্টগুলো পর্যালোচনা করে দেখা গেছে, তিনি এর আগেও ইহুদি ও শ্বেতাঙ্গদের আক্রমণ করেছেন। শ্বেতাঙ্গদের তিনি ‘ভাইরাস’ এবং অভিযোজন প্রত্যাখ্যান করা প্রজাতি হিসেবে অভিহিত করেছেন। এ ছাড়া, ইহুদিদের উপাসনালয় সিনাগগকে ‘শয়তানের উপাসনালয়’ বলেছেন তিনি।
লিংকডইন প্রোফাইলে ডন কুয়েভার ঠিকানা দেওয়া আছে লন্ডন। তিনি যুক্তরাজ্যকে ‘ধর্মান্ধ’ এবং ‘গণহত্যাকারী’ বলেও অভিহিত করেছেন। যুক্তরাজ্যকে ইউকেকেকে বলেও অভিহিত করেন তিনি। যেখানে কেকেকে বলতে কু ক্ল্যাক্স ক্ল্যান বুঝিয়েছেন তিনি। কু ক্ল্যাক্স ক্ল্যান হচ্ছে যুক্তরাষ্ট্রের কট্টর ডানপন্থী সন্ত্রাসী সংগঠন।
শ্বেতাঙ্গ ইউরোপীয়দের তিনি ‘মেলানিন বিহীন পরজীবী’ বলেও দাবি করেছেন। মূলত, মানবদেহে মেলানিন নামক জৈব যৌগের উপস্থিতির তারতম্যের কারণেই চুল ও ত্বকের রং ভিন্ন হয়। যাদের শরীরে মেলানিনের পরিমাণ বেশি থাকে, তাদের চুল ও ত্বকের রং কালো হয়।
ডন কুয়েভা একটি পোস্টে দাবি করেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের ওপর চালানো গণহত্যায় অর্থায়ন করেছিল রথসচাইল্ড পরিবার। অর্থাৎ, ইহুদিরা নিজেরাই নিজেদের গণহত্যায় টাকা ঢেলেছে। আরেক পোস্টে তিনি বলেন, সম্মতি ছাড়াই কৃষ্ণাঙ্গ নারীদের জোরপূর্বক স্থায়ীভাবে বন্ধ্যাকরণের চেষ্টা করছে ইসরায়েল।
ডন কুয়েভার চাকরিচ্যুতির ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে এখনো প্রকাশ করেনি বিবিসি।
সামাজিক প্ল্যাটফর্ম ফেসবুকে ইহুদি ও শ্বেতাঙ্গ বিদ্বেষী একাধিক পোস্ট দেওয়ার অভিযোগে চাকরি হারিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক কর্মী। তিনি একাধিক পোস্টে ইহুদিদের ‘নাৎসি’ এবং শ্বেতাঙ্গদের ‘পরজীবী’ বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ডন কুয়েভা নামের এই কর্মী লন্ডনে বিবিসির অন্যতম শাখা কার্যালয় বিবিসি থ্রি’র শিডিউল কো-অর্ডিনেটর হিসেবে কাজ করতেন। তার ফেসবুক আইডির নাম ডন লাস কুয়েভাস অ্যালেন। ফেসবুক পোস্টে তিনি ইহুদিদের ‘নাৎসি বর্ণবাদী পরজীবী’ বলে আখ্যা দেন—যাদের অর্থায়ন করছে ‘হলোহোক্স’। মূলত, হলোকাস্ট বা গণহত্যাকে ব্যঙ্গ করেই তিনি শব্দটি ব্যবহার করেছেন বলে ধারণা করা হয়।
তার পোস্টগুলো পর্যালোচনা করে দেখা গেছে, তিনি এর আগেও ইহুদি ও শ্বেতাঙ্গদের আক্রমণ করেছেন। শ্বেতাঙ্গদের তিনি ‘ভাইরাস’ এবং অভিযোজন প্রত্যাখ্যান করা প্রজাতি হিসেবে অভিহিত করেছেন। এ ছাড়া, ইহুদিদের উপাসনালয় সিনাগগকে ‘শয়তানের উপাসনালয়’ বলেছেন তিনি।
লিংকডইন প্রোফাইলে ডন কুয়েভার ঠিকানা দেওয়া আছে লন্ডন। তিনি যুক্তরাজ্যকে ‘ধর্মান্ধ’ এবং ‘গণহত্যাকারী’ বলেও অভিহিত করেছেন। যুক্তরাজ্যকে ইউকেকেকে বলেও অভিহিত করেন তিনি। যেখানে কেকেকে বলতে কু ক্ল্যাক্স ক্ল্যান বুঝিয়েছেন তিনি। কু ক্ল্যাক্স ক্ল্যান হচ্ছে যুক্তরাষ্ট্রের কট্টর ডানপন্থী সন্ত্রাসী সংগঠন।
শ্বেতাঙ্গ ইউরোপীয়দের তিনি ‘মেলানিন বিহীন পরজীবী’ বলেও দাবি করেছেন। মূলত, মানবদেহে মেলানিন নামক জৈব যৌগের উপস্থিতির তারতম্যের কারণেই চুল ও ত্বকের রং ভিন্ন হয়। যাদের শরীরে মেলানিনের পরিমাণ বেশি থাকে, তাদের চুল ও ত্বকের রং কালো হয়।
ডন কুয়েভা একটি পোস্টে দাবি করেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের ওপর চালানো গণহত্যায় অর্থায়ন করেছিল রথসচাইল্ড পরিবার। অর্থাৎ, ইহুদিরা নিজেরাই নিজেদের গণহত্যায় টাকা ঢেলেছে। আরেক পোস্টে তিনি বলেন, সম্মতি ছাড়াই কৃষ্ণাঙ্গ নারীদের জোরপূর্বক স্থায়ীভাবে বন্ধ্যাকরণের চেষ্টা করছে ইসরায়েল।
ডন কুয়েভার চাকরিচ্যুতির ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে এখনো প্রকাশ করেনি বিবিসি।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
১৬ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
৩৭ মিনিট আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১ ঘণ্টা আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে