Ajker Patrika

রাশিয়ার ২০ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য

রাশিয়ার ২০ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য

ব্রিটিশ সরকার জানিয়েছে, তারা রাশিয়ার সাড়ে ২০ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ জব্দ করেছে। এসব সম্পদের অধিকাংশের মালিক রুশ অলিগার্ক এবং অন্যান্য রাশিয়ান ধনকুবেররা। যুক্তরাজ্যের জুনিয়র মিনিস্টার অব ট্রেজারি অ্যান্ড্রু গ্রিফিথস বিষয়টি নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

অ্যান্ড্রু গ্রিফিথস স্থানীয় সময় আজ বৃহস্পতিবার বলেছেন, ‘আমরা রাশিয়ার ওপর সবচেয়ে ভয়াবহ নিষেধাজ্ঞাটি আরোপ করেছি এবং এই নিষেধাজ্ঞা দেশটির যুদ্ধবাজ প্রশাসনকে পঙ্গু করে দেবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের বার্তা পরিষ্কার: আমরা পুতিনকে এই নির্মম যুদ্ধে জয়ী হতে দেব না।’

এর আগে, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনকে ‘নাজি মুক্তকরণের’ লক্ষ্যে রাশিয়া তাদের দাবিকৃত বিশেষ ‘সামরিক অভিযান’ চালায়। তার পর থেকেই পশ্চিমা বিশ্ব বিভিন্ন সময়ে রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখনো পর্যন্ত যুক্তরাজ্য রাশিয়ার অন্তত ১২ শ জন ব্যক্তি, ১২০ টিরও বেশি প্রতিষ্ঠান-সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

এদিকে, রাশিয়া জানিয়েছে—রুশ সৈন্যরা ইউক্রেনের অন্যতম আঞ্চলিক রাজধানী খেরসন থেকে সরে যেতে শুরু করেছে। গতকাল বুধবার দেওয়া ঘোষণা অনুসারে এই প্রত্যাহার শুরু হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের আঞ্চলিক রাজধানী খেরসনের বিষয়টি নিশ্চিত করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, রুশ সৈন্যরা এরই মধ্যে দিনিপ্রো নদীর ডান তীর থেকে সরে আসতে শুরু করেছে। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ার সেনা ইউনিটগুলো পূর্বে অনুমোদিত পরিকল্পনা কঠোরভাবে অনুসরণ করে দিনিপ্রো নদীর বাম তীরে নিজেদের অবস্থান গড়ে তোলার লক্ষ্যে সরে আসছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত