নেদারল্যান্ডসের ড্রেন্টস মিউজিয়ামে বিস্ফোরণ ঘটিয়ে চোরেরা চারটি প্রাচীন প্রত্নবস্তু চুরি করেছে। চুরি যাওয়া এসবের মধ্যে রয়েছে সোনা দিয়ে তৈরি প্রায় ২ হাজার ৫০০ বছরের পুরোনো একটি হেলমেট।
ডাচ পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার ভোর পৌনে ৪টার দিকে জাদুঘরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। পরে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোরেরা প্রথমে বাহিরের দরজা খুলেছিল, পরে বিস্ফোরণের ফলে ধোঁয়া এবং স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে।
চোরেরা তিনটি স্বর্ণের ব্রেসলেট (খ্রিষ্টপূর্ব ৫০ সালের কাছাকাছি সময়কার) এবং কোতোফেনেস্তির হেলমেট (খ্রিষ্টপূর্ব ৫ম শতকের) নিয়ে পালায়। এটি রোমানিয়ার বুখারেস্টে অবস্থিত ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম থেকে ধার করা হয়েছিল।
সিএনএন জানিয়েছে চুরি যাওয়া ওই প্রত্নবস্তুগুলো ছিল ‘ডাকিয়া: স্বর্ণ ও রুপার সাম্রাজ্য’ নামে একটি প্রদর্শনীর অংশ। প্রদর্শনীটি রোমানিয়ার প্রাচীন ডাকিয়ান সমাজের সম্পদ প্রদর্শন করছিল। ডাকিয়ানরা একসময় বর্তমান রোমানিয়ার অধিকাংশ এলাকা দখল করে নিয়েছিল, যদিও পরে রোমানদের কাছে তারা পরাজিত হয়।
এদিকে ড্রেন্টস মিউজিয়াম এক প্রেস রিলিজে কোতোফেনেস্তির হেলমেটকে ‘একটি অনন্য শিল্পকর্ম’ হিসেবে বর্ণনা করেছেন। এই হেলমেটটি প্রায় এক শতাব্দী আগে একটি রোমানিয়ান গ্রামে আবিষ্কৃত হয় এবং এতে পৌরাণিক দৃশ্য ও একটি বিশেষ জোড়া চোখের নকশা রয়েছে, যা যুদ্ধের সময় শত্রুদের ভয় দেখানোর পাশাপাশি ‘অশুভ দৃষ্টি’ থেকে সুরক্ষা প্রদান করত।
চুরির কারণে জাদুঘরটি সপ্তাহান্তে বন্ধ রাখা হয়। বিস্ফোরণের ফলে ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো আহতের খবর পাওয়া যায়নি।
ডাচ পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা ইন্টারপোলের সঙ্গে কাজ করছে এবং ইতিমধ্যে ৫০ টিরও বেশি তথ্যসূত্র পেয়েছে। এই মুহূর্তে তদন্তকারীরা একটি ধূসর গাড়ি নিয়ে কাজ করছেন, চুরির ঘটনাটির আগে আলকমার শহর থেকেই চুরি হয়েছিল ওই গাড়িটি। মিউজিয়ামে চুরি করার পর ঘটনাস্থল থেকে চার মাইল দূরে গাড়িটি পুড়িয়ে দেওয়া হয় এবং অভিযুক্ত চোরেরা অন্য একটি গাড়িতে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
ড্রেন্টস মিউজিয়ামের মহাপরিচালক হ্যারি টুপান এই ঘটনাকে ‘অন্ধকারময় দিন’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘গত রাতের এই ঘটনা আমাদের জন্য গভীর শোকের। ১৭০ বছরের ইতিহাসে এমন বড় কোনো ঘটনা ঘটেনি। এটি রোমানিয়ার আমাদের সহকর্মীদের জন্যও অত্যন্ত দুঃখজনক।’
নেদারল্যান্ডসের ড্রেন্টস মিউজিয়ামে বিস্ফোরণ ঘটিয়ে চোরেরা চারটি প্রাচীন প্রত্নবস্তু চুরি করেছে। চুরি যাওয়া এসবের মধ্যে রয়েছে সোনা দিয়ে তৈরি প্রায় ২ হাজার ৫০০ বছরের পুরোনো একটি হেলমেট।
ডাচ পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার ভোর পৌনে ৪টার দিকে জাদুঘরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। পরে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোরেরা প্রথমে বাহিরের দরজা খুলেছিল, পরে বিস্ফোরণের ফলে ধোঁয়া এবং স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে।
চোরেরা তিনটি স্বর্ণের ব্রেসলেট (খ্রিষ্টপূর্ব ৫০ সালের কাছাকাছি সময়কার) এবং কোতোফেনেস্তির হেলমেট (খ্রিষ্টপূর্ব ৫ম শতকের) নিয়ে পালায়। এটি রোমানিয়ার বুখারেস্টে অবস্থিত ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম থেকে ধার করা হয়েছিল।
সিএনএন জানিয়েছে চুরি যাওয়া ওই প্রত্নবস্তুগুলো ছিল ‘ডাকিয়া: স্বর্ণ ও রুপার সাম্রাজ্য’ নামে একটি প্রদর্শনীর অংশ। প্রদর্শনীটি রোমানিয়ার প্রাচীন ডাকিয়ান সমাজের সম্পদ প্রদর্শন করছিল। ডাকিয়ানরা একসময় বর্তমান রোমানিয়ার অধিকাংশ এলাকা দখল করে নিয়েছিল, যদিও পরে রোমানদের কাছে তারা পরাজিত হয়।
এদিকে ড্রেন্টস মিউজিয়াম এক প্রেস রিলিজে কোতোফেনেস্তির হেলমেটকে ‘একটি অনন্য শিল্পকর্ম’ হিসেবে বর্ণনা করেছেন। এই হেলমেটটি প্রায় এক শতাব্দী আগে একটি রোমানিয়ান গ্রামে আবিষ্কৃত হয় এবং এতে পৌরাণিক দৃশ্য ও একটি বিশেষ জোড়া চোখের নকশা রয়েছে, যা যুদ্ধের সময় শত্রুদের ভয় দেখানোর পাশাপাশি ‘অশুভ দৃষ্টি’ থেকে সুরক্ষা প্রদান করত।
চুরির কারণে জাদুঘরটি সপ্তাহান্তে বন্ধ রাখা হয়। বিস্ফোরণের ফলে ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো আহতের খবর পাওয়া যায়নি।
ডাচ পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা ইন্টারপোলের সঙ্গে কাজ করছে এবং ইতিমধ্যে ৫০ টিরও বেশি তথ্যসূত্র পেয়েছে। এই মুহূর্তে তদন্তকারীরা একটি ধূসর গাড়ি নিয়ে কাজ করছেন, চুরির ঘটনাটির আগে আলকমার শহর থেকেই চুরি হয়েছিল ওই গাড়িটি। মিউজিয়ামে চুরি করার পর ঘটনাস্থল থেকে চার মাইল দূরে গাড়িটি পুড়িয়ে দেওয়া হয় এবং অভিযুক্ত চোরেরা অন্য একটি গাড়িতে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
ড্রেন্টস মিউজিয়ামের মহাপরিচালক হ্যারি টুপান এই ঘটনাকে ‘অন্ধকারময় দিন’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘গত রাতের এই ঘটনা আমাদের জন্য গভীর শোকের। ১৭০ বছরের ইতিহাসে এমন বড় কোনো ঘটনা ঘটেনি। এটি রোমানিয়ার আমাদের সহকর্মীদের জন্যও অত্যন্ত দুঃখজনক।’
ইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
১৭ মিনিট আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৪২ মিনিট আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
২ ঘণ্টা আগেশচীন উত্তর প্রদেশের গাজিয়াবাদের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ছিলেন। পেটে চামচ ও টুথব্রাশ কীভাবে এল—জানতে চাইলে শচীন বলেন, ‘মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগীদের সামান্য পরিমাণ খাবার দেওয়া হতো। ক্ষুধার চোটে ক্ষুব্ধ হয়ে স্তূপ করা বাসনকোসন থেকে চামচ চুরি করে খেতাম।’
৩ ঘণ্টা আগে