নেদারল্যান্ডসের ড্রেন্টস মিউজিয়ামে বিস্ফোরণ ঘটিয়ে চোরেরা চারটি প্রাচীন প্রত্নবস্তু চুরি করেছে। চুরি যাওয়া এসবের মধ্যে রয়েছে সোনা দিয়ে তৈরি প্রায় ২ হাজার ৫০০ বছরের পুরোনো একটি হেলমেট।
ডাচ পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার ভোর পৌনে ৪টার দিকে জাদুঘরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। পরে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোরেরা প্রথমে বাহিরের দরজা খুলেছিল, পরে বিস্ফোরণের ফলে ধোঁয়া এবং স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে।
চোরেরা তিনটি স্বর্ণের ব্রেসলেট (খ্রিষ্টপূর্ব ৫০ সালের কাছাকাছি সময়কার) এবং কোতোফেনেস্তির হেলমেট (খ্রিষ্টপূর্ব ৫ম শতকের) নিয়ে পালায়। এটি রোমানিয়ার বুখারেস্টে অবস্থিত ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম থেকে ধার করা হয়েছিল।
সিএনএন জানিয়েছে চুরি যাওয়া ওই প্রত্নবস্তুগুলো ছিল ‘ডাকিয়া: স্বর্ণ ও রুপার সাম্রাজ্য’ নামে একটি প্রদর্শনীর অংশ। প্রদর্শনীটি রোমানিয়ার প্রাচীন ডাকিয়ান সমাজের সম্পদ প্রদর্শন করছিল। ডাকিয়ানরা একসময় বর্তমান রোমানিয়ার অধিকাংশ এলাকা দখল করে নিয়েছিল, যদিও পরে রোমানদের কাছে তারা পরাজিত হয়।
এদিকে ড্রেন্টস মিউজিয়াম এক প্রেস রিলিজে কোতোফেনেস্তির হেলমেটকে ‘একটি অনন্য শিল্পকর্ম’ হিসেবে বর্ণনা করেছেন। এই হেলমেটটি প্রায় এক শতাব্দী আগে একটি রোমানিয়ান গ্রামে আবিষ্কৃত হয় এবং এতে পৌরাণিক দৃশ্য ও একটি বিশেষ জোড়া চোখের নকশা রয়েছে, যা যুদ্ধের সময় শত্রুদের ভয় দেখানোর পাশাপাশি ‘অশুভ দৃষ্টি’ থেকে সুরক্ষা প্রদান করত।
চুরির কারণে জাদুঘরটি সপ্তাহান্তে বন্ধ রাখা হয়। বিস্ফোরণের ফলে ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো আহতের খবর পাওয়া যায়নি।
ডাচ পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা ইন্টারপোলের সঙ্গে কাজ করছে এবং ইতিমধ্যে ৫০ টিরও বেশি তথ্যসূত্র পেয়েছে। এই মুহূর্তে তদন্তকারীরা একটি ধূসর গাড়ি নিয়ে কাজ করছেন, চুরির ঘটনাটির আগে আলকমার শহর থেকেই চুরি হয়েছিল ওই গাড়িটি। মিউজিয়ামে চুরি করার পর ঘটনাস্থল থেকে চার মাইল দূরে গাড়িটি পুড়িয়ে দেওয়া হয় এবং অভিযুক্ত চোরেরা অন্য একটি গাড়িতে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
ড্রেন্টস মিউজিয়ামের মহাপরিচালক হ্যারি টুপান এই ঘটনাকে ‘অন্ধকারময় দিন’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘গত রাতের এই ঘটনা আমাদের জন্য গভীর শোকের। ১৭০ বছরের ইতিহাসে এমন বড় কোনো ঘটনা ঘটেনি। এটি রোমানিয়ার আমাদের সহকর্মীদের জন্যও অত্যন্ত দুঃখজনক।’
নেদারল্যান্ডসের ড্রেন্টস মিউজিয়ামে বিস্ফোরণ ঘটিয়ে চোরেরা চারটি প্রাচীন প্রত্নবস্তু চুরি করেছে। চুরি যাওয়া এসবের মধ্যে রয়েছে সোনা দিয়ে তৈরি প্রায় ২ হাজার ৫০০ বছরের পুরোনো একটি হেলমেট।
ডাচ পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার ভোর পৌনে ৪টার দিকে জাদুঘরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। পরে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোরেরা প্রথমে বাহিরের দরজা খুলেছিল, পরে বিস্ফোরণের ফলে ধোঁয়া এবং স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে।
চোরেরা তিনটি স্বর্ণের ব্রেসলেট (খ্রিষ্টপূর্ব ৫০ সালের কাছাকাছি সময়কার) এবং কোতোফেনেস্তির হেলমেট (খ্রিষ্টপূর্ব ৫ম শতকের) নিয়ে পালায়। এটি রোমানিয়ার বুখারেস্টে অবস্থিত ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম থেকে ধার করা হয়েছিল।
সিএনএন জানিয়েছে চুরি যাওয়া ওই প্রত্নবস্তুগুলো ছিল ‘ডাকিয়া: স্বর্ণ ও রুপার সাম্রাজ্য’ নামে একটি প্রদর্শনীর অংশ। প্রদর্শনীটি রোমানিয়ার প্রাচীন ডাকিয়ান সমাজের সম্পদ প্রদর্শন করছিল। ডাকিয়ানরা একসময় বর্তমান রোমানিয়ার অধিকাংশ এলাকা দখল করে নিয়েছিল, যদিও পরে রোমানদের কাছে তারা পরাজিত হয়।
এদিকে ড্রেন্টস মিউজিয়াম এক প্রেস রিলিজে কোতোফেনেস্তির হেলমেটকে ‘একটি অনন্য শিল্পকর্ম’ হিসেবে বর্ণনা করেছেন। এই হেলমেটটি প্রায় এক শতাব্দী আগে একটি রোমানিয়ান গ্রামে আবিষ্কৃত হয় এবং এতে পৌরাণিক দৃশ্য ও একটি বিশেষ জোড়া চোখের নকশা রয়েছে, যা যুদ্ধের সময় শত্রুদের ভয় দেখানোর পাশাপাশি ‘অশুভ দৃষ্টি’ থেকে সুরক্ষা প্রদান করত।
চুরির কারণে জাদুঘরটি সপ্তাহান্তে বন্ধ রাখা হয়। বিস্ফোরণের ফলে ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো আহতের খবর পাওয়া যায়নি।
ডাচ পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা ইন্টারপোলের সঙ্গে কাজ করছে এবং ইতিমধ্যে ৫০ টিরও বেশি তথ্যসূত্র পেয়েছে। এই মুহূর্তে তদন্তকারীরা একটি ধূসর গাড়ি নিয়ে কাজ করছেন, চুরির ঘটনাটির আগে আলকমার শহর থেকেই চুরি হয়েছিল ওই গাড়িটি। মিউজিয়ামে চুরি করার পর ঘটনাস্থল থেকে চার মাইল দূরে গাড়িটি পুড়িয়ে দেওয়া হয় এবং অভিযুক্ত চোরেরা অন্য একটি গাড়িতে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
ড্রেন্টস মিউজিয়ামের মহাপরিচালক হ্যারি টুপান এই ঘটনাকে ‘অন্ধকারময় দিন’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘গত রাতের এই ঘটনা আমাদের জন্য গভীর শোকের। ১৭০ বছরের ইতিহাসে এমন বড় কোনো ঘটনা ঘটেনি। এটি রোমানিয়ার আমাদের সহকর্মীদের জন্যও অত্যন্ত দুঃখজনক।’
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাঁকে আটক করা হয়।
১০ মিনিট আগেছিন্নমূল মানুষদের ওয়াশিংটন ডিসি থেকে ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরের অপরাধ দমন করার অঙ্গীকার পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। গতকাল রোববার এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা আপনাদের থাকার জায়গা দেব, তবে রাজধানী থেকে অনেক দূরে।’
৩৬ মিনিট আগেআফগানিস্তানে জাতিসংঘের নারী কর্মীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। ওই প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মে মাসে...
৪৪ মিনিট আগেভারতে রাখি বন্ধন উদ্যাপনের পর বোনকে হত্যা করেছে অরবিন্দ নামের এক যুবক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বোনের প্রেমের সম্পর্ক মানতে না পেরে তাকে হত্যা করেছে ২৫ বছর বয়সী ওই যুবক। উত্তর প্রদেশের ঝাঁসি জেলার গারউথা এলাকায় এই ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে