ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার চেষ্টা করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন দাবি করছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। রোববার (৫ ফেব্রুয়ারি) প্রকাশিত ইসরায়েলি সাংবাদিক হ্যানোচ দাউমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানায়, গত বছর ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পরপরই মস্কো সফরে গিয়েছিলেন নাফতালি বেনেত। সে সময় তাঁকে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন পুতিন।
সাক্ষাৎকারে বেনেত বলেন, ‘আমি পুতিনকে জিজ্ঞেস করেছিলাম, জেলেনস্কিকে হত্যা করার সম্ভাবনা কতটুকু? আপনি কি তাঁকে হত্যা করতে চান? জবাবে পুতিন বলেছিলেন, ‘‘আমি তাঁকে হত্যা করতে চাই না”। পুতিনের এই উত্তরের পর তাঁর কাছে জানতে চাই, ‘আপনার এই উত্তরকে আমি ধরে নিচ্ছি যে, আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, জেলেনস্কিকে হত্যা করা হবে না।’ জবাবে পুতিন আবারও বলেন, তিনি জেলেনস্কিকে হত্যা করবেন না।’
পুতিনের সঙ্গে এমন কথোপকথনের পর জেলেনস্কিকেও জানিয়েছেন বেনেত। সাবেক এই ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘জেলেনস্কিকে আমি বলেছি যে, পুতিন আপনাকে হত্যা করবে না। তখন জেলেনস্কি আমাকে বলেন, ‘‘আপনি কি নিশ্চিত?’’ জবাবে বলেছি, হ্যাঁ, আমি শতভাগ নিশ্চিত, তিনি আপনাকে হত্যা করবে না।’
ইউক্রেন যুদ্ধ শুরুর পর যে কজন বিশ্বনেতা পুতিনের সাক্ষাৎ পেয়েছেন তাঁদের একজন নাফতালি বেনেত। তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা করেছিলেন। তবে মধ্যস্থতাকারী হিসেবে সফল হতে পারেননি বেনেত।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আগামী ২৪ ফেব্রুয়ারি যুদ্ধের বর্ষপূর্তিতে ইউক্রেনে নতুন করে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে মস্কো। এমন আশঙ্কা করছে জেলেনস্কি প্রশাসন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেন, হাজার হাজার সৈন্য সংগ্রহ করেছে মস্কো এবং হামলা শুরুর প্রথম বর্ষপূর্তিতে ‘কিছু একটা করার চেষ্টা’ করতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার চেষ্টা করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন দাবি করছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। রোববার (৫ ফেব্রুয়ারি) প্রকাশিত ইসরায়েলি সাংবাদিক হ্যানোচ দাউমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানায়, গত বছর ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পরপরই মস্কো সফরে গিয়েছিলেন নাফতালি বেনেত। সে সময় তাঁকে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন পুতিন।
সাক্ষাৎকারে বেনেত বলেন, ‘আমি পুতিনকে জিজ্ঞেস করেছিলাম, জেলেনস্কিকে হত্যা করার সম্ভাবনা কতটুকু? আপনি কি তাঁকে হত্যা করতে চান? জবাবে পুতিন বলেছিলেন, ‘‘আমি তাঁকে হত্যা করতে চাই না”। পুতিনের এই উত্তরের পর তাঁর কাছে জানতে চাই, ‘আপনার এই উত্তরকে আমি ধরে নিচ্ছি যে, আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, জেলেনস্কিকে হত্যা করা হবে না।’ জবাবে পুতিন আবারও বলেন, তিনি জেলেনস্কিকে হত্যা করবেন না।’
পুতিনের সঙ্গে এমন কথোপকথনের পর জেলেনস্কিকেও জানিয়েছেন বেনেত। সাবেক এই ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘জেলেনস্কিকে আমি বলেছি যে, পুতিন আপনাকে হত্যা করবে না। তখন জেলেনস্কি আমাকে বলেন, ‘‘আপনি কি নিশ্চিত?’’ জবাবে বলেছি, হ্যাঁ, আমি শতভাগ নিশ্চিত, তিনি আপনাকে হত্যা করবে না।’
ইউক্রেন যুদ্ধ শুরুর পর যে কজন বিশ্বনেতা পুতিনের সাক্ষাৎ পেয়েছেন তাঁদের একজন নাফতালি বেনেত। তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা করেছিলেন। তবে মধ্যস্থতাকারী হিসেবে সফল হতে পারেননি বেনেত।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আগামী ২৪ ফেব্রুয়ারি যুদ্ধের বর্ষপূর্তিতে ইউক্রেনে নতুন করে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে মস্কো। এমন আশঙ্কা করছে জেলেনস্কি প্রশাসন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেন, হাজার হাজার সৈন্য সংগ্রহ করেছে মস্কো এবং হামলা শুরুর প্রথম বর্ষপূর্তিতে ‘কিছু একটা করার চেষ্টা’ করতে পারে।
পাকিস্তান-ভারত সম্পর্কের টানাপোড়েনের মাঝেই দিল্লিতে বৈঠক করে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে দক্ষিণ কোরিয়া। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে দ. কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন বলেছেন, ‘আমরা যেকোনো ধরনের সন্ত্রাসবাদের বিরোধী। ভারতের সঙ্গে আমাদের অবস্থান একই।’ গত এপ্রিলের পেহেলগাম
১৬ মিনিট আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাধারণ রুশ ভাষায় কথা বলেন। সেটা দেশের বাইরে হোক বা দেশে। সেই চিরাচরিত প্রথা ভেঙে পুতিন স্থানীয় সময় গত শুক্রবার মার্কিন অঙ্গরাজ্য আলাস্কায় এক সামরিক ঘাঁটিতে ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কিছু শব্দ ইংরেজিতে বলেছেন তিনি।
৪৩ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে বৈঠক করতে চান। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে এমনটাই জানিয়েছে, হোয়াইট হাউসের দুটি সূত্র। তবে তাঁরা এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।
১ ঘণ্টা আগেমিয়ানমারে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গত সপ্তাহে দেশটির কাচিন রাজ্য সফরে গিয়েছিলেন। সেখানে তিনি ব্যবসায়ী নেতা ও স্থানীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যুদ্ধবিধ্বস্ত হলেও খনিজে সমৃদ্ধ এই অঙ্গরাজ্য দীর্ঘদিন ধরেই আলোচনায়। থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদ
২ ঘণ্টা আগে