আজকের পত্রিকা ডেস্ক
লন্ডনে পাকিস্তান হাইকমিশনের জানালা ভাঙচুরের অভিযোগে এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর পুলিশ ৪১ বছর বয়সী অঙ্কিত লাভ নামে ওই ব্যক্তিকে আটক করে। তাঁর বিরুদ্ধে ফৌজদারি ক্ষতির অভিযোগ আনা হয়েছে। রোববার তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই এ খবর জানিয়েছে।
কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। এই উত্তেজনার আবহে গত শুক্রবার লন্ডনে পাকিস্তান হাইকমিশনের বাইরে প্রবাসী ভারতীয় ও পাকিস্তানিরা মুখোমুখি বিক্ষোভ প্রদর্শন করে। ভারতীয় কমিউনিটি সংগঠনগুলো সীমান্ত সন্ত্রাসবাদে পাকিস্তানের মদদের অভিযোগ তুলে প্রতিবাদ জানায়। প্রতিক্রিয়ায় পাকিস্তানি প্রবাসীরা পাল্টা বিক্ষোভ শুরু করলে হাইকমিশনের সামনে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘাত বেঁধে যায়।
শুক্রবার ওই সংঘাতের মধ্যেই পাকিস্তান হাইকমিশন ভবনের বারান্দা থেকে এক পাকিস্তানি কূটনীতিকের আপত্তিকর অঙ্গভঙ্গি বিতর্কের জন্ম দেয়। কর্নেল তৈমুর রাহাত নামে ওই কূটনীতিককে ভারতীয় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গলা কাটার হুমকির মতো অঙ্গভঙ্গি করতে দেখা যায়, যা ক্যামেরাবন্দী হয়।
এই ঘটনার জেরে রোববার লন্ডনে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। পাকিস্তানি বিক্ষোভের প্রতিক্রিয়া হিসেবে ভারতীয় হাইকমিশনের বাইরে একটি বড় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। এর মধ্যেই ঘটে ভাঙচুরের ঘটনা।
রোববার ভোরবেলায় পাকিস্তান হাইকমিশনে ভাঙচুরের খবর পায় পুলিশ। মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, রোববার ভোর ৫টা নাগাদ কেনসিংটন অ্যান্ড চেলসির লওন্ডেস স্কয়ারে পাকিস্তান হাইকমিশনের জানালা ভাঙচুরের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকেই অঙ্কিত লাভকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ফৌজদারি ক্ষতির অভিযোগ আনা হয়েছে। গতকাল সোমবার তাঁকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার জন্য রিমান্ডে পাঠানো হয়েছে।
হাইকমিশনের বাইরে ভাঙচুরের পাশাপাশি অন্যান্য ধরনের ক্ষতির খবরও পাওয়া গেছে। বিক্ষোভ চলাকালীন বিল্ডিংয়ের দেওয়ালে ডিম ও গেরুয়া রঙের কালি ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেয় এবং আপত্তিকর অঙ্গভঙ্গি প্রদর্শন করে।
পাকিস্তানের ডন পত্রিকা জানিয়েছে, ভারতীয় বিক্ষোভকারীদের হাতে ‘আমি হিন্দু’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তারা খালি পানির বোতল নাড়িয়ে ‘পানি চাও?’ বলে স্লোগান দিচ্ছিল বলেও অভিযোগ। মনে করা হচ্ছে, এটি ভারতের সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিলের সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত ছিল। অঙ্কিত লাভকে সোমবার আদালতে হাজিরার জন্য হেফাজতে (রিমান্ড) পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
আরও খবর পড়ুন:
লন্ডনে পাকিস্তান হাইকমিশনের জানালা ভাঙচুরের অভিযোগে এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর পুলিশ ৪১ বছর বয়সী অঙ্কিত লাভ নামে ওই ব্যক্তিকে আটক করে। তাঁর বিরুদ্ধে ফৌজদারি ক্ষতির অভিযোগ আনা হয়েছে। রোববার তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই এ খবর জানিয়েছে।
কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। এই উত্তেজনার আবহে গত শুক্রবার লন্ডনে পাকিস্তান হাইকমিশনের বাইরে প্রবাসী ভারতীয় ও পাকিস্তানিরা মুখোমুখি বিক্ষোভ প্রদর্শন করে। ভারতীয় কমিউনিটি সংগঠনগুলো সীমান্ত সন্ত্রাসবাদে পাকিস্তানের মদদের অভিযোগ তুলে প্রতিবাদ জানায়। প্রতিক্রিয়ায় পাকিস্তানি প্রবাসীরা পাল্টা বিক্ষোভ শুরু করলে হাইকমিশনের সামনে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘাত বেঁধে যায়।
শুক্রবার ওই সংঘাতের মধ্যেই পাকিস্তান হাইকমিশন ভবনের বারান্দা থেকে এক পাকিস্তানি কূটনীতিকের আপত্তিকর অঙ্গভঙ্গি বিতর্কের জন্ম দেয়। কর্নেল তৈমুর রাহাত নামে ওই কূটনীতিককে ভারতীয় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গলা কাটার হুমকির মতো অঙ্গভঙ্গি করতে দেখা যায়, যা ক্যামেরাবন্দী হয়।
এই ঘটনার জেরে রোববার লন্ডনে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। পাকিস্তানি বিক্ষোভের প্রতিক্রিয়া হিসেবে ভারতীয় হাইকমিশনের বাইরে একটি বড় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। এর মধ্যেই ঘটে ভাঙচুরের ঘটনা।
রোববার ভোরবেলায় পাকিস্তান হাইকমিশনে ভাঙচুরের খবর পায় পুলিশ। মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, রোববার ভোর ৫টা নাগাদ কেনসিংটন অ্যান্ড চেলসির লওন্ডেস স্কয়ারে পাকিস্তান হাইকমিশনের জানালা ভাঙচুরের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকেই অঙ্কিত লাভকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ফৌজদারি ক্ষতির অভিযোগ আনা হয়েছে। গতকাল সোমবার তাঁকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার জন্য রিমান্ডে পাঠানো হয়েছে।
হাইকমিশনের বাইরে ভাঙচুরের পাশাপাশি অন্যান্য ধরনের ক্ষতির খবরও পাওয়া গেছে। বিক্ষোভ চলাকালীন বিল্ডিংয়ের দেওয়ালে ডিম ও গেরুয়া রঙের কালি ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেয় এবং আপত্তিকর অঙ্গভঙ্গি প্রদর্শন করে।
পাকিস্তানের ডন পত্রিকা জানিয়েছে, ভারতীয় বিক্ষোভকারীদের হাতে ‘আমি হিন্দু’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তারা খালি পানির বোতল নাড়িয়ে ‘পানি চাও?’ বলে স্লোগান দিচ্ছিল বলেও অভিযোগ। মনে করা হচ্ছে, এটি ভারতের সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিলের সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত ছিল। অঙ্কিত লাভকে সোমবার আদালতে হাজিরার জন্য হেফাজতে (রিমান্ড) পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
আরও খবর পড়ুন:
ব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
১৯ মিনিট আগেশচীন উত্তর প্রদেশের গাজিয়াবাদের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ছিলেন। পেটে চামচ ও টুথব্রাশ কীভাবে এল—জানতে চাইলে শচীন বলেন, ‘মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগীদের সামান্য পরিমাণ খাবার দেওয়া হতো। ক্ষুধার চোটে ক্ষুব্ধ হয়ে স্তূপ করা বাসনকোসন থেকে চামচ চুরি করে খেতাম।’
১ ঘণ্টা আগেরাশিয়ার ধনকুবের ব্যবসায়ী ও সাবেক কাস্টমস কর্মকর্তা বরিস আভাকিয়ান রহস্যজনকভাবে মারা গেছেন। ৪৩ বছর বয়সী বরিস ছিলেন ২০১৪ সালের ‘মিসেস ওয়ার্ল্ড’ জয়ী সুন্দরী ইউলিয়া ইয়োনিনার স্বামী। সম্প্রতি রাশিয়ার একটি আদালতে ৩ কোটি ৭০ লাখ পাউন্ডের জালিয়াতি মামলার বিচার চলাকালে বরিস সেখান থেকে পালান।
২ ঘণ্টা আগেফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে লিবিয়া থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত। তবে এই মামলায় আদালত সারকোজিকে অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করলেও দুর্নীতি ও অবৈধ প্রচার তহবিলের অভিযোগ থেকে অব্যাহতি দেন।
৩ ঘণ্টা আগে