অনলাইন ডেস্ক
মাত্র ছয় বছর বয়সে ‘বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে’ হিসেবে খ্যাতি পেয়েছিলেন ফরাসি মডেল থিলান ব্লন্ডো। এখন তিনি ২৪ বছর বয়সী—পুরোপুরি একজন প্রাপ্তবয়স্ক নারী। ছোটবেলার সেই চেহারার সঙ্গে তাঁর এখনকার রূপ-লাবণ্য বেশ ভিন্ন। তবে সৌন্দর্যে এখনো তিনি অনন্য।
থিলান এখন লম্বা গাঢ় চুলে, মেকআপের সাহায্যে তাঁর মুখাবয়বকে আরও আকর্ষণীয় করে তোলেন। ছোটবেলায় তাঁর নীল চোখ, স্বর্ণালি চুল আর মোহময় ঠোঁট নজর কেড়েছিল বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জ্যঁ পল গলতিয়েরের। মাত্র তিন বছর বয়সে তিনি তাঁর নজরে পড়েন। এরপর চার বছর বয়সেই হাঁটেন প্রথম র্যাম্পে।
তিন বছর পর, মাত্র ছয় বছর বয়সে তিনি পান ‘বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে’র উপাধি। দশ বছর বয়সে তিনি ‘ভগ প্যারিস’ এর জন্য কাজ করে বিশ্বের সবচেয়ে কম বয়সী মডেল হওয়ার গৌরব অর্জন করেন।
বর্তমানে থিলান কাজ করছেন বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সঙ্গে—যেমন মিউ মিউ, ডোলস অ্যান্ড গাব্বানা, ল’রিয়েল প্যারিস, ভার্সেস, রালফ লরেন এবং হুগো বস। পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়। তাঁর ফলোয়ারের সংখ্যা লক্ষাধিক।
থিলানের নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড ‘হ্যাভেন মে ক্লথিং’ এবং বিউটি ও হেয়ার কেয়ার লাইন ‘এনালাইট’-এর কথাও শোনা যায়।
চিরকাল সৌন্দর্যের প্রশংসা পেলেও থিলান বরাবরই নিজের অবস্থান নিয়ে বিনয়ী ছিলেন। ২০১৮ সালে টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘লোকজন যখন বলে, তুমি তো বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে, আমি বলি—আমি না, আমি তো শুধু আইপ্যাড নিয়ে খেলছি।’
তিনি আরও বলেছিলেন, ‘এখনো যখন কেউ বলে আমি সবচেয়ে সুন্দর, আমি বলি—না, আমি এখনো নই, আমি শুধু একজন মানুষ, একজন তরুণী।’
তবে তাঁর জীবন সব সময় রঙিন ছিল না। ২০২১ সালে থিলান জানান, তিনি ওভারিয়ান সিস্ট সংক্রান্ত জটিলতায় একাধিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন। একটি সিস্ট ফেটে গিয়ে তাঁর পেটে ভয়াবহ ব্যথা সৃষ্টি করেছিল। পরে ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা শেয়ার করে সবাইকে শরীরের সামান্য ব্যথাকেও গুরুত্ব দিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন।
থিলানের বলেন, ‘এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, শরীর যখন ব্যথা দেয়, তখন তা অবহেলা করা উচিত নয়। যতক্ষণ না কেউ সমস্যার আসল কারণ খুঁজে বের করতে পারে, ততক্ষণ বিভিন্ন চিকিৎসকের কাছে যেতে হবে।’
তিনি মনে করিয়ে দেন, ‘সামান্য ব্যথাও হতে পারে বড় কোনো সমস্যার পূর্বাভাস।’
মাত্র ছয় বছর বয়সে ‘বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে’ হিসেবে খ্যাতি পেয়েছিলেন ফরাসি মডেল থিলান ব্লন্ডো। এখন তিনি ২৪ বছর বয়সী—পুরোপুরি একজন প্রাপ্তবয়স্ক নারী। ছোটবেলার সেই চেহারার সঙ্গে তাঁর এখনকার রূপ-লাবণ্য বেশ ভিন্ন। তবে সৌন্দর্যে এখনো তিনি অনন্য।
থিলান এখন লম্বা গাঢ় চুলে, মেকআপের সাহায্যে তাঁর মুখাবয়বকে আরও আকর্ষণীয় করে তোলেন। ছোটবেলায় তাঁর নীল চোখ, স্বর্ণালি চুল আর মোহময় ঠোঁট নজর কেড়েছিল বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জ্যঁ পল গলতিয়েরের। মাত্র তিন বছর বয়সে তিনি তাঁর নজরে পড়েন। এরপর চার বছর বয়সেই হাঁটেন প্রথম র্যাম্পে।
তিন বছর পর, মাত্র ছয় বছর বয়সে তিনি পান ‘বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে’র উপাধি। দশ বছর বয়সে তিনি ‘ভগ প্যারিস’ এর জন্য কাজ করে বিশ্বের সবচেয়ে কম বয়সী মডেল হওয়ার গৌরব অর্জন করেন।
বর্তমানে থিলান কাজ করছেন বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সঙ্গে—যেমন মিউ মিউ, ডোলস অ্যান্ড গাব্বানা, ল’রিয়েল প্যারিস, ভার্সেস, রালফ লরেন এবং হুগো বস। পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়। তাঁর ফলোয়ারের সংখ্যা লক্ষাধিক।
থিলানের নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড ‘হ্যাভেন মে ক্লথিং’ এবং বিউটি ও হেয়ার কেয়ার লাইন ‘এনালাইট’-এর কথাও শোনা যায়।
চিরকাল সৌন্দর্যের প্রশংসা পেলেও থিলান বরাবরই নিজের অবস্থান নিয়ে বিনয়ী ছিলেন। ২০১৮ সালে টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘লোকজন যখন বলে, তুমি তো বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে, আমি বলি—আমি না, আমি তো শুধু আইপ্যাড নিয়ে খেলছি।’
তিনি আরও বলেছিলেন, ‘এখনো যখন কেউ বলে আমি সবচেয়ে সুন্দর, আমি বলি—না, আমি এখনো নই, আমি শুধু একজন মানুষ, একজন তরুণী।’
তবে তাঁর জীবন সব সময় রঙিন ছিল না। ২০২১ সালে থিলান জানান, তিনি ওভারিয়ান সিস্ট সংক্রান্ত জটিলতায় একাধিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন। একটি সিস্ট ফেটে গিয়ে তাঁর পেটে ভয়াবহ ব্যথা সৃষ্টি করেছিল। পরে ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা শেয়ার করে সবাইকে শরীরের সামান্য ব্যথাকেও গুরুত্ব দিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন।
থিলানের বলেন, ‘এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, শরীর যখন ব্যথা দেয়, তখন তা অবহেলা করা উচিত নয়। যতক্ষণ না কেউ সমস্যার আসল কারণ খুঁজে বের করতে পারে, ততক্ষণ বিভিন্ন চিকিৎসকের কাছে যেতে হবে।’
তিনি মনে করিয়ে দেন, ‘সামান্য ব্যথাও হতে পারে বড় কোনো সমস্যার পূর্বাভাস।’
ইরানের শাহেদ ড্রোনের নকশা ব্যবহার করে এই ড্রোন উৎপাদনের জন্য বিশাল এক কারখানা নির্মাণ করেছে রাশিয়া। তাতারস্তান অঞ্চলের আলাবুগা শিল্প এলাকায় অবস্থিত এই কারখানা বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন উৎপাদন কেন্দ্র।
৪ ঘণ্টা আগেইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধের মধ্যে এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান আরও বিস্তৃত হবে। শুক্রবার এই সিদ্ধান্ত দেশি-বিদেশি মহলে নতুন করে তীব্র সমালোচনার মুখে পড়েছে...
৬ ঘণ্টা আগেগাজায় চলমান যুদ্ধ, অর্থনৈতিক বিপর্যয় এবং খাদ্যসহ জরুরি পণ্যের তীব্র সংকটের মধ্যে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই আরও কঠিন হয়ে উঠেছে। ব্যাংকগুলো দীর্ঘদিন বন্ধ, স্থানীয় বাজারে ডিজিটাল লেনদেনও প্রায় অগ্রহণযোগ্য।
৬ ঘণ্টা আগেভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আজ শুক্রবার (৮ আগস্ট) সাম্প্রতিক নানা বিষয়ে কথা হয় এই দুই নেতার।
৬ ঘণ্টা আগে