আজকের পত্রিকা ডেস্ক
মাত্র ছয় বছর বয়সে ‘বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে’ হিসেবে খ্যাতি পেয়েছিলেন ফরাসি মডেল থিলান ব্লন্ডো। এখন তিনি ২৪ বছর বয়সী—পুরোপুরি একজন প্রাপ্তবয়স্ক নারী। ছোটবেলার সেই চেহারার সঙ্গে তাঁর এখনকার রূপ-লাবণ্য বেশ ভিন্ন। তবে সৌন্দর্যে এখনো তিনি অনন্য।
থিলান এখন লম্বা গাঢ় চুলে, মেকআপের সাহায্যে তাঁর মুখাবয়বকে আরও আকর্ষণীয় করে তোলেন। ছোটবেলায় তাঁর নীল চোখ, স্বর্ণালি চুল আর মোহময় ঠোঁট নজর কেড়েছিল বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জ্যঁ পল গলতিয়েরের। মাত্র তিন বছর বয়সে তিনি তাঁর নজরে পড়েন। এরপর চার বছর বয়সেই হাঁটেন প্রথম র্যাম্পে।
তিন বছর পর, মাত্র ছয় বছর বয়সে তিনি পান ‘বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে’র উপাধি। দশ বছর বয়সে তিনি ‘ভগ প্যারিস’ এর জন্য কাজ করে বিশ্বের সবচেয়ে কম বয়সী মডেল হওয়ার গৌরব অর্জন করেন।
বর্তমানে থিলান কাজ করছেন বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সঙ্গে—যেমন মিউ মিউ, ডোলস অ্যান্ড গাব্বানা, ল’রিয়েল প্যারিস, ভার্সেস, রালফ লরেন এবং হুগো বস। পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়। তাঁর ফলোয়ারের সংখ্যা লক্ষাধিক।
থিলানের নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড ‘হ্যাভেন মে ক্লথিং’ এবং বিউটি ও হেয়ার কেয়ার লাইন ‘এনালাইট’-এর কথাও শোনা যায়।
চিরকাল সৌন্দর্যের প্রশংসা পেলেও থিলান বরাবরই নিজের অবস্থান নিয়ে বিনয়ী ছিলেন। ২০১৮ সালে টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘লোকজন যখন বলে, তুমি তো বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে, আমি বলি—আমি না, আমি তো শুধু আইপ্যাড নিয়ে খেলছি।’
তিনি আরও বলেছিলেন, ‘এখনো যখন কেউ বলে আমি সবচেয়ে সুন্দর, আমি বলি—না, আমি এখনো নই, আমি শুধু একজন মানুষ, একজন তরুণী।’
তবে তাঁর জীবন সব সময় রঙিন ছিল না। ২০২১ সালে থিলান জানান, তিনি ওভারিয়ান সিস্ট সংক্রান্ত জটিলতায় একাধিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন। একটি সিস্ট ফেটে গিয়ে তাঁর পেটে ভয়াবহ ব্যথা সৃষ্টি করেছিল। পরে ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা শেয়ার করে সবাইকে শরীরের সামান্য ব্যথাকেও গুরুত্ব দিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন।
থিলানের বলেন, ‘এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, শরীর যখন ব্যথা দেয়, তখন তা অবহেলা করা উচিত নয়। যতক্ষণ না কেউ সমস্যার আসল কারণ খুঁজে বের করতে পারে, ততক্ষণ বিভিন্ন চিকিৎসকের কাছে যেতে হবে।’
তিনি মনে করিয়ে দেন, ‘সামান্য ব্যথাও হতে পারে বড় কোনো সমস্যার পূর্বাভাস।’
মাত্র ছয় বছর বয়সে ‘বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে’ হিসেবে খ্যাতি পেয়েছিলেন ফরাসি মডেল থিলান ব্লন্ডো। এখন তিনি ২৪ বছর বয়সী—পুরোপুরি একজন প্রাপ্তবয়স্ক নারী। ছোটবেলার সেই চেহারার সঙ্গে তাঁর এখনকার রূপ-লাবণ্য বেশ ভিন্ন। তবে সৌন্দর্যে এখনো তিনি অনন্য।
থিলান এখন লম্বা গাঢ় চুলে, মেকআপের সাহায্যে তাঁর মুখাবয়বকে আরও আকর্ষণীয় করে তোলেন। ছোটবেলায় তাঁর নীল চোখ, স্বর্ণালি চুল আর মোহময় ঠোঁট নজর কেড়েছিল বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জ্যঁ পল গলতিয়েরের। মাত্র তিন বছর বয়সে তিনি তাঁর নজরে পড়েন। এরপর চার বছর বয়সেই হাঁটেন প্রথম র্যাম্পে।
তিন বছর পর, মাত্র ছয় বছর বয়সে তিনি পান ‘বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে’র উপাধি। দশ বছর বয়সে তিনি ‘ভগ প্যারিস’ এর জন্য কাজ করে বিশ্বের সবচেয়ে কম বয়সী মডেল হওয়ার গৌরব অর্জন করেন।
বর্তমানে থিলান কাজ করছেন বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সঙ্গে—যেমন মিউ মিউ, ডোলস অ্যান্ড গাব্বানা, ল’রিয়েল প্যারিস, ভার্সেস, রালফ লরেন এবং হুগো বস। পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়। তাঁর ফলোয়ারের সংখ্যা লক্ষাধিক।
থিলানের নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড ‘হ্যাভেন মে ক্লথিং’ এবং বিউটি ও হেয়ার কেয়ার লাইন ‘এনালাইট’-এর কথাও শোনা যায়।
চিরকাল সৌন্দর্যের প্রশংসা পেলেও থিলান বরাবরই নিজের অবস্থান নিয়ে বিনয়ী ছিলেন। ২০১৮ সালে টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘লোকজন যখন বলে, তুমি তো বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে, আমি বলি—আমি না, আমি তো শুধু আইপ্যাড নিয়ে খেলছি।’
তিনি আরও বলেছিলেন, ‘এখনো যখন কেউ বলে আমি সবচেয়ে সুন্দর, আমি বলি—না, আমি এখনো নই, আমি শুধু একজন মানুষ, একজন তরুণী।’
তবে তাঁর জীবন সব সময় রঙিন ছিল না। ২০২১ সালে থিলান জানান, তিনি ওভারিয়ান সিস্ট সংক্রান্ত জটিলতায় একাধিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন। একটি সিস্ট ফেটে গিয়ে তাঁর পেটে ভয়াবহ ব্যথা সৃষ্টি করেছিল। পরে ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা শেয়ার করে সবাইকে শরীরের সামান্য ব্যথাকেও গুরুত্ব দিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন।
থিলানের বলেন, ‘এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, শরীর যখন ব্যথা দেয়, তখন তা অবহেলা করা উচিত নয়। যতক্ষণ না কেউ সমস্যার আসল কারণ খুঁজে বের করতে পারে, ততক্ষণ বিভিন্ন চিকিৎসকের কাছে যেতে হবে।’
তিনি মনে করিয়ে দেন, ‘সামান্য ব্যথাও হতে পারে বড় কোনো সমস্যার পূর্বাভাস।’
সারা বিশ্ব থেকে মেধাবী পেশাদারদের আকৃষ্ট করতে ভিসা ফি কমানোর প্রস্তাব নিয়ে কাজ করছে ব্রিটেন সরকার। এমনকি কিছু ক্ষেত্রে ভিসা ফি মওকুফ করার কথাও চিন্তা করা হচ্ছে। যখন যুক্তরাষ্ট্র ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে, ঠিক সেই সময়ে যুক্তরাজ্যের এই পদক্ষেপ বেশ আলোচনার জন্ম দিয়েছে।
৯ মিনিট আগে১৭৮৯ সালের বিপ্লবের পর ফ্রান্সে সংবাদপত্র ও তথ্যপ্রবাহ রাজনৈতিক ক্ষমতার অন্যতম হাতিয়ারে পরিণত হয়। যদিও বিপ্লবীরা তখন ‘প্রেসের স্বাধীনতা’-কে অন্যতম বড় অর্জন হিসেবে প্রচার করেছিলেন, তবে বাস্তবে সাংবাদিকতার কোনো প্রকৃত স্বাধীনতা ছিল না। বরং, ক্ষমতাসীনরা সংবাদপত্রকে দমন ও নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে
৪৩ মিনিট আগেরাতভর প্রবল বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়েছে কলকাতা। টানা পাঁচ থেকে ছয় ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টির ফলে পুরো মহানগরী ডুবে গেছে। শহরের রাস্তাঘাটে কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। এই জলাবদ্ধ অবস্থায় বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন চারজন।
২ ঘণ্টা আগেট্রাম্প প্রশাসন ইরানি কূটনীতিকদের যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কস্টকোসহ বিভিন্ন ‘হোলসেল ক্লাব স্টোর’ থেকে কেনাকাটা ও বিলাস পণ্য কেনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। গতকাল সোমবার এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। কেবল তাই নয়, তাদের চলাফেরাও সীমিত করে দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে