Ajker Patrika

ইউক্রেনে নতুন বছর শুরু হলো রুশ হামলায়

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১১: ৩৫
ইউক্রেনে নতুন বছর শুরু হলো রুশ হামলায়

ইউক্রেনে নতুন বছর শুরু হয়েছে রুশ বাহিনীর হামলার মাধ্যমে। নববর্ষ উদ্‌যাপন শুরুর আধা ঘণ্টা পরেই বেশ কয়েকবার কিয়েভে হামলা করেছে রাশিয়ার সেনাবাহিনী। এ ছাড়া নতুন বছর উদ্‌যাপনের আগের দিনেও ইউক্রেনের রাজধানী ও অন্যান্য শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

স্থানীয় মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলেছেন, নতুন বছরের প্রথম হামলাটি হয়েছে কিয়েভে রাত সাড়ে ১২টার দিকে। এ ছাড়া মাইকোলিভ ও খমেলনিতস্কি জেলায়ও হামলা করেছে রুশ বাহিনী। তবে প্রাথমিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে গতকাল শনিবারের হামলায় একজন মারা গেছেন এবং ২২ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন ভিটালি ক্লিটসকো। 

এএফপির একজন সাংবাদিক বলেছেন, ‘গতকাল রাতে একটি বিস্ফোরণ হয়েছে কিয়েভের চার তারকা হোটেল আলফাভিতোয়। ফলে এর কোনার একটি অংশ ভেঙে রাস্তায় পড়েছে।’ 
২৩ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা ইয়ারোস্লাভ মুতেনকো জানিয়েছেন, তিনি ওই হোটেলের কাছাকাছি একটি ভবনে বাস করেন। নতুন বছরের পার্টিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, সেই সময়ে বিস্ফোরণের শব্দ শুনেছেন। 

একজন স্থানীয় কর্মকর্তা বলেছেন, দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলিভের হামলায় সাতজন আহত হয়েছেন। মাইকোলিভের মেয়র ওলেক্সান্ডার সিয়েনকিভিচ এর আগে বলেছিলেন, হামলার কারণে বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ইউক্রেনের পশ্চিমে খমেলনিতস্কি অঞ্চলেও রুশ বাহিনী হামলা করেছে বলে জানিয়েছেন গভর্নর সের্গি গামালি। তিনি বলেছেন, ‘হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। এ ছাড়া হামলার কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো শহর।’ 

এর আগে শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ‘আমরা বিজয়ী না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব। একটি দল হিসেবে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাচ্ছি।’ 

এদিকে নতুন বছরের শুরুতে মধ্যরাতে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি রাশিয়ার নাগরিকদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধ ঐতিহাসিকভাবে সঠিক সিদ্ধান্ত। নৈতিকতা ও ন্যায্যতা আমাদের পক্ষে রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত