Ajker Patrika

যুদ্ধবিরতির অনুরোধ জেলেনস্কির

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৫৬
যুদ্ধবিরতির অনুরোধ জেলেনস্কির

রাশিয়ার সর্বাত্মক হামলার মুখে ইউক্রেনকে একা লড়াই করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় আজ শুক্রবার সকালে জাতির উদ্দেশে দেওয়া একটি ভিডিও বার্তায় তিনি এমনটি বলেন।

এ সময় রাশিয়ার প্রতি যুদ্ধবিরতিরও আহ্বান জানান জেলেনস্কি। 

জেলেনস্কি বলেন, ‘কীভাবে শত্রুতা শেষ করা যায় এবং এই আক্রমণ বন্ধ করা যায় তার জন্য রাশিয়াকে শিগগিরই বা পরে আমাদের সঙ্গে কথা বলতে হবে। যত তাড়াতাড়ি কথোপকথন শুরু হবে, রাশিয়ার ক্ষতি তত কম হবে।’ 

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আজ সকালে আমরা একাই আমাদের রাষ্ট্র রক্ষা করছি। গতকালের মতো দূর থেকে দেখছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তিগুলো। গতকালের নিষেধাজ্ঞা রাশিয়ার জন্য যথেষ্ট ছিল? আমরা আমাদের আকাশে শুনতে পাই যে এটি যথেষ্ট ছিল না।’

যুদ্ধ না থামা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হবে উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা আমাদের দেশকে রক্ষা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত