Ajker Patrika

যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে, আর সৈন্য মোতায়েনের দরকার নেই: পুতিন

যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে, আর সৈন্য মোতায়েনের দরকার নেই: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন করে অতিরিক্ত সৈন্য মোতায়েনের দরকার নেই। স্থানীয় সময় আজ বুধবার রাশিয়ার মানবাধিকার কাউন্সিলের বার্ষিক অধিবেশনে এই কথা বলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে থেকে এই তথ্য জানা গেছে।

পুতিন বলেছেন, ‘বিশেষ সামরিক অভিযানের সময়কাল হিসেবে একটু দীর্ঘ সময় ভালো অবশ্যই এবং ইউক্রেনে চলমান বিশেষ অভিযান আরও দীর্ঘ হতে পারে।’ একই সঙ্গে তিনি বলেছেন, গত সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে ইউক্রেনে অতিরিক্ত ৩ লাখ সেনা মোতায়েন শুরু করার পর এই মুহূর্তে নতুন করে সেনা মোতায়েনের কোনো মানেই হয় না। 

পুতিন তাঁর ভাষণে বলেছেন, এরই মধ্যে মোট দেড় লাখ সেনা এখন ইউক্রেনে মোতায়েন রয়েছে। এদের মধ্যে ৭৭ হাজার সেনা সরাসরি প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ করেছে এবং বাকিরা বিভিন্ন ফ্রন্টে প্রতিরক্ষামূলক কাজ সম্পাদন করেছে। 

রাশিয়ার প্রেসিডেন্ট তাঁর বক্তৃতায় আরও বলেছেন, ‘পশ্চিমা মানবাধিকার সংস্থাগুলো রাশিয়াকে “দ্বিতীয় শ্রেণির” দেশ হিসেবে দেখেছে এবং মনে করে রাশিয়ার টিকে থাকার কোনো অধিকার নেই।’ তিনি বলেন, ‘এই যুদ্ধের মাধ্যমে আমরা পশ্চিমের এই মনোভাবই মোকাবিলা করছি।’ 

রুশ প্রেসিডেন্ট ভাষণে আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে এমন মনোভাবের একটাই উত্তর হতে পারে—আমাদের জাতীয় স্বার্থের জন্য একটা ধারাবাহিক সংগ্রাম। আমরা ঠিক তাই করব এবং আমরা কেউই অন্য কারও বা কোনো কিছুর ওপর নির্ভর করব না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত