Ajker Patrika

রাশিয়ায় যোগ দিতে পারে দনেৎস্ক-লুহানস্ক

রাশিয়ায় যোগ দিতে পারে দনেৎস্ক-লুহানস্ক

রাশিয়ায় যোগদানের বিষয়টি বিবেচনা করবে ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত বিচ্ছিন্নতাবাদী স্বঘোষিত দনেৎস্ক রিপাবলিক ও লুহানস্ক। তবে তাঁর আগে অঞ্চলটির পরিপূর্ণ স্বাধীনতার প্রয়োজন। রাশিয়া সমর্থিত পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দনেৎস্কের নেতা দানিশ পুশিলিন এ কথা জানিয়েছেন। মঙ্গলবার দনেৎস্কের স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দনেৎস্ক নিউজ এজেন্সি বলছে, ‘তাঁরা (দনেৎস্ক রিপাবলিক) ২০১৪ সাল থেকেই রাশিয়ান ফেডারেশনে যোগদানে ইচ্ছুক এবং আকাঙ্ক্ষা লালন করছেন।’ 

তবে পুশিলিন বলেছেন, ‘তবে এখন মূল কাজ হচ্ছে প্রজাতন্ত্রের যে সাংবিধানিক সীমানা ঘোষণা করা হয়েছে তার ওপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করা। তার পরের করণীয় আমরা ভবিষ্যতে নির্ধারণ করব।’ 

রাশিয়া সমর্থিত পূর্ব ইউক্রেনের আরেক বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল লুহানস্কের নেতৃবৃন্দ—রাশিয়ায় যোগদানের বিষয়ে গণভোট হতে পারে বলে মন্তব্য করার দুই দিন পরই এই মন্তব্য এল।

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোতে যোগ দেবে না বলে রাশিয়াকে জানিয়েছে ইউক্রেন। এদিকে চেরিনিভ এবং রাজধানী কিয়েভের কাছে সামরিক তৎপরতা ব্যাপকভাবে কমানো হবে বলে ইউক্রেনকে প্রতিশ্রুতি জানিয়েছে রাশিয়া। 

মঙ্গলবার তুরস্কে রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রতিনিধি দলের সদস্য ডেভিড আরাখামিয়া বলেন, নিরাপত্তা গ্যারান্টি কাজ করলে ইউক্রেন নিরপেক্ষ অবস্থান গ্রহণ করবে। 

ইউক্রেনের প্রতিনিধি দলের আরেক সদস্য আলেক্সান্ডার চ্যালি বলেন, ইউক্রেন ‘কোনো সামরিক-রাজনৈতিক জোটে’ যোগ দেবে না। 

এদিকে রাশিয়া জানিয়েছে, সেনা তৎপরতা কমানো মানে যুদ্ধবিরতি নয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত