ইউক্রেনে অস্ত্র পাঠানোর মাধ্যমে পরোক্ষভাবে যুদ্ধে জড়াচ্ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। রোববার (২৬ ফেব্রুয়ারি) এক টেলিভিশন সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, ন্যাটো কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে। এর প্রতিক্রিয়ায় দেশটির রোশিয়া ওয়ান চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, ন্যাটো পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ছে। কিয়েভ সরকারের অপরাধের অংশীদার হচ্ছে তারাও।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘পশ্চিমারা মূলত রাশিয়া ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে। পশ্চিমা দেশগুলোর একটাই লক্ষ্য তারা সাবেক সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দিতে চায়। মূল লক্ষ্য রাশিয়ান ফেডারেশনকে ধ্বংস করা। রাশিয়াকে ভেঙে দিতে পারলেই হয়তো তারা আমাদের তথাকথিত সভ্য জাতি হিসেবে বিবেচনা করবে।’
রোশিয়া ওয়ানকে পুতিন আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ন্যাটোর নেতৃত্বাধীন সব দেশের প্রধান লক্ষ্য হলো রাশিয়াকে কৌশলগতভাবে হারানো, যেন আমাদের জনগণ ভোগান্তিতে পড়ে। তাহলে এমন পরিস্থিতিতে আমাদের উচিত তাদের পারমাণবিক শক্তির বিষয়টি উপেক্ষা না করা।’
এর আগে গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছিলেন পুতিন। পার্লামেন্টে দেওয়া ভাষণে পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা কৌশলগত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ থেকে সরে আসার ঘোষণা দেন। পার্লামেন্টে আইনপ্রণেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে কৌশলগত পরমাণু অস্ত্র চুক্তিতে রাশিয়া তার অংশগ্রহণ স্থগিত করছে।’
২০১০ সালে নিউ স্টার্ট নামের দ্বিপক্ষীয় কৌশলগত পরমাণু অস্ত্র চুক্তি স্বাক্ষর করে বিশ্বের দুই শীর্ষ পারমাণবিক অস্ত্রধারী দেশ রাশিয়া ও যুক্তরাষ্ট্র। সে সময় চুক্তিতে স্বাক্ষর করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর ২০২১ সালে চুক্তির মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হয়।
চুক্তিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক ওয়ারহেড, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক বোমাবাহী বিমান মোতায়েন সীমিত করা হয়।
ইউক্রেনে অস্ত্র পাঠানোর মাধ্যমে পরোক্ষভাবে যুদ্ধে জড়াচ্ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। রোববার (২৬ ফেব্রুয়ারি) এক টেলিভিশন সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, ন্যাটো কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে। এর প্রতিক্রিয়ায় দেশটির রোশিয়া ওয়ান চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, ন্যাটো পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ছে। কিয়েভ সরকারের অপরাধের অংশীদার হচ্ছে তারাও।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘পশ্চিমারা মূলত রাশিয়া ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে। পশ্চিমা দেশগুলোর একটাই লক্ষ্য তারা সাবেক সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দিতে চায়। মূল লক্ষ্য রাশিয়ান ফেডারেশনকে ধ্বংস করা। রাশিয়াকে ভেঙে দিতে পারলেই হয়তো তারা আমাদের তথাকথিত সভ্য জাতি হিসেবে বিবেচনা করবে।’
রোশিয়া ওয়ানকে পুতিন আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ন্যাটোর নেতৃত্বাধীন সব দেশের প্রধান লক্ষ্য হলো রাশিয়াকে কৌশলগতভাবে হারানো, যেন আমাদের জনগণ ভোগান্তিতে পড়ে। তাহলে এমন পরিস্থিতিতে আমাদের উচিত তাদের পারমাণবিক শক্তির বিষয়টি উপেক্ষা না করা।’
এর আগে গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছিলেন পুতিন। পার্লামেন্টে দেওয়া ভাষণে পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা কৌশলগত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ থেকে সরে আসার ঘোষণা দেন। পার্লামেন্টে আইনপ্রণেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে কৌশলগত পরমাণু অস্ত্র চুক্তিতে রাশিয়া তার অংশগ্রহণ স্থগিত করছে।’
২০১০ সালে নিউ স্টার্ট নামের দ্বিপক্ষীয় কৌশলগত পরমাণু অস্ত্র চুক্তি স্বাক্ষর করে বিশ্বের দুই শীর্ষ পারমাণবিক অস্ত্রধারী দেশ রাশিয়া ও যুক্তরাষ্ট্র। সে সময় চুক্তিতে স্বাক্ষর করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর ২০২১ সালে চুক্তির মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হয়।
চুক্তিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক ওয়ারহেড, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক বোমাবাহী বিমান মোতায়েন সীমিত করা হয়।
ইসরায়েলি আগ্রাসনে গাজায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ১৩ জনই প্রাণ হারিয়েছেন বিতর্কিত সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। এ ছাড়া, নিহতের তালিকার চারজনের মৃত্যু হয়েছে অনাহার-অপুষ্টিজনিত কারণে।
১৩ মিনিট আগেবিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
১২ ঘণ্টা আগেকাশ্মীরের কিসতওয়ার জেলার প্রত্যন্ত গ্রাম চশোতি আজ পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুকূপে। দুপুরের পর হঠাৎ করেই ঘটে যায় প্রবল ক্লাউডবার্স্ট। মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঝরনাগুলো দানবীয় রূপে নেমে আসে গ্রাম ও তার আশপাশে। জল, কাদা, পাথর মিশে তৈরি হয় এক অপ্রতিরোধ্য ধ্বংস স্রোত।
১২ ঘণ্টা আগে