Ajker Patrika

চীনে বাড়ছে করোনার প্রকোপ, নতুন বিধিনিষেধ আরোপ

চীনে বাড়ছে করোনার প্রকোপ, নতুন বিধিনিষেধ আরোপ

চীনে নতুন করে বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। এক দিনেই দেশটিতে ১ হাজার ৮০০ জনের বেশি নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। এ অবস্থায় বিভিন্ন এলাকায় লকডাউনসহ নানা বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি শুরু হয়েছে গণহারে করোনা পরীক্ষাও। 

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, শনিবার (৩ সেপ্টেম্বর) এক দিনেই ১,৮৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩৮৪ জনের মধ্যে করোনার উপসর্গ দেখা গেছে। আর ১ হাজার ৪৬৪ জনের শরীরে কোনো উপসর্গ পাওয়া যায়নি।

চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেন ও সিচুয়ান প্রদেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। ছবি: টুইটাররয়টার্সের প্রতিবেদনে জানা যায়, চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেন ও সিচুয়ান প্রদেশের পরিস্থিতি উদ্বেগজনক। প্রাদেশিক সরকারের তথ্য মতে, শেনঝেনে শনিবার নতুন করে ৮৯ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ অবস্থায় লকডাউনের আওতায় আনা হয়েছে অঞ্চলটি। এ ছাড়া সিচুয়ান প্রদেশের চেংডু শহরে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউন জারি করা হয়েছে। 

তবে এখন পর্যন্ত নতুন করে কারও করোনায় মৃত্যুর খবর পাওয়া যায়নি। পরিস্থিতি মোকাবিলায় ‘জিরো কোভিড’ নীতি মেনে চলছে চীন। দেশটিতে বর্তমানে ৩৩টি শহর আংশিক কিংবা পুরোপুরি লকডাউনে রয়েছে। আর লকডাউনের আওতায় পড়েছে সাড়ে ৬ কোটির বেশি মানুষ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত