Ajker Patrika

চীনে বাড়ছে করোনার প্রকোপ, নতুন বিধিনিষেধ আরোপ

চীনে বাড়ছে করোনার প্রকোপ, নতুন বিধিনিষেধ আরোপ

চীনে নতুন করে বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। এক দিনেই দেশটিতে ১ হাজার ৮০০ জনের বেশি নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। এ অবস্থায় বিভিন্ন এলাকায় লকডাউনসহ নানা বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি শুরু হয়েছে গণহারে করোনা পরীক্ষাও। 

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, শনিবার (৩ সেপ্টেম্বর) এক দিনেই ১,৮৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩৮৪ জনের মধ্যে করোনার উপসর্গ দেখা গেছে। আর ১ হাজার ৪৬৪ জনের শরীরে কোনো উপসর্গ পাওয়া যায়নি।

চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেন ও সিচুয়ান প্রদেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। ছবি: টুইটাররয়টার্সের প্রতিবেদনে জানা যায়, চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেন ও সিচুয়ান প্রদেশের পরিস্থিতি উদ্বেগজনক। প্রাদেশিক সরকারের তথ্য মতে, শেনঝেনে শনিবার নতুন করে ৮৯ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ অবস্থায় লকডাউনের আওতায় আনা হয়েছে অঞ্চলটি। এ ছাড়া সিচুয়ান প্রদেশের চেংডু শহরে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউন জারি করা হয়েছে। 

তবে এখন পর্যন্ত নতুন করে কারও করোনায় মৃত্যুর খবর পাওয়া যায়নি। পরিস্থিতি মোকাবিলায় ‘জিরো কোভিড’ নীতি মেনে চলছে চীন। দেশটিতে বর্তমানে ৩৩টি শহর আংশিক কিংবা পুরোপুরি লকডাউনে রয়েছে। আর লকডাউনের আওতায় পড়েছে সাড়ে ৬ কোটির বেশি মানুষ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত