Ajker Patrika

ভক্ত ছিলেন টেন্ডুলকারও, পড়াপানিতে মহামারি ঠেকাবেন বলে মারা গেলেন করোনায়

ভক্ত ছিলেন টেন্ডুলকারও, পড়াপানিতে মহামারি ঠেকাবেন বলে মারা গেলেন করোনায়

তিনি বিখ্যাত ওঝা। জখম সারাতে তাঁর কাছ থেকে পড়াপানি নিয়েছে শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীর ও আশিস নেহরার মতো সেলিব্রেটি। তিনি শ্রীলঙ্কার বিখ্যাত ওঝা এলিয়ান্থা হোয়াইট। এই ‘অব্যর্থ’ পড়াপানি দিয়েই ঠেকিয়ে দিতে চেয়েছিলেন করোনা মহামারি। কিন্তু নিজেই মারা গেলেন করোনায়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

এএফপির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৪৮ বছর বয়সী এলিয়ান্থা হোয়াইট বিশ্বের শীর্ষ ক্রিকেটার এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীসহ শীর্ষ রাজনীতিকদের চিকিৎসা করেছেন। গত নভেম্বরে এলিয়ান্থা হোয়াইট দাবি করেন, শ্রীলঙ্কা এবং ভারতের বিভিন্ন নদীতে পড়া পানি ঢেলে তিনি করোনা মহামারি ঝেঁটিয়ে বিদায় করতে পারবেন। 

 ২০১০ সালে ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার হাঁটুর ইনজুরিতে পড়ার পর চিকিৎসার জন্য এলিয়ান্থার শরণাপন্ন হন। পরে টেন্ডুলকার দাবি করেছিলেন, ওই চিকিৎসার কারণেই তিনি ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ডবল সেঞ্চুরি করতে পেরেছিলেন। এ ছাড়া গৌতম গম্ভীর এবং আশিস নেহরাসহ বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার এলিয়ান্থার কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।

এলিয়ান্থার পরিবার জানিয়েছে, টিকা দেওয়ার সুযোগ পেলেও গ্রহণ করেননি তিনি। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় তাঁকে স্বাস্থ্যবিধি মেনে সমাহিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত