তালেবান সরকার আফিম চাষ ও মাদক নিষিদ্ধ করার পর থেকে আফগানিস্তানে এর উৎপাদন ব্যাপকভাবে কমেছে। রোববার (৫ নভেম্বর) জাতিসংঘের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগে বিশ্বে আফিমের সবচেয়ে বড় উৎস ছিল আফগানিস্তান।
জাতিসংঘের মাদক এবং অপরাধ দপ্তরের (ইউএনওডিসি) তথ্য অনুসারে, ২০২৩ সালে আফগানিস্তানে ২৬ হাজার ৭০০ একর জমিতে আফিম চাষ হয়েছে। অথচ গত বছর ৫ লাখ ৭৫ হাজার ৭৫৫ একর জমিতে আফিম চাষ করা হয়েছিল। চলতি বছর আফিমের সরবরাহ ৯৫ শতাংশ কমে ৩৩৩ টনে নেমেছে।
যুদ্ধ পরবর্তী আফগানিস্তানে কৃষকদের নাজুক অবস্থার ওপর আবার আফিম চাষে নিষেধাজ্ঞা আরোপ ছিল তাঁদের ওপর বাড়তি চাপ। কারণ আফগানিস্তানে বেশির ভাগ কৃষকই আফিম চাষের ওপর নির্ভরশীল ছিলেন। আর অবৈধ আফিম রপ্তানিমূল্য একসময় অন্য সব পণ্যের রপ্তানিমূল্যকে ছাড়িয়ে গিয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, হঠাৎ আফিম উৎপাদন কমে যাওয়া দেশটির অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। যেখানে দুই–তৃতীয়াংশ জনগোষ্ঠীই মানবিক সহায়তার ওপর টিকে আছে।
জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তরের নির্বাহী পরিচালক ঘাদা ওয়ালি এক বিবৃতিতে বলেন, ‘আফগান কৃষকদের আফিম থেকে দূরে সরানোর জন্য আগামী কয়েক মাসে টেকসই জীবিকায় বড় বিনিয়োগের প্রয়োজন। এ পদক্ষেপ অবৈধ আফিমের বাজার এবং এর স্থানীয় ও বিশ্বব্যাপী ক্ষতির বিরুদ্ধে দীর্ঘমেয়াদি ফলাফলের দিকে এগিয়ে যাওয়ার একটি বাস্তব সুযোগ তৈরি করবে।’
বিশ্বের ৮০ শতাংশ অবৈধ আফিমই যেত আফগানিস্তান থেকে। উৎপাদনে উল্লেখযোগ্য হ্রাসের ফলে আন্তর্জাতিকভাবে আফিম ব্যবহার কমে যেতে পারে। তবে এতে বিশ্বব্যাপী ফেন্টানেল বা সিনথেটিক ওপিয়ডের মতো বিকল্পগুলোর ব্যবহার বেড়ে যাওয়ার ঝুঁকি আছে বলে জানায় ইউএনওডিসি।
গত বছরের এপ্রিলে তালেবান সরকার মাদক উৎপাদনের ওপর নিষেধাজ্ঞা জারি করে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সরকার অবশিষ্ট আফিম খেত ধ্বংস করে দেবে। এর আগেও ক্ষমতায় থাকার সময় ২০০০ সালের দিকে আফিম চাষ নিষিদ্ধ করেছিল তালেবান সরকার।
আফগানিস্তানের অনেক প্রদেশেই এখন আফিমের বদলে গম চাষ করা হচ্ছে। বলাবাহুল্য, এতে লাভের পরিমাণ আফিম চাষের তুলনায় বেশ কম।
তালেবান সরকার আফিম চাষ ও মাদক নিষিদ্ধ করার পর থেকে আফগানিস্তানে এর উৎপাদন ব্যাপকভাবে কমেছে। রোববার (৫ নভেম্বর) জাতিসংঘের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগে বিশ্বে আফিমের সবচেয়ে বড় উৎস ছিল আফগানিস্তান।
জাতিসংঘের মাদক এবং অপরাধ দপ্তরের (ইউএনওডিসি) তথ্য অনুসারে, ২০২৩ সালে আফগানিস্তানে ২৬ হাজার ৭০০ একর জমিতে আফিম চাষ হয়েছে। অথচ গত বছর ৫ লাখ ৭৫ হাজার ৭৫৫ একর জমিতে আফিম চাষ করা হয়েছিল। চলতি বছর আফিমের সরবরাহ ৯৫ শতাংশ কমে ৩৩৩ টনে নেমেছে।
যুদ্ধ পরবর্তী আফগানিস্তানে কৃষকদের নাজুক অবস্থার ওপর আবার আফিম চাষে নিষেধাজ্ঞা আরোপ ছিল তাঁদের ওপর বাড়তি চাপ। কারণ আফগানিস্তানে বেশির ভাগ কৃষকই আফিম চাষের ওপর নির্ভরশীল ছিলেন। আর অবৈধ আফিম রপ্তানিমূল্য একসময় অন্য সব পণ্যের রপ্তানিমূল্যকে ছাড়িয়ে গিয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, হঠাৎ আফিম উৎপাদন কমে যাওয়া দেশটির অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। যেখানে দুই–তৃতীয়াংশ জনগোষ্ঠীই মানবিক সহায়তার ওপর টিকে আছে।
জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তরের নির্বাহী পরিচালক ঘাদা ওয়ালি এক বিবৃতিতে বলেন, ‘আফগান কৃষকদের আফিম থেকে দূরে সরানোর জন্য আগামী কয়েক মাসে টেকসই জীবিকায় বড় বিনিয়োগের প্রয়োজন। এ পদক্ষেপ অবৈধ আফিমের বাজার এবং এর স্থানীয় ও বিশ্বব্যাপী ক্ষতির বিরুদ্ধে দীর্ঘমেয়াদি ফলাফলের দিকে এগিয়ে যাওয়ার একটি বাস্তব সুযোগ তৈরি করবে।’
বিশ্বের ৮০ শতাংশ অবৈধ আফিমই যেত আফগানিস্তান থেকে। উৎপাদনে উল্লেখযোগ্য হ্রাসের ফলে আন্তর্জাতিকভাবে আফিম ব্যবহার কমে যেতে পারে। তবে এতে বিশ্বব্যাপী ফেন্টানেল বা সিনথেটিক ওপিয়ডের মতো বিকল্পগুলোর ব্যবহার বেড়ে যাওয়ার ঝুঁকি আছে বলে জানায় ইউএনওডিসি।
গত বছরের এপ্রিলে তালেবান সরকার মাদক উৎপাদনের ওপর নিষেধাজ্ঞা জারি করে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সরকার অবশিষ্ট আফিম খেত ধ্বংস করে দেবে। এর আগেও ক্ষমতায় থাকার সময় ২০০০ সালের দিকে আফিম চাষ নিষিদ্ধ করেছিল তালেবান সরকার।
আফগানিস্তানের অনেক প্রদেশেই এখন আফিমের বদলে গম চাষ করা হচ্ছে। বলাবাহুল্য, এতে লাভের পরিমাণ আফিম চাষের তুলনায় বেশ কম।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার গাজায় যুদ্ধবিরতি হলে একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ চালুর আলোচনা করছেন। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এমনকি, ওয়াশিংটনে এমন একটি প্রস্তাবও সমর্থন পেয়েছে যেখানে বলা হয়েছে, টনি ব্লেয়ার নিজেই এই কর্তৃপক্ষের নেতৃত্ব দিতে পারেন।
১২ মিনিট আগেক্লাউড কম্পিউটিং সফটওয়্যার ব্যবহার করে লাখ লাখ বেসামরিক ফিলিস্তিনিদের ওপর নজরদারির অভিযোগে ইসরায়েলি সামরিক বাহিনীর পরিষেবা সীমিত করছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। গতকাল বৃহস্পতিবার, এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এবং ভাইস চেয়ার ব্র্যাড স্মিথ।
১৪ মিনিট আগেএবার ট্রাম্পের রোষানলে পড়লেন মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন—এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি। মিথ্যা তথ্য দেওয়া ও বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টির অভিযোগে তাঁর বিরুদ্ধে আদালতে দুটি অভিযোগ গঠন করেছে ভার্জিনিয়ার একটি ফেডারেল গ্র্যান্ড জুরি।
২ ঘণ্টা আগেওয়াইসি বলেন, ‘মোদিজি বলেছেন, বিহারে বাংলাদেশি আছে।’ এ সময় তিনি মোদিকে উদ্দেশ্য করে বলেন, ‘মোদিজি, বিহারে বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোন আছেন। তাঁকে বাংলাদেশে পাঠান। সীমাঞ্চলে আনুন, আমরা তাঁকে বাংলাদেশেই পৌঁছে দেব।’
২ ঘণ্টা আগে