Ajker Patrika

ইরাকে মার্কিন দূতাবাসে রকেট হামলা, আহত ৩ 

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১১: ২৪
ইরাকে মার্কিন দূতাবাসে রকেট হামলা, আহত ৩ 

ইরাকের রাজধানী বাগদাদের ‘গ্রিন জোন’ হিসেবে পরিচিত সুরক্ষিত এলাকায় রকেট হামলা হয়েছে। এই হামলায় দুই শিশুসহ তিনজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। 

ইরাকের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, তিনটি রকেটের মধ্যে একটি স্কুলে গিয়ে আঘাত হানে। আর দুটি মার্কিন দূতাবাসের মাঠে গিয়ে আঘাত হানে।

ইরাক পার্লামেন্টের সদ্য নিয়োগ হওয়া স্পিকারকে বরখাস্ত করেন দেশটির একটি শীর্ষ আদালত। এ নিয়ে ইরাকের রাজনীতিতে শুরু হয়েছে নতুন সংকট। এরই মধ্যে মার্কিন দূতাবাসে হামলা চালানো হলো।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের উচ্চপদস্থ একজন কর্মকর্তা জানান, গ্রিন জোন লক্ষ্য করে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে দুটি মার্কিন দূতাবাসে আঘাত হানে। আরেকটি কাছের একটি স্কুলে আঘাত হানে। আহতদের মধ্যে একজন নারী, এক মেয়ে ও এক ছেলেশিশু রয়েছে। 

সম্প্রতি মার্কিন সেনাবাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট হামলার ঘটনা ঘটেছে ইরাকে। মার্কিন প্রশাসনের দাবি, ইরানপন্থিরাই এই হামলাগুলো চালিয়ে থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের নিরাপত্তা বাহিনীর আরেকটি সূত্র জানায়, মার্কিন দূতাবাসের ভেতরে কোনো ক্ষতি হয়নি অথবা কেউ আহত হয়নি।

এদিকে এই হামলার নিন্দা জানিয়েছে ইরাকের মার্কিন দূতাবাস। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইরাকের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইরাকের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। 

এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত