ইরাকের রাজধানী বাগদাদের ‘গ্রিন জোন’ হিসেবে পরিচিত সুরক্ষিত এলাকায় রকেট হামলা হয়েছে। এই হামলায় দুই শিশুসহ তিনজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই হামলা চালানো হয়।
ইরাকের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, তিনটি রকেটের মধ্যে একটি স্কুলে গিয়ে আঘাত হানে। আর দুটি মার্কিন দূতাবাসের মাঠে গিয়ে আঘাত হানে।
ইরাক পার্লামেন্টের সদ্য নিয়োগ হওয়া স্পিকারকে বরখাস্ত করেন দেশটির একটি শীর্ষ আদালত। এ নিয়ে ইরাকের রাজনীতিতে শুরু হয়েছে নতুন সংকট। এরই মধ্যে মার্কিন দূতাবাসে হামলা চালানো হলো।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের উচ্চপদস্থ একজন কর্মকর্তা জানান, গ্রিন জোন লক্ষ্য করে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে দুটি মার্কিন দূতাবাসে আঘাত হানে। আরেকটি কাছের একটি স্কুলে আঘাত হানে। আহতদের মধ্যে একজন নারী, এক মেয়ে ও এক ছেলেশিশু রয়েছে।
সম্প্রতি মার্কিন সেনাবাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট হামলার ঘটনা ঘটেছে ইরাকে। মার্কিন প্রশাসনের দাবি, ইরানপন্থিরাই এই হামলাগুলো চালিয়ে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের নিরাপত্তা বাহিনীর আরেকটি সূত্র জানায়, মার্কিন দূতাবাসের ভেতরে কোনো ক্ষতি হয়নি অথবা কেউ আহত হয়নি।
এদিকে এই হামলার নিন্দা জানিয়েছে ইরাকের মার্কিন দূতাবাস। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইরাকের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইরাকের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে।
এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
ইরাকের রাজধানী বাগদাদের ‘গ্রিন জোন’ হিসেবে পরিচিত সুরক্ষিত এলাকায় রকেট হামলা হয়েছে। এই হামলায় দুই শিশুসহ তিনজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই হামলা চালানো হয়।
ইরাকের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, তিনটি রকেটের মধ্যে একটি স্কুলে গিয়ে আঘাত হানে। আর দুটি মার্কিন দূতাবাসের মাঠে গিয়ে আঘাত হানে।
ইরাক পার্লামেন্টের সদ্য নিয়োগ হওয়া স্পিকারকে বরখাস্ত করেন দেশটির একটি শীর্ষ আদালত। এ নিয়ে ইরাকের রাজনীতিতে শুরু হয়েছে নতুন সংকট। এরই মধ্যে মার্কিন দূতাবাসে হামলা চালানো হলো।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের উচ্চপদস্থ একজন কর্মকর্তা জানান, গ্রিন জোন লক্ষ্য করে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে দুটি মার্কিন দূতাবাসে আঘাত হানে। আরেকটি কাছের একটি স্কুলে আঘাত হানে। আহতদের মধ্যে একজন নারী, এক মেয়ে ও এক ছেলেশিশু রয়েছে।
সম্প্রতি মার্কিন সেনাবাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট হামলার ঘটনা ঘটেছে ইরাকে। মার্কিন প্রশাসনের দাবি, ইরানপন্থিরাই এই হামলাগুলো চালিয়ে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের নিরাপত্তা বাহিনীর আরেকটি সূত্র জানায়, মার্কিন দূতাবাসের ভেতরে কোনো ক্ষতি হয়নি অথবা কেউ আহত হয়নি।
এদিকে এই হামলার নিন্দা জানিয়েছে ইরাকের মার্কিন দূতাবাস। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইরাকের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইরাকের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে।
এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
২৪ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
১ ঘণ্টা আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১ ঘণ্টা আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে