Ajker Patrika

তালেবানের ৯০ শতাংশ সীমান্ত দখলের দাবি উড়িয়ে দিল আফগান সরকার

আপডেট : ২৪ জুলাই ২০২১, ১১: ২০
তালেবানের ৯০ শতাংশ সীমান্ত দখলের দাবি উড়িয়ে দিল আফগান সরকার

আফগানিস্তানের সরকারি বাহিনীকে হটিয়ে ৯০ শতাংশ সীমান্ত এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তালেবান। গত বৃহস্পতিবার এমন দাবি করে তারা। তবে শুক্রবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবিকে ‘পুরোপুরি মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমুখপাত্র ফাওয়াদ আমান বলেন, এটি একটি ভিত্তিহীন দাবি। 

এর আগে বৃহস্পতিবার আফগানিস্তানের ৯০ ভাগ সীমান্তই নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করে তালেবান। 

 আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করার পর থেকে তালেবান সরকারি সেনাদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। সম্প্রতি দেশটির প্রায় ৮৫ শতাংশ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার দাবি করে বিদ্রোহী সংগঠনটি। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত