Ajker Patrika

উত্তর কোরিয়াকে ফের করোনার টিকা দেওয়ার প্রস্তাব রাশিয়ার

আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৩: ২২
উত্তর কোরিয়াকে ফের করোনার টিকা দেওয়ার প্রস্তাব রাশিয়ার

উত্তর কোরিয়াকে আবারও করোনার ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

গত বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, মস্কো বেশ কয়েকবার পিয়ংইয়ংকে  টিকা দিতে চেয়েছে।

এর আগে রাশিয়াসহ একাধিক দেশ উত্তর কোরিয়াকে করোনার টিকা সরবরাহের প্রস্তাব দিলেও দেশটি তা ফিরিয়ে দেয়।

জানা গেছে, করোনা মহামারিতে কঠোর বিধিনিষেধের কারণে সীমান্ত সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। ফলে চীনের সঙ্গে বাণিজ্য বন্ধ হয়ে গেছে দেশটির। এতে চরম দুর্ভিক্ষের মুখোমুখি পড়েছে দেশটি। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনও তাঁর দেশের দুর্ভিক্ষের কথা সম্প্রতি স্বীকার করেছেন। 
 
আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে এই দুর্ভিক্ষ আরও তীব্র হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত