Ajker Patrika

চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া 

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১১: ০৭
চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া 

চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গতকাল বৃহস্পতিবার উড়োজাহাজ বিধ্বংসী একটি নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় পিয়ংইয়ং। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

পিয়ংইয়ং বলছে, নিজেদের প্রতিরক্ষার জন্যই অস্ত্রের পরীক্ষা চালানো হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরিয়ার এটি একটি দ্বিচারিতা। 

নিষেধাজ্ঞার পরেও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বলছে, নতুন উড়োজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উল্লেখযোগ্য যুদ্ধক্ষমতা দেখিয়েছে এবং এটিতে নতুন প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর এক দিন আগেই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জানিয়েছেন, আন্তকোরীয় হটলাইন ফের চালু করতে চান তিনি।

তবে বিশেষজ্ঞদের মতে, পিয়ংইয়ং ওয়াশিংটন ও সিউলকে আলাদা করতে চাইছে। আর এ জন্যই কিম দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুনরায় আন্তকোরীয় হটলাইন চালু করতে চাইছেন। এর আগে কিমের বোন দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার ইচ্ছার কথা জানিয়েছিলেন। 

সেই ১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধের সমাপ্তি ঘটে। কিন্তু এখনো দুই দেশের মধ্যে উত্তেজনা বিদ্যমান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত