গতকাল মঙ্গলবার রাতে হঠাৎ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিমের উরজা জলবিদ্যুৎ প্রকল্পের চুংথাং বাঁধ। তিস্তা নদীর উজানে অবস্থিত এই বাঁধটিকে অতীতে ‘তিস্তা উরজা’ নামে ডাকা হতো।
আজ বুধবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার পানির তোড়ে চুংথাং বাঁধের সঙ্গে সংযুক্ত পাওয়ার হাউসটি ভেসে গেছে।
সিকিম উরজা লিমিটেডের নির্বাহী চেয়ারম্যান সুনীল সারাওগি বলেন, ‘চুংথাংয়ে অবস্থিত ওই বাঁধটি মাত্র ১০ থেকে ১২ মিনিটের মধ্যেই ভেসে গেছে। আমরা আরও দেখেছি, ২০০ মিটার দীর্ঘ ওই বাঁধটির সঙ্গে সংযুক্ত পাওয়ার হাউসটিও ভেসে গেছে। পুরো পাওয়ার হাউসটিই পানির নিচে তলিয়ে গেছে।’
প্রতিবেদনে বলা হয়েছে, ১ হাজার ২০০ মেগাওয়াটের একটি জলবিদ্যুৎ প্রকল্পের অধীনে উত্তর সিকিম জেলার চুংথাং এবং মাঙ্গানের মধ্যে ওই বাঁধটি নির্মিত হয়েছিল। আর নির্মাণের পর থেকে গত বছরই প্রথমবারের মতো লাভের মুখ দেখেছিল ওই প্রকল্প।
২৫ হাজার কোটি রুপি দিয়ে নির্মিত উরজা প্রকল্পে সিকিম সরকারের ৬০ শতাংশ শেয়ার ছিল। প্রকল্পের সবগুলো উৎপাদন ইউনিট ২০১৭ সালে চালু হয়েছিল।
প্রকল্পের নির্বাহী চেয়ারম্যান সারাওগি বলেন, ‘গতকাল রাত ১১টা ৫৮ মিনিটে ইন্দো-তিব্বতি বর্ডার পুলিশের কাছ থেকে বাঁধের বিষয়ে আমরা প্রথম তথ্য পাই। পরে তাৎক্ষণিকভাবে আমাদের টিম সেখানে পৌঁছায় বাঁধের সবগুলো গেট খুলে দেওয়ার জন্য। কিন্তু গেট খুলে দেওয়ার আগেই বাঁধটি ভেসে গেছে। আমাদের লোকেরা দৌড়ে প্রাণ বাঁচিয়েছে।’
সিকিমে গতকাল রাতের হঠাৎ বন্যায় এখন পর্যন্ত ৩০ জন নিখোঁজ রয়েছে। আর অন্তত ছয়টি সেতু ধসে পড়েছে।
গতকাল মঙ্গলবার রাতে হঠাৎ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিমের উরজা জলবিদ্যুৎ প্রকল্পের চুংথাং বাঁধ। তিস্তা নদীর উজানে অবস্থিত এই বাঁধটিকে অতীতে ‘তিস্তা উরজা’ নামে ডাকা হতো।
আজ বুধবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার পানির তোড়ে চুংথাং বাঁধের সঙ্গে সংযুক্ত পাওয়ার হাউসটি ভেসে গেছে।
সিকিম উরজা লিমিটেডের নির্বাহী চেয়ারম্যান সুনীল সারাওগি বলেন, ‘চুংথাংয়ে অবস্থিত ওই বাঁধটি মাত্র ১০ থেকে ১২ মিনিটের মধ্যেই ভেসে গেছে। আমরা আরও দেখেছি, ২০০ মিটার দীর্ঘ ওই বাঁধটির সঙ্গে সংযুক্ত পাওয়ার হাউসটিও ভেসে গেছে। পুরো পাওয়ার হাউসটিই পানির নিচে তলিয়ে গেছে।’
প্রতিবেদনে বলা হয়েছে, ১ হাজার ২০০ মেগাওয়াটের একটি জলবিদ্যুৎ প্রকল্পের অধীনে উত্তর সিকিম জেলার চুংথাং এবং মাঙ্গানের মধ্যে ওই বাঁধটি নির্মিত হয়েছিল। আর নির্মাণের পর থেকে গত বছরই প্রথমবারের মতো লাভের মুখ দেখেছিল ওই প্রকল্প।
২৫ হাজার কোটি রুপি দিয়ে নির্মিত উরজা প্রকল্পে সিকিম সরকারের ৬০ শতাংশ শেয়ার ছিল। প্রকল্পের সবগুলো উৎপাদন ইউনিট ২০১৭ সালে চালু হয়েছিল।
প্রকল্পের নির্বাহী চেয়ারম্যান সারাওগি বলেন, ‘গতকাল রাত ১১টা ৫৮ মিনিটে ইন্দো-তিব্বতি বর্ডার পুলিশের কাছ থেকে বাঁধের বিষয়ে আমরা প্রথম তথ্য পাই। পরে তাৎক্ষণিকভাবে আমাদের টিম সেখানে পৌঁছায় বাঁধের সবগুলো গেট খুলে দেওয়ার জন্য। কিন্তু গেট খুলে দেওয়ার আগেই বাঁধটি ভেসে গেছে। আমাদের লোকেরা দৌড়ে প্রাণ বাঁচিয়েছে।’
সিকিমে গতকাল রাতের হঠাৎ বন্যায় এখন পর্যন্ত ৩০ জন নিখোঁজ রয়েছে। আর অন্তত ছয়টি সেতু ধসে পড়েছে।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৩ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৪ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৪ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
৫ ঘণ্টা আগে