আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ ছাড়তে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গতকাল মঙ্গলবার এ আহ্বান জানানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
জাতিসংঘের পক্ষ থেকে গতকাল বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪০ জন বেসামরিক নাগরিক মারা গেছেন। আর আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাদের হামলায় তালেবানের ৭৭ জন নিহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিবিসিকে জানান, রাস্তায় প্রচুর মরদেহ পড়ে রয়েছে। আমরা জানি না তাঁরা বেসামরিক নাগরিক না-কি তালেবান।
আফগানিস্তানের লস্করগাহে সরকারি বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন জেনারেল সামি সাদাত। তিনি লস্করগাহের বাসিন্দাদের উদ্দেশে বলেছেন, দয়া করে যত দ্রুত সম্ভব এ এলাকা ছেড়ে চলে যান, যাতে আমরা অভিযান শুরু করতে পারি। তিনি আরও বলেন, আমরা জানি, এভাবে বাড়ি ছেড়ে যাওয়া কঠিন। এটা আমাদের জন্যও কঠিন। আপনারা যদি অল্প কয়েক দিনের জন্য বাস্তুচ্যুত হন, তবে আমাদের ক্ষমা করবেন।
এদিকে তালেবান সদস্যরা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার দখলেরও চেষ্টা করছে। পাশাপাশি লস্করগাহ-এর বেশি কিছু জেলা ইতিমধ্যে দখলে নিয়ে বিদ্রোহীগোষ্ঠী তালেবান।
একজন শিক্ষার্থী বিবিসিকে বলেন, আমরা কঠিন সময় পার করছি। তালেবানরা ভূমি দখলে নিচ্ছে এবং সরকার বাহিনী আকাশ পথ দখলে নিয়েছে।
গত সপ্তাহান্তে হেলমান্দের প্রাদেশিক কাউন্সিলর আতাউল্লাহ আফগান বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
এদিকে যে সব আফগান জনগণ বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন তাঁরা খাদ্য, পানি এবং ওষুধ সংকটে ভুগছেন।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ ছাড়তে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গতকাল মঙ্গলবার এ আহ্বান জানানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
জাতিসংঘের পক্ষ থেকে গতকাল বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪০ জন বেসামরিক নাগরিক মারা গেছেন। আর আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাদের হামলায় তালেবানের ৭৭ জন নিহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিবিসিকে জানান, রাস্তায় প্রচুর মরদেহ পড়ে রয়েছে। আমরা জানি না তাঁরা বেসামরিক নাগরিক না-কি তালেবান।
আফগানিস্তানের লস্করগাহে সরকারি বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন জেনারেল সামি সাদাত। তিনি লস্করগাহের বাসিন্দাদের উদ্দেশে বলেছেন, দয়া করে যত দ্রুত সম্ভব এ এলাকা ছেড়ে চলে যান, যাতে আমরা অভিযান শুরু করতে পারি। তিনি আরও বলেন, আমরা জানি, এভাবে বাড়ি ছেড়ে যাওয়া কঠিন। এটা আমাদের জন্যও কঠিন। আপনারা যদি অল্প কয়েক দিনের জন্য বাস্তুচ্যুত হন, তবে আমাদের ক্ষমা করবেন।
এদিকে তালেবান সদস্যরা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার দখলেরও চেষ্টা করছে। পাশাপাশি লস্করগাহ-এর বেশি কিছু জেলা ইতিমধ্যে দখলে নিয়ে বিদ্রোহীগোষ্ঠী তালেবান।
একজন শিক্ষার্থী বিবিসিকে বলেন, আমরা কঠিন সময় পার করছি। তালেবানরা ভূমি দখলে নিচ্ছে এবং সরকার বাহিনী আকাশ পথ দখলে নিয়েছে।
গত সপ্তাহান্তে হেলমান্দের প্রাদেশিক কাউন্সিলর আতাউল্লাহ আফগান বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
এদিকে যে সব আফগান জনগণ বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন তাঁরা খাদ্য, পানি এবং ওষুধ সংকটে ভুগছেন।
গত ৬ আগস্ট থেকে গাজার জায়তুন ও সাবরা মহল্লায় ১ হাজারেরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস করেছে ইসরায়েল। এসব ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে শত শত মানুষ। চলমান গোলাবর্ষণ এবং প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় ওই এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
১৪ মিনিট আগেইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীরা গাজায় চলমান যুদ্ধ কৌশল নিয়ে সেনাপ্রধান ইয়াল জামিরের সঙ্গে উত্তপ্ত বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। তাঁরা মন্ত্রিসভার বৈঠকে প্রকাশ্যে গাজার জনগণকে অনাহারে রাখার পক্ষে মত দেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।
২৮ মিনিট আগেদক্ষিণ চীন সাগরে ক্রমাগত শক্তি সঞ্চয় করে ভিয়েতনাম ও চীনের উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কাজিকি। ঝড়ের তাণ্ডব মোকাবিলায় দুই দেশে লাখ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে ফ্লাইট, ব্যবসাপ্রতিষ্ঠান ও নৌযান চলাচল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা
১ ঘণ্টা আগেওয়াশিংটন ডিসিতে লবিং প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এ মাসের শুরুর দিকে তিন মাসের জন্য লবিং কার্যক্রম চালাতে মারকিউরি পাবলিক অ্যাফেয়ার্সের সঙ্গে চুক্তি করেছে ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস।
৪ ঘণ্টা আগে