Ajker Patrika

কাবুল বিমানবন্দরে ফিরলেন ১২ আফগান নারী কর্মী 

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৫১
কাবুল বিমানবন্দরে ফিরলেন ১২ আফগান নারী কর্মী 

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে কর্মস্থলে ফিরেছেন ১২ আফগান নারী। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার প্রায় এক মাস পর তাঁরা কাজে ফিরেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের নারীদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপত্তার জন্য ঘরে থাকতে বলেছিল।

গত ১৫ আগস্টের আগে কাবুল বিমানবন্দরে ৮০ জন কাজ করলেও বর্তমানে ফিরেছেন মাত্র ১২ জন। 

এ নিয়ে কাবুল বিমানবন্দরের কর্মী তিন সন্তানের মা ৩৫ বছর বয়সী রাবিয়া বলেন, পরিবার চালানোর জন্য টাকার দরকার। বাড়িতে থাকতে খুব উদ্বিগ্ন ছিলাম। তবে এখন ভালো লাগছে।  
  
এএফপির প্রতিবেদনে বলা হয়, গত শনিবার কাবুল বিমানবন্দরের প্রধান প্রবেশপথে ছয় নারীকে দেখা গেছে, যাঁরা স্থানীয় ফ্লাইটের জন্য নারী যাত্রীদের তল্লাশির কাজে নিয়োজিত ছিলেন।

রাবিয়ার ৪৯ বছর বয়সী বোন কুদসিয়া জামাল বলেন, `তালেবানকে ক্ষমতায় দেখে আমি ভীত। আমার পরিবারও আমার জন্য শঙ্কায় রয়েছে। তারা বলেছিল, যাতে আমি কাজে না ফিরি। তবে আমি এখন কাজে ফিরতে পেরে খুশি।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত