সিঙ্গাপুরে অভিবাসী মহলে ব্যাপক পরিচিত মুখ বাংলাদেশি ফজলে এলাহী। বন্ধুদের কাছে তিনি রুবেল নামেও পরিচিত ছিলেন। সিঙ্গাপুরে প্রবাসী শ্রমিকদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রন্থাগার প্রতিষ্ঠা করা ৩৮ বছর বয়সী রুবেল গত মঙ্গলবার মারা গেছেন। উদ্যমী, প্রাণোচ্ছল এই বাংলাদেশি সিঙ্গাপুরের অভিবাসী মহলে এক অনুকরণীয় ব্যক্তিত্ব ও অনুপ্রেরণার উৎস।
সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম সিএনএ—এর প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধুদের কাছে ফজলে এলাহী রুবেল নামেও পরিচিত। ২০২২ সালে তাঁর কোলন ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার পরও ক্যানসার ছড়িয়ে যেতে থাকে। তারপরও তিনি থেমে থাকেননি। উদ্যমী এই বাংলাদেশি ২০২৩ সালে সিঙ্গাপুরে ‘মাইগ্র্যান্ট কালচারাল শো’ সংগঠিত করতে সহায়তা করেন। কিছুদিন পর দেশে ফিরে যান।
সিঙ্গাপুর ছাড়ার আগে রুবেল বলেন, ‘আমি একদিন ফিরে এসে দেখতে চাই যে, এই দেশ অভিবাসী শ্রমিকদের আরও ভালোভাবে গ্রহণ করছে।’ তিনি বলেন, ‘এই শহর এবং এখানকার মানুষ আমাকে ভালোবেসেছে। ঠিক একইভাবে আমিও এই শহর এবং এখানকার মানুষকে ভালোবাসি।’
ফজলে এলাহীর ক্যানসার চিকিৎসার জন্য সিঙ্গাপুরের জনগণ অর্থ সংগ্রহ করেছিল। এই অর্থ দিয়ে তিনি ভারতে চিকিৎসাও নিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশ্য জীবনের শেষ দিনগুলো তিনি তাঁর পরিবারের সঙ্গে কাটাতে পেরেছেন।
সিঙ্গাপুরের সাবেক এমপি অ্যান্থিয়া অং বলেন, ‘আমি কৃতজ্ঞ যে, তহবিল সংগ্রহের প্রচেষ্টা তাঁকে পরিবারের সঙ্গে ১৮ মাস কাটানোর সুযোগ দিয়েছে, বিশেষ করে তাঁর ছেলে রিহানের সঙ্গে। তিনি রিহানের জন্য বেঁচে থাকার প্রবল ইচ্ছা পোষণ করতেন।’
রুবেলের সঙ্গে সাংস্কৃতিক শো শুরু করেছিলেন একে জিলানী। তিনি বলেন, ‘ফজলে এলাহী ছিলেন খুব সাহসী এবং অত্যন্ত সদয় প্রাণ ব্যক্তি। তাঁর সঙ্গে পরিচয়ের পর আমি নিজেও বদলে যাই।’ আরেক সংগঠক ইউলিয়াতুন সুরাজি বলেন, ‘তিনি সবাইকে দেখাতে চেয়েছিলেন যে, অভিবাসী শ্রমিকেরা সিঙ্গাপুরে বড় অবদান রেখে চলেছে।’
এমপি অং জানান, ফজলে এলাহী সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে প্রথম অভিবাসী শ্রমিক হিসেবে আমাদের দেশে স্থায়ী বাসিন্দা হওয়ার স্বপ্ন দেখতেন। তিনি বিএসএ ডিপ্লোমা সম্পন্ন করেছিলেন এবং কেমোথেরাপির মাঝেও শতভাগ উপস্থিতি বজায় রেখেছিলেন।
নোয়াখালীতে জন্মগ্রহণ করা ফজলে এলাহী ২০০৯ সালে সিঙ্গাপুরে যান। ২০১৫ সালে তিনি অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ শুরু করেন এবং ২০১৭ সালে ‘মাইগ্র্যান্ট লাইব্রেরি সিঙ্গাপুর’ প্রতিষ্ঠা করেন। ২০১৮ সালে তিনি ‘মাইগ্র্যান্ট কালচারাল শো’ চালু করেন, যা শ্রমিকদের প্রতিভা প্রদর্শনের মঞ্চ হিসেবে গড়ে ওঠে।
একে জিলানী বলেন, ‘তিনি আমাদের দেখিয়েছেন, আমাদের নিজেদের সক্ষমতা আছে, আমরা নিজেরাই নিজেদের নেতা হতে পারি। তিনি দেখিয়েছেন, আমাদের অন্যদের ওপর নির্ভর করতে হবে না, আমরাই নিজেদের এগিয়ে নিতে পারি।’
সিঙ্গাপুরে অভিবাসী মহলে ব্যাপক পরিচিত মুখ বাংলাদেশি ফজলে এলাহী। বন্ধুদের কাছে তিনি রুবেল নামেও পরিচিত ছিলেন। সিঙ্গাপুরে প্রবাসী শ্রমিকদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রন্থাগার প্রতিষ্ঠা করা ৩৮ বছর বয়সী রুবেল গত মঙ্গলবার মারা গেছেন। উদ্যমী, প্রাণোচ্ছল এই বাংলাদেশি সিঙ্গাপুরের অভিবাসী মহলে এক অনুকরণীয় ব্যক্তিত্ব ও অনুপ্রেরণার উৎস।
সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম সিএনএ—এর প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধুদের কাছে ফজলে এলাহী রুবেল নামেও পরিচিত। ২০২২ সালে তাঁর কোলন ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার পরও ক্যানসার ছড়িয়ে যেতে থাকে। তারপরও তিনি থেমে থাকেননি। উদ্যমী এই বাংলাদেশি ২০২৩ সালে সিঙ্গাপুরে ‘মাইগ্র্যান্ট কালচারাল শো’ সংগঠিত করতে সহায়তা করেন। কিছুদিন পর দেশে ফিরে যান।
সিঙ্গাপুর ছাড়ার আগে রুবেল বলেন, ‘আমি একদিন ফিরে এসে দেখতে চাই যে, এই দেশ অভিবাসী শ্রমিকদের আরও ভালোভাবে গ্রহণ করছে।’ তিনি বলেন, ‘এই শহর এবং এখানকার মানুষ আমাকে ভালোবেসেছে। ঠিক একইভাবে আমিও এই শহর এবং এখানকার মানুষকে ভালোবাসি।’
ফজলে এলাহীর ক্যানসার চিকিৎসার জন্য সিঙ্গাপুরের জনগণ অর্থ সংগ্রহ করেছিল। এই অর্থ দিয়ে তিনি ভারতে চিকিৎসাও নিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশ্য জীবনের শেষ দিনগুলো তিনি তাঁর পরিবারের সঙ্গে কাটাতে পেরেছেন।
সিঙ্গাপুরের সাবেক এমপি অ্যান্থিয়া অং বলেন, ‘আমি কৃতজ্ঞ যে, তহবিল সংগ্রহের প্রচেষ্টা তাঁকে পরিবারের সঙ্গে ১৮ মাস কাটানোর সুযোগ দিয়েছে, বিশেষ করে তাঁর ছেলে রিহানের সঙ্গে। তিনি রিহানের জন্য বেঁচে থাকার প্রবল ইচ্ছা পোষণ করতেন।’
রুবেলের সঙ্গে সাংস্কৃতিক শো শুরু করেছিলেন একে জিলানী। তিনি বলেন, ‘ফজলে এলাহী ছিলেন খুব সাহসী এবং অত্যন্ত সদয় প্রাণ ব্যক্তি। তাঁর সঙ্গে পরিচয়ের পর আমি নিজেও বদলে যাই।’ আরেক সংগঠক ইউলিয়াতুন সুরাজি বলেন, ‘তিনি সবাইকে দেখাতে চেয়েছিলেন যে, অভিবাসী শ্রমিকেরা সিঙ্গাপুরে বড় অবদান রেখে চলেছে।’
এমপি অং জানান, ফজলে এলাহী সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে প্রথম অভিবাসী শ্রমিক হিসেবে আমাদের দেশে স্থায়ী বাসিন্দা হওয়ার স্বপ্ন দেখতেন। তিনি বিএসএ ডিপ্লোমা সম্পন্ন করেছিলেন এবং কেমোথেরাপির মাঝেও শতভাগ উপস্থিতি বজায় রেখেছিলেন।
নোয়াখালীতে জন্মগ্রহণ করা ফজলে এলাহী ২০০৯ সালে সিঙ্গাপুরে যান। ২০১৫ সালে তিনি অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ শুরু করেন এবং ২০১৭ সালে ‘মাইগ্র্যান্ট লাইব্রেরি সিঙ্গাপুর’ প্রতিষ্ঠা করেন। ২০১৮ সালে তিনি ‘মাইগ্র্যান্ট কালচারাল শো’ চালু করেন, যা শ্রমিকদের প্রতিভা প্রদর্শনের মঞ্চ হিসেবে গড়ে ওঠে।
একে জিলানী বলেন, ‘তিনি আমাদের দেখিয়েছেন, আমাদের নিজেদের সক্ষমতা আছে, আমরা নিজেরাই নিজেদের নেতা হতে পারি। তিনি দেখিয়েছেন, আমাদের অন্যদের ওপর নির্ভর করতে হবে না, আমরাই নিজেদের এগিয়ে নিতে পারি।’
এদিন রাখিবন্ধন উপলক্ষে ভারতের গুরুগ্রামভিত্তিক ১২ বছরের পুরোনো কুইক-কমার্স কোম্পানি ব্লিংকিট, যা শহুরে মধ্যবিত্তের কেনাকাটার ধরন বদলে দিয়েছে, সেখানে কার্ল মার্ক্স ও ফ্রেডরিক এঙ্গেলস রচিত ‘দ্য কমিউনিস্ট মেনিফেস্টো’ সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্রের প্রথম খণ্ডের সঙ্গে ‘গিফট ফর সিস্টার্স’ বা ‘বোনদের...
৭ ঘণ্টা আগেইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে গত কয়েক মাসে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির বিচার বিভাগ আজ শনিবার এ তথ্য জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এদের প্রতি কোনো দয়া দেখানো হবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
৮ ঘণ্টা আগেইউক্রেন এক বিন্দু পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শনিবার ভোরে তিনি বলেছেন, ইউক্রেনীয়রা তাদের জমি দখলদারদের হাতে তুলে দেবে না। এক ইঞ্চিও না।
৯ ঘণ্টা আগেগত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একাধিক পোস্ট করে স্বামীর প্রতি সহানুভূতি দেখানোর আহ্বান জানান আবির। তাঁর স্বামীর সাজা ঘোষণার কয়েক দিন পর এই পোস্ট করেন তিনি। পাকিস্তানে বসবাসরত আবিরের ইনস্টাগ্রাম ও টিকটক মিলিয়ে অনুসারী রয়েছে ৫ লাখের বেশি।
১০ ঘণ্টা আগে