আফগানিস্তানে তালেবান সরকারের হাতে বন্দী দুই নারী অধিকারকর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে জাতিসংঘ। আজ মঙ্গলবার প্রায় এক মাসেরও বেশি সময় ধরে বন্দী থাকা এ দুই অধিকার কর্মীকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। তাঁদের আটকের কোনো কারণ দেখায়নি তালেবান সরকার।
তালেবান সরকার প্রায় সব ক্ষেত্র থেকেই নারীদের নিষিদ্ধ করেছে। ষষ্ঠ শ্রেণির পর থেকে মেয়েদের পড়াশোনাও নিষিদ্ধ আফগানিস্তানে। ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে তালেবান সরকার।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে নিযুক্ত বিশেষ প্রতিনিধি রিচার্ড বেনেটসহ জাতিসংঘ বিশেষজ্ঞরা নেদা পারওয়ান ও ঝোলিয়া পারসি এবং তাঁদের পরিবারের মুক্তিকে জরুরি বলে উল্লেখ করেছেন। তাঁদের আইনি কোনো সহযোগিতা দেওয়া হয়নি, কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি বা আদালতে হাজির করা হয়নি বলে উল্লেখ করেছেন তাঁরা।
বিশেষজ্ঞরা বলেন, ‘আমরা তাঁদের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে উদ্বিগ্ন।’ তাঁরা তালেবান সরকারকে অধিকার ও স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করতে আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, অধিকারকর্মীদের আটকের কোনো যৌক্তিকতা নেই।
বিশেষজ্ঞরা বলছেন, ভিন্নমত প্রকাশ করার জন্য স্বাধীনতা জনগণের স্বাধীনতা খর্ব করা যাবে না। বিশেষ করে লিঙ্গবৈষম্যের কারণে নারী অধিকারকর্মীরা ঝুঁকিতে রয়েছেন।
বিশেষজ্ঞরা ফরাসি–আফগান সাংবাদিক মরতাজা বেহবুদি এবং আন্দোলনকর্মী ও বেসরকারি সংস্থা পেন পাথের প্রতিষ্ঠাতা মতিউল্লাহ ওয়েসার মুক্তিকে স্বাগত জানিয়েছেন। পেন পাথ নারী শিক্ষা নিয়ে কাজ করে।
ওয়েসাকে সাত মাস আগে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি সব সময় নারী শিক্ষার অধিকার নিয়ে সোচ্চার ছিলেন। তিনি তালেবান সরকারকে নারী শিক্ষার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বারবার আহ্বান জানিয়েছিলেন।
বিশ্বে আফগানিস্তানই একমাত্র দেশ যেখানে নারী শিক্ষার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
আফগানিস্তানে তালেবান সরকারের হাতে বন্দী দুই নারী অধিকারকর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে জাতিসংঘ। আজ মঙ্গলবার প্রায় এক মাসেরও বেশি সময় ধরে বন্দী থাকা এ দুই অধিকার কর্মীকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। তাঁদের আটকের কোনো কারণ দেখায়নি তালেবান সরকার।
তালেবান সরকার প্রায় সব ক্ষেত্র থেকেই নারীদের নিষিদ্ধ করেছে। ষষ্ঠ শ্রেণির পর থেকে মেয়েদের পড়াশোনাও নিষিদ্ধ আফগানিস্তানে। ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে তালেবান সরকার।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে নিযুক্ত বিশেষ প্রতিনিধি রিচার্ড বেনেটসহ জাতিসংঘ বিশেষজ্ঞরা নেদা পারওয়ান ও ঝোলিয়া পারসি এবং তাঁদের পরিবারের মুক্তিকে জরুরি বলে উল্লেখ করেছেন। তাঁদের আইনি কোনো সহযোগিতা দেওয়া হয়নি, কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি বা আদালতে হাজির করা হয়নি বলে উল্লেখ করেছেন তাঁরা।
বিশেষজ্ঞরা বলেন, ‘আমরা তাঁদের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে উদ্বিগ্ন।’ তাঁরা তালেবান সরকারকে অধিকার ও স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করতে আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, অধিকারকর্মীদের আটকের কোনো যৌক্তিকতা নেই।
বিশেষজ্ঞরা বলছেন, ভিন্নমত প্রকাশ করার জন্য স্বাধীনতা জনগণের স্বাধীনতা খর্ব করা যাবে না। বিশেষ করে লিঙ্গবৈষম্যের কারণে নারী অধিকারকর্মীরা ঝুঁকিতে রয়েছেন।
বিশেষজ্ঞরা ফরাসি–আফগান সাংবাদিক মরতাজা বেহবুদি এবং আন্দোলনকর্মী ও বেসরকারি সংস্থা পেন পাথের প্রতিষ্ঠাতা মতিউল্লাহ ওয়েসার মুক্তিকে স্বাগত জানিয়েছেন। পেন পাথ নারী শিক্ষা নিয়ে কাজ করে।
ওয়েসাকে সাত মাস আগে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি সব সময় নারী শিক্ষার অধিকার নিয়ে সোচ্চার ছিলেন। তিনি তালেবান সরকারকে নারী শিক্ষার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বারবার আহ্বান জানিয়েছিলেন।
বিশ্বে আফগানিস্তানই একমাত্র দেশ যেখানে নারী শিক্ষার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ৪৪ বছর বয়সী অ্যাশলি ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে দেশটির প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম এক্স মাধ্যমে পরপর তিনটি পোস্ট দিয়েছেন। এসব পোস্টে তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
২ ঘণ্টা আগেইউক্রেনের সীমানা জোর করে পরিবর্তন করা যাবে না বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। এই সতর্কতা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন ইস্যুতে আসন্ন আলাস্কা সম্মেলনের তিন দিন আগে।
২ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধের কারণে শ্রমিক সংকট মোকাবিলায় হাজার হাজার উত্তর কোরিয়ানকে রাশিয়ায় পাঠানো হয়েছে। তবে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, রাশিয়ায় পৌঁছানোর পর দাসের মতো শর্তে কাজ করানো হচ্ছে উত্তর কোরিয়ার শ্রমিকদের।
৩ ঘণ্টা আগে