Ajker Patrika

সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। মক্কার পবিত্র কাবা শরিফ ও মদিনা মসজিদে নববীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। 

সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইরাক, মিশর, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। করোনার কারণে বিধিনিষেধের মধ্যেই ঈদের নামাজ শেষে পশু কোরবানির মাধ্যমে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। 

এর আগে সোমবার (১৯ জুলাই) সৌদি আরবে আরাফাতে হজের মূল আনুষ্ঠানিকতা পালিত হয়। করোনা মহামারিতে দ্বিতীয় বছরের মতো অনুষ্ঠিত হয় পবিত্র হজ।। কঠোর স্বাস্থ্যবিধি মেনে এবার হজে অংশ নেন ৬০ হাজার মুসল্লি। রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রিযাপন করেন হাজিরা। স্থানীয় সময় ফজর নামাজ শেষে শয়তানকে লক্ষ্য করে পাথর ছুড়বেন তারা। পরে সাফা মারওয়া প্রদক্ষিণ শেষে পশু কোরবানি করবেন। 

এ বছর হজের অনুমতি পাওয়া সবাই কোভিড-১৯ টিকার দুটি ডোজই নিয়েছেন। তাঁরা সবাই সৌদি আরবের নাগরিক ও বাসিন্দা। শুধু ১৮ থেকে ৬৫ বছর বয়সীরাই এবারের হজের অনুমতি পেয়েছেন। সৌদি আরবের বাইরে থাকেন এমন কেউ এ বছর হজের অনুমতি পাননি।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত