১২০ বছর পরও নেতার মাথার খুলি ফেরত চায় নান্দি উপজাতি
১৯০৫ সালে এক ব্রিটিশ ঔপনিবেশিক অফিসার কোইতালেল আরাপ সামোয়িকে হত্যা করেছিলেন। কোইতালেল ছিলেন কেনিয়ার নান্দি উপজাতির সর্বোচ্চ নেতা। মৌখিক ইতিহাস অনুযায়ী, হত্যার পর তাঁর মাথার খুলিটি যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়েছিল। এর পর থেকে এখন পর্যন্ত নেতার মাথার খুলি ফেরত পেতে এক দীর্ঘ অনুসন্ধানের মধ্য দিয়ে যাচ্ছে ও