বতসোয়ানায় অবস্থিত কানাডিয়ান ফার্ম লুকারা ডায়মন্ডের মালিকানাধীন একটি খনি থেকে ২ হাজার ৪৯২ ক্যারেটের একটি হীরা আবিষ্কার করা হয়েছে। বলা হচ্ছে, এখন পর্যন্ত বিভিন্ন খনি থেকে যত হীরা পাওয়া গেছে—তার মধ্যে এটিই দ্বিতীয় বৃহত্তম।
বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া ৩ হাজার ১০৬ ক্যারেটের কুলিনান হীরাটিই এখন পর্যন্ত সবচেয়ে বড়। ওই হিরাটি কেটে ৯ টুকরো করা হয়েছিল। এসব টুকরোর অনেকগুলো পরে ব্রিটিশ রাজমুকুটে স্থাপন করা হয়।
সর্বশেষ বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনের প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে অবস্থিত কারোই খনি থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হীরাটি পাওয়া গেছে। দেশটিতে এর আগে ২০১৯ সালে একই খনি থেকে ১ হাজার ৭৫৮ ক্যারেটের আরেকটি হীরা পাওয়া গিয়েছিল।
বিবিসি জানিয়েছে, বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদক দেশগুলোর মধ্যে বতসোয়ানা অন্যতম। বিশ্বে যত হীরা আবিষ্কার করা হয় এর ২০ শতাংশই আসে এই দেশ থেকে।
হিরা কোম্পানি লুকারা ডায়মন্ড এক বিবৃতিতে বলেছে, নতুন হীরাটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় রুক্ষ হিরাগুলোর একটি। এই কোম্পানির প্রধান উইলিয়াম ল্যাম্ব বলেছেন, ‘আমরা এই অসাধারণ ২ হাজার ৪৯২ ক্যারেটের হীরা আবিষ্কার নিয়ে আনন্দিত।’
লুকারার মেগা ডায়মন্ড রিকভারি এক্স-রে প্রযুক্তি ব্যবহার করে হীরাটি শনাক্ত করা হয়েছে বলে জানান ল্যাম্ব। এই প্রযুক্তি ব্যবহার করে ২০১৭ সাল থেকে উচ্চ মূল্যের হীরা শনাক্ত এবং সংরক্ষণ করা হচ্ছে, যেন আকরিক চূর্ণ করার সময় হীরাগুলো ভেঙে না যায়।
সদ্য পাওয়া হীরাটির রত্নগুণ এবং এর মূল্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি লুকারা ডায়মন্ড। এর আগে ২০১৯ সালে পাওয়া তাদের ১ হাজার ৭৫৮ ক্যারেটের হীরাটি কিনে নিয়েছিল ফরাসি ফ্যাশন ব্র্যান্ড লুই ভিটন। তবে কত মূল্যে এটি বিক্রি হয়েছিল তা এখনো অপ্রকাশিত। তবে ২০১৬ সালে একই খনি থেকে আবিষ্কৃত ১ হাজার ১০৯ ক্যারেটের আরেকটি হীরা ৫৩ মিলিয়ন ডলারে কিনে নিয়েছিলেন লন্ডনের জুয়েলারি প্রতিষ্ঠান গ্রাফ ডায়মন্ডসের চেয়ারম্যান লরেন্স গ্রাফ।
বতসোয়ানায় অবস্থিত কানাডিয়ান ফার্ম লুকারা ডায়মন্ডের মালিকানাধীন একটি খনি থেকে ২ হাজার ৪৯২ ক্যারেটের একটি হীরা আবিষ্কার করা হয়েছে। বলা হচ্ছে, এখন পর্যন্ত বিভিন্ন খনি থেকে যত হীরা পাওয়া গেছে—তার মধ্যে এটিই দ্বিতীয় বৃহত্তম।
বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া ৩ হাজার ১০৬ ক্যারেটের কুলিনান হীরাটিই এখন পর্যন্ত সবচেয়ে বড়। ওই হিরাটি কেটে ৯ টুকরো করা হয়েছিল। এসব টুকরোর অনেকগুলো পরে ব্রিটিশ রাজমুকুটে স্থাপন করা হয়।
সর্বশেষ বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনের প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে অবস্থিত কারোই খনি থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হীরাটি পাওয়া গেছে। দেশটিতে এর আগে ২০১৯ সালে একই খনি থেকে ১ হাজার ৭৫৮ ক্যারেটের আরেকটি হীরা পাওয়া গিয়েছিল।
বিবিসি জানিয়েছে, বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদক দেশগুলোর মধ্যে বতসোয়ানা অন্যতম। বিশ্বে যত হীরা আবিষ্কার করা হয় এর ২০ শতাংশই আসে এই দেশ থেকে।
হিরা কোম্পানি লুকারা ডায়মন্ড এক বিবৃতিতে বলেছে, নতুন হীরাটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় রুক্ষ হিরাগুলোর একটি। এই কোম্পানির প্রধান উইলিয়াম ল্যাম্ব বলেছেন, ‘আমরা এই অসাধারণ ২ হাজার ৪৯২ ক্যারেটের হীরা আবিষ্কার নিয়ে আনন্দিত।’
লুকারার মেগা ডায়মন্ড রিকভারি এক্স-রে প্রযুক্তি ব্যবহার করে হীরাটি শনাক্ত করা হয়েছে বলে জানান ল্যাম্ব। এই প্রযুক্তি ব্যবহার করে ২০১৭ সাল থেকে উচ্চ মূল্যের হীরা শনাক্ত এবং সংরক্ষণ করা হচ্ছে, যেন আকরিক চূর্ণ করার সময় হীরাগুলো ভেঙে না যায়।
সদ্য পাওয়া হীরাটির রত্নগুণ এবং এর মূল্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি লুকারা ডায়মন্ড। এর আগে ২০১৯ সালে পাওয়া তাদের ১ হাজার ৭৫৮ ক্যারেটের হীরাটি কিনে নিয়েছিল ফরাসি ফ্যাশন ব্র্যান্ড লুই ভিটন। তবে কত মূল্যে এটি বিক্রি হয়েছিল তা এখনো অপ্রকাশিত। তবে ২০১৬ সালে একই খনি থেকে আবিষ্কৃত ১ হাজার ১০৯ ক্যারেটের আরেকটি হীরা ৫৩ মিলিয়ন ডলারে কিনে নিয়েছিলেন লন্ডনের জুয়েলারি প্রতিষ্ঠান গ্রাফ ডায়মন্ডসের চেয়ারম্যান লরেন্স গ্রাফ।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৫ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৬ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে