Ajker Patrika

সুদানে বাঁধ ভেঙে ২০ গ্রামের ৫৮ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত, নিহত ১৩২ 

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ২২: ৪০
সুদানে বাঁধ ভেঙে ২০ গ্রামের ৫৮ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত, নিহত ১৩২ 

আফ্রিকার দেশ সুদানের পূর্বাঞ্চলে বাঁধ ভেঙে গিয়ে বন্যার তোড়ে অন্তত ২০টি গ্রাম ভেসে গেছে। ফলে অন্তত ৫৮ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ১৩২ জন। লন্ডন থেকে পরিচালিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

পোর্ট সুদানের মিঠা পানির অন্যতম প্রাথমিক উৎস একটি জলাধারের মুখে অবস্থিত আরবাত বাঁধটি কয়েক মাস মৌসুমি বৃষ্টির পর গতকাল সোমবার ভেঙে পড়ে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়কের কার্যালয় (ওসিএইচএ) আজ মঙ্গলবার জানিয়েছে যে, এতে প্রায় ২৭ হাজার বাড়ি ধ্বংস হয়েছে ও ৩১ হাজার ২৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ওসিএইচএ এক বিবৃতিতে বলেছে, ‘প্রাথমিক প্রতিবেদনগুলো থেকে বোঝা যাচ্ছে, বাঁধ ভেঙে যাওয়ার ফলে জলাধারের পানি সম্পূর্ণরূপে বের হয়ে এসেছে। এর ফলে, প্রায় ভাটিতে থাকা ২০টি গ্রামের জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’ সংস্থাটি জানিয়েছে, বিগত কয়েক মাসে, সুদানজুড়ে বন্যা ও ভারী বৃষ্টিতে ৩ লাখ ১৭ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত ও ১ লাখ ১৮ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এদিকে সুদান সরকার জানিয়েছে, বাঁধ ধসের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ১৩২ জনের মৃত্যু হয়েছে। তাদের অনুমান, বাঁধের ভাটিতে পশ্চিম দিকে বসবাসকারী প্রায় ৫০ হাজার মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জলাধারের পূর্ব তীরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। বাঁধটি ২০০৩ সালে শুষ্ক মৌসুমে ব্যবহারের জন্য বৃষ্টির পানি ধরে রাখার জন্য নির্মিত হয়েছিল। বিগত কয়েক বছর ধরে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়নি বলে অভিযোগ আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত