আফ্রিকার দেশ সুদানের পূর্বাঞ্চলে বাঁধ ভেঙে গিয়ে বন্যার তোড়ে অন্তত ২০টি গ্রাম ভেসে গেছে। ফলে অন্তত ৫৮ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ১৩২ জন। লন্ডন থেকে পরিচালিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পোর্ট সুদানের মিঠা পানির অন্যতম প্রাথমিক উৎস একটি জলাধারের মুখে অবস্থিত আরবাত বাঁধটি কয়েক মাস মৌসুমি বৃষ্টির পর গতকাল সোমবার ভেঙে পড়ে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়কের কার্যালয় (ওসিএইচএ) আজ মঙ্গলবার জানিয়েছে যে, এতে প্রায় ২৭ হাজার বাড়ি ধ্বংস হয়েছে ও ৩১ হাজার ২৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওসিএইচএ এক বিবৃতিতে বলেছে, ‘প্রাথমিক প্রতিবেদনগুলো থেকে বোঝা যাচ্ছে, বাঁধ ভেঙে যাওয়ার ফলে জলাধারের পানি সম্পূর্ণরূপে বের হয়ে এসেছে। এর ফলে, প্রায় ভাটিতে থাকা ২০টি গ্রামের জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’ সংস্থাটি জানিয়েছে, বিগত কয়েক মাসে, সুদানজুড়ে বন্যা ও ভারী বৃষ্টিতে ৩ লাখ ১৭ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত ও ১ লাখ ১৮ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
এদিকে সুদান সরকার জানিয়েছে, বাঁধ ধসের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ১৩২ জনের মৃত্যু হয়েছে। তাদের অনুমান, বাঁধের ভাটিতে পশ্চিম দিকে বসবাসকারী প্রায় ৫০ হাজার মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জলাধারের পূর্ব তীরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। বাঁধটি ২০০৩ সালে শুষ্ক মৌসুমে ব্যবহারের জন্য বৃষ্টির পানি ধরে রাখার জন্য নির্মিত হয়েছিল। বিগত কয়েক বছর ধরে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়নি বলে অভিযোগ আছে।
আফ্রিকার দেশ সুদানের পূর্বাঞ্চলে বাঁধ ভেঙে গিয়ে বন্যার তোড়ে অন্তত ২০টি গ্রাম ভেসে গেছে। ফলে অন্তত ৫৮ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ১৩২ জন। লন্ডন থেকে পরিচালিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পোর্ট সুদানের মিঠা পানির অন্যতম প্রাথমিক উৎস একটি জলাধারের মুখে অবস্থিত আরবাত বাঁধটি কয়েক মাস মৌসুমি বৃষ্টির পর গতকাল সোমবার ভেঙে পড়ে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়কের কার্যালয় (ওসিএইচএ) আজ মঙ্গলবার জানিয়েছে যে, এতে প্রায় ২৭ হাজার বাড়ি ধ্বংস হয়েছে ও ৩১ হাজার ২৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওসিএইচএ এক বিবৃতিতে বলেছে, ‘প্রাথমিক প্রতিবেদনগুলো থেকে বোঝা যাচ্ছে, বাঁধ ভেঙে যাওয়ার ফলে জলাধারের পানি সম্পূর্ণরূপে বের হয়ে এসেছে। এর ফলে, প্রায় ভাটিতে থাকা ২০টি গ্রামের জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’ সংস্থাটি জানিয়েছে, বিগত কয়েক মাসে, সুদানজুড়ে বন্যা ও ভারী বৃষ্টিতে ৩ লাখ ১৭ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত ও ১ লাখ ১৮ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
এদিকে সুদান সরকার জানিয়েছে, বাঁধ ধসের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ১৩২ জনের মৃত্যু হয়েছে। তাদের অনুমান, বাঁধের ভাটিতে পশ্চিম দিকে বসবাসকারী প্রায় ৫০ হাজার মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জলাধারের পূর্ব তীরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। বাঁধটি ২০০৩ সালে শুষ্ক মৌসুমে ব্যবহারের জন্য বৃষ্টির পানি ধরে রাখার জন্য নির্মিত হয়েছিল। বিগত কয়েক বছর ধরে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়নি বলে অভিযোগ আছে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৯ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৯ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
১১ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
১১ ঘণ্টা আগে