নাইজারের আগাদেজ শহরে কাদামাটি দিয়ে বিশেষভাবে তৈরি ওই মসজিদটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে ইউনেসকো। তবে বন্যার কারণে এই মসজিদ এখন হুমকির মুখে। সাহারা মরুভূমির এক প্রান্তে অবস্থিত ওই এলাকার নদীগুলো উপচে পড়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এএফপির তথ্যমতে, নাইজারের এবারের বর্ষাকাল বিশেষভাবে বিধ্বংসী। ইতিমধ্যেই এই মৌসুমে ২৭০ জন নিহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার মানুষ।
প্রতিবেদনে বলা হয়েছে, নাইজারের আগাদেজ শহর মরুভূমির প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এই অঞ্চলে সাধারণত বৃষ্টিপাত খুবই বিরল। কিন্তু বিগত কয়েক দিন ধরে এখানে নিয়মিত এবং বিরামহীন বৃষ্টি হচ্ছে। এই শহরের সাবেক মেয়র আবদুরাহমানে তোরাওয়া এই বৃষ্টিপাতকে ‘আক্রমণাত্মক’ বলে অভিহিত করেছেন।
এএফপিকে আবদুরাহমানে বলেছেন, ‘আগাদেজের পুরোনো শহরটি অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পুকুরগুলো উপচে পড়েছে, অনেক বাড়ি ধসে গেছে। এমনকি গ্র্যান্ড মসজিদও রেহাই পায়নি।’
নাইজারের রাজধানী নিয়ামির প্রায় ১ হাজার কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত আগাদেজ শহরটি ট্রান্স-সাহারান কাফেলা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল ছিল। সেখানেই ১৬ শতকের একটি মসজিদের ওপর ৮৯ ফুট দীর্ঘ এবং সম্পূর্ণ কাদা-ইট দিয়ে তৈরি একটি মিনার রয়েছে। এএফপির হাতে আসা সাম্প্রতিক কিছু ছবিতে দেখা গেছে মসজিদের স্তম্ভগুলো পানিতে ক্ষয়ে গেছে এবং বিভিন্ন বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
মসজিদের মুয়াজ্জিন মাহামত সোলায়মান জানিয়েছেন, পুরোনো এই শহরটিতে পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা এবং রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে।
নাইজারের আগাদেজ শহরে কাদামাটি দিয়ে বিশেষভাবে তৈরি ওই মসজিদটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে ইউনেসকো। তবে বন্যার কারণে এই মসজিদ এখন হুমকির মুখে। সাহারা মরুভূমির এক প্রান্তে অবস্থিত ওই এলাকার নদীগুলো উপচে পড়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এএফপির তথ্যমতে, নাইজারের এবারের বর্ষাকাল বিশেষভাবে বিধ্বংসী। ইতিমধ্যেই এই মৌসুমে ২৭০ জন নিহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার মানুষ।
প্রতিবেদনে বলা হয়েছে, নাইজারের আগাদেজ শহর মরুভূমির প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এই অঞ্চলে সাধারণত বৃষ্টিপাত খুবই বিরল। কিন্তু বিগত কয়েক দিন ধরে এখানে নিয়মিত এবং বিরামহীন বৃষ্টি হচ্ছে। এই শহরের সাবেক মেয়র আবদুরাহমানে তোরাওয়া এই বৃষ্টিপাতকে ‘আক্রমণাত্মক’ বলে অভিহিত করেছেন।
এএফপিকে আবদুরাহমানে বলেছেন, ‘আগাদেজের পুরোনো শহরটি অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পুকুরগুলো উপচে পড়েছে, অনেক বাড়ি ধসে গেছে। এমনকি গ্র্যান্ড মসজিদও রেহাই পায়নি।’
নাইজারের রাজধানী নিয়ামির প্রায় ১ হাজার কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত আগাদেজ শহরটি ট্রান্স-সাহারান কাফেলা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল ছিল। সেখানেই ১৬ শতকের একটি মসজিদের ওপর ৮৯ ফুট দীর্ঘ এবং সম্পূর্ণ কাদা-ইট দিয়ে তৈরি একটি মিনার রয়েছে। এএফপির হাতে আসা সাম্প্রতিক কিছু ছবিতে দেখা গেছে মসজিদের স্তম্ভগুলো পানিতে ক্ষয়ে গেছে এবং বিভিন্ন বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
মসজিদের মুয়াজ্জিন মাহামত সোলায়মান জানিয়েছেন, পুরোনো এই শহরটিতে পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা এবং রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে।
ব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
১ ঘণ্টা আগেশচীন উত্তর প্রদেশের গাজিয়াবাদের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ছিলেন। পেটে চামচ ও টুথব্রাশ কীভাবে এল—জানতে চাইলে শচীন বলেন, ‘মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগীদের সামান্য পরিমাণ খাবার দেওয়া হতো। ক্ষুধার চোটে ক্ষুব্ধ হয়ে স্তূপ করা বাসনকোসন থেকে চামচ চুরি করে খেতাম।’
২ ঘণ্টা আগেরাশিয়ার ধনকুবের ব্যবসায়ী ও সাবেক কাস্টমস কর্মকর্তা বরিস আভাকিয়ান রহস্যজনকভাবে মারা গেছেন। ৪৩ বছর বয়সী বরিস ছিলেন ২০১৪ সালের ‘মিসেস ওয়ার্ল্ড’ জয়ী সুন্দরী ইউলিয়া ইয়োনিনার স্বামী। সম্প্রতি রাশিয়ার একটি আদালতে ৩ কোটি ৭০ লাখ পাউন্ডের জালিয়াতি মামলার বিচার চলাকালে বরিস সেখান থেকে পালান।
২ ঘণ্টা আগেফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে লিবিয়া থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত। তবে এ মামলায় আদালত সারকোজিকে অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করলেও দুর্নীতি ও অবৈধ প্রচার তহবিলের অভিযোগ থেকে অব্যাহতি দেন।
৩ ঘণ্টা আগে