Ajker Patrika

করোনায় আক্রান্ত দ. আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা 

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০৯: ৪০
করোনায় আক্রান্ত  দ. আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা 

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা (৬৯) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। কার্যালয় থেকে বলা হয়েছে, প্রেসিডেন্টের শরীরে করোনার মৃদু উপসর্গ ধরা পড়েছে। তিনি এখন চিকিৎসা নিচ্ছেন। 

প্রেসিডেন্ট রামাফোসা দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হলেন। গতকাল রোববার এক অনুষ্ঠান থেকে ফিরে অসুস্থ বোধ করেন। তিনি এখন কেপটাউনে সেলফ-আইসোলেশনে রয়েছেন। তাঁর চিকিৎসার দেখভাল করছে দক্ষিণ আফ্রিকার মিলিটারি হেলথ সার্ভিস। 

এদিকে রামাফোসা আগামী সপ্তাহের জন্য ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন বলে আল জাজিরার সংবাদে বলা হয়েছে।  

প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সংক্রমণটি ওমিক্রন ভেরিয়েন্ট কি না তা এখনো প্রেসিডেন্ট কার্যালয় জানায়নি। 

প্রেসিডেন্ট ও তাঁর টিমের সদস্যরা পশ্চিম আফ্রিকার চারটি দেশ সফর উপলক্ষে গত সপ্তাহে বেশ কয়েকবার করোনা পরীক্ষা করান। কয়েকজন প্রতিনিধির করোনা পজিটিভ ধরা পরায় নাইজেরিয়া থেকে তারা সরাসরি দেশে ফিরে আসেন। বাকিদের সঙ্গে রামাফোসারও নেগেটিভ রিপোর্ট আসে। 

গত ৮ ডিসেম্বর প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও অন্যরা দেশে ফেরেন। তখনো প্রেসিডেন্টের করোনা নেগেটিভ ছিলেন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত