Ajker Patrika

গাড়ি থেকে নগদ অর্থ কেড়ে নেওয়ার চেষ্টা, ১০ ডাকাত নিহত 

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১১: ০৭
গাড়ি থেকে নগদ অর্থ কেড়ে নেওয়ার চেষ্টা, ১০ ডাকাত নিহত 

দক্ষিণ আফ্রিকায় গাড়ি থেকে নগদ অর্থ কেড়ে নেওয়ার চেষ্টাকালে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ১০ ডাকাত নিহত হয়েছেন। গতকাল সোমবার দেশটি কর্তৃপক্ষ এমনটি জানায়।

দক্ষিণ আফ্রিকার পুলিশ বিভাগের মন্ত্রী ভেকি সেলে এর আগে জানিয়েছিলেন, অর্থ বহনকারী গাড়ি থেকে নগদ অর্থ কেড়ে নেওয়ার চেষ্টাকালে সন্দেহভাজন আটজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

তবে দেশটির স্বাধীন পুলিশ তদন্ত অধিদপ্তরের মুখপাত্র গ্রেস লাঙ্গা বলেন, নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। 

 বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ জোহানেসবার্গের রোসেটেনভিলের শহরতলিতে একটি পরিকল্পিত ডাকাতি প্রতিরোধ করতে হেলিকপ্টার মোতায়েন করে পুলিশ। 

ডাকাতেরা হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালালে পুলিশও সন্দেহভাজনদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়।

ভেকি সেলে সাংবাদিকদের বলেন, অতর্কিতভাবে তারা হেলিকপ্টারে হামলা চালায়। তারা পাইলটকে গুলি করে।

দক্ষিণ আফ্রিকার পুলিশ বিভাগের মন্ত্রী জানান, দক্ষিণ-পূর্ব কোয়াজুলু-নাটাল প্রদেশের পাশাপাশি প্রতিবেশী জিম্বাবুয়ে ও বতসোয়ানা থেকে আসা ২৫ সদস্যের একটি ডাকাত দল অর্থ কেড়ে নেওয়ার চেষ্টা করে। জীবিত অবস্থায় আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত