রুয়ান্ডা সেনাবাহিনীর সাবেক কর্নেল থিওনেস্টে বাগোসোরা (৮০) মারা গেছেন। তিনি ১৯৯৪ সালে ৮ লাখ মানুষকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে মালির একটি কারাগারে বন্দী ছিলেন। আজ রোববার ব্রিটিশভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গণহত্যা সংঘটিত হওয়ার সময় বাগোসোরা রুয়ান্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বড় দায়িত্বে ছিলেন। ১৯৯৪ সালের ৬ এপ্রিল রুয়ান্ডার তৎকালীন প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানাকে বহনকারী উড়োজাহাজ লক্ষ্য করে গুলি করা হয়। এ ঘটনায় প্রেসিডেন্টসহ উড়োজাহাজে থাকা সবাই নিহত হন। এরপর শুরু হয় গণহত্যা। মাত্র ১০০ দিনে প্রায় ৮ লাখ টুটসি ও প্রগতিশীল হুতুকে হত্যা করা হয়। দোষী সাব্যস্ত হওয়ায় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা (আইসিটিআর) বাগোসোরাকে প্রথমে আজীবন কারাদণ্ড দেয়। পরে অবশ্য সাজা কমিয়ে ৩৫ বছর করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক মালির কারা প্রশাসনের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এটি নিশ্চিত তাঁর (বাগোসোরা) বয়স ৮০ বছরের বেশি হয়েছিল। তিনি গুরুতর অসুস্থ ছিলেন। বেশ কয়েকবার তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং তিনবার অস্ত্রোপচারও করা হয়েছিল। একটি ক্লিনিকে তাঁর মৃত্যু হয়েছে।
থিওনেস্টে বাগোসোরার ছেলে আচিল বিবিসিকে বলেন, 'থিওনেস্টে বাগোসোরার মৃত্যু হয়েছে। বামাকোর একটি হাসপাতালে তিনি হার্টের সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন।'
রুয়ান্ডায় গণহত্যা চলার সময় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রধান ছিলেন জেনারেল রোমিও ডালেয়ার। তিনি বাগোসোরাকে গণহত্যার ‘মূল হোতা’ বলে বর্ণনা করেন। তিনি জানান, থিওনেস্টে বাগোসোরা তাঁকেও হত্যার হুমকি দিয়েছিলেন।
রুয়ান্ডা সেনাবাহিনীর সাবেক কর্নেল থিওনেস্টে বাগোসোরা (৮০) মারা গেছেন। তিনি ১৯৯৪ সালে ৮ লাখ মানুষকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে মালির একটি কারাগারে বন্দী ছিলেন। আজ রোববার ব্রিটিশভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গণহত্যা সংঘটিত হওয়ার সময় বাগোসোরা রুয়ান্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বড় দায়িত্বে ছিলেন। ১৯৯৪ সালের ৬ এপ্রিল রুয়ান্ডার তৎকালীন প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানাকে বহনকারী উড়োজাহাজ লক্ষ্য করে গুলি করা হয়। এ ঘটনায় প্রেসিডেন্টসহ উড়োজাহাজে থাকা সবাই নিহত হন। এরপর শুরু হয় গণহত্যা। মাত্র ১০০ দিনে প্রায় ৮ লাখ টুটসি ও প্রগতিশীল হুতুকে হত্যা করা হয়। দোষী সাব্যস্ত হওয়ায় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা (আইসিটিআর) বাগোসোরাকে প্রথমে আজীবন কারাদণ্ড দেয়। পরে অবশ্য সাজা কমিয়ে ৩৫ বছর করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক মালির কারা প্রশাসনের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এটি নিশ্চিত তাঁর (বাগোসোরা) বয়স ৮০ বছরের বেশি হয়েছিল। তিনি গুরুতর অসুস্থ ছিলেন। বেশ কয়েকবার তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং তিনবার অস্ত্রোপচারও করা হয়েছিল। একটি ক্লিনিকে তাঁর মৃত্যু হয়েছে।
থিওনেস্টে বাগোসোরার ছেলে আচিল বিবিসিকে বলেন, 'থিওনেস্টে বাগোসোরার মৃত্যু হয়েছে। বামাকোর একটি হাসপাতালে তিনি হার্টের সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন।'
রুয়ান্ডায় গণহত্যা চলার সময় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রধান ছিলেন জেনারেল রোমিও ডালেয়ার। তিনি বাগোসোরাকে গণহত্যার ‘মূল হোতা’ বলে বর্ণনা করেন। তিনি জানান, থিওনেস্টে বাগোসোরা তাঁকেও হত্যার হুমকি দিয়েছিলেন।
ইসরায়েলের তেল আবিবের কাছে আত্মহত্যা করেছেন ২০২৩ সালের ৭ অক্টোবর নোভা উৎসবে বেঁচে যাওয়া তরুণ রোই শালেভ। দুই বছর আগে ৩০ বছর বয়সী এই যুবকের সামনেই তাঁর প্রেমিকা মাপাল আদম এবং সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিলি সলোমনকে হত্যা করেছিল হামাস যোদ্ধারা।
৩ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের পর্যটন শহর শারম আল শেখে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এতে ট্রাম্প ও সিসি যৌথভাবে...
২৯ মিনিট আগেইসরায়েলের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির আওতায় মুক্তি পাওয়া বহু ফিলিস্তিনি বন্দীর পরিবার আনন্দের সঙ্গে তাঁদের প্রিয়জনের ফেরার অপেক্ষায় ছিল। কিন্তু সোমবারের (১৩ অক্টোবর) তাঁদের সেই আনন্দ বিষাদে পরিণত হয়েছে।
২ ঘণ্টা আগেস্থানীয় সময় সকাল ৮টা থেকে রেডক্রসের হাতে ২০ জন জীবিত ইসরায়েলি বন্দীকে হস্তান্তর করে হামাস। পরে তাঁদের ইসরায়েলে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ১ হাজার ৯৬৮ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল।
৩ ঘণ্টা আগে