ফিচার ডেস্ক
বিভিন্ন কারণে গ্যাস্ট্রিক, বদহজম, কোষ্ঠকাঠিন্য কিংবা অতিরিক্ত অ্যাসিডিটি দেখা যায় অনেকের। এমন অবস্থা থেকে মুক্তি দেবে কিছু ফল। সেগুলো হজম ঠিক রাখে, পেট ঠান্ডা রাখে এবং শরীরে পানির ঘাটতি পূরণে সাহায্য করে। এমন ফলগুলোর মধ্যে আছে—
আপেল
আপেলে আছে দুই ধরনের আঁশ, যা হজমে সাহায্য করে। এ ছাড়া এ ফল পেট পরিষ্কার করে ও গ্যাস কমায়। আপেল খোসাসহ খাওয়া ভালো। এতে আঁশ বেশি থাকে।
কলা
গরমে ঘাম বেশি হওয়ায় শরীরে পটাশিয়ামের ঘাটতি দেখা দেয়। কলা সেই ঘাটতি পূরণ করে এবং শরীরে পানির ভারসাম্য বজায় রাখে।
পেঁপে
পেঁপেতে আছে পাপাইন নামে একটি প্রাকৃতিক এনজাইম। এটি প্রোটিন হজমে সহায়তা করে। যাঁরা কোষ্ঠকাঠিন্যে ভোগেন, তাঁদের জন্য পেঁপে দারুণ উপকারী।
টক ফল
কমলা বা লেবুর মতো সাইট্রাসজাতীয় টক ফলে থাকে প্রচুর পানি, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। কমলায় থাকা দ্রবণীয় আঁশ হজমে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। লেবুপানি সকালে খেলে তা হজমে সহায়তা করে এবং শরীর ডিটক্স হয়।
আনারস
আনারসে রয়েছে ব্রোমেলেইন নামের একটি এনজাইম। এটি হজমে সাহায্য করে। এটি প্রোটিন ভাঙায় সহায়ক এবং পেটের ফোলা ভাব কমায়।
তরমুজজাতীয় ফল
এই ফলগুলোতে ৯০ শতাংশের বেশি পানি থাকে। শরীরে পানির ভারসাম্য ও তাপমাত্রা নিয়ন্ত্রণে এমন ফল ভালো কাজ করে। এ-জাতীয় ফল হজমে সহায়ক।
সূত্র: হেলথশট
বিভিন্ন কারণে গ্যাস্ট্রিক, বদহজম, কোষ্ঠকাঠিন্য কিংবা অতিরিক্ত অ্যাসিডিটি দেখা যায় অনেকের। এমন অবস্থা থেকে মুক্তি দেবে কিছু ফল। সেগুলো হজম ঠিক রাখে, পেট ঠান্ডা রাখে এবং শরীরে পানির ঘাটতি পূরণে সাহায্য করে। এমন ফলগুলোর মধ্যে আছে—
আপেল
আপেলে আছে দুই ধরনের আঁশ, যা হজমে সাহায্য করে। এ ছাড়া এ ফল পেট পরিষ্কার করে ও গ্যাস কমায়। আপেল খোসাসহ খাওয়া ভালো। এতে আঁশ বেশি থাকে।
কলা
গরমে ঘাম বেশি হওয়ায় শরীরে পটাশিয়ামের ঘাটতি দেখা দেয়। কলা সেই ঘাটতি পূরণ করে এবং শরীরে পানির ভারসাম্য বজায় রাখে।
পেঁপে
পেঁপেতে আছে পাপাইন নামে একটি প্রাকৃতিক এনজাইম। এটি প্রোটিন হজমে সহায়তা করে। যাঁরা কোষ্ঠকাঠিন্যে ভোগেন, তাঁদের জন্য পেঁপে দারুণ উপকারী।
টক ফল
কমলা বা লেবুর মতো সাইট্রাসজাতীয় টক ফলে থাকে প্রচুর পানি, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। কমলায় থাকা দ্রবণীয় আঁশ হজমে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। লেবুপানি সকালে খেলে তা হজমে সহায়তা করে এবং শরীর ডিটক্স হয়।
আনারস
আনারসে রয়েছে ব্রোমেলেইন নামের একটি এনজাইম। এটি হজমে সাহায্য করে। এটি প্রোটিন ভাঙায় সহায়ক এবং পেটের ফোলা ভাব কমায়।
তরমুজজাতীয় ফল
এই ফলগুলোতে ৯০ শতাংশের বেশি পানি থাকে। শরীরে পানির ভারসাম্য ও তাপমাত্রা নিয়ন্ত্রণে এমন ফল ভালো কাজ করে। এ-জাতীয় ফল হজমে সহায়ক।
সূত্র: হেলথশট
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৯০ জন রোগী। আজ শুক্রবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১০ ঘণ্টা আগেবাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৪০৮ জন ডেঙ্গু রোগী।
১ দিন আগেদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩ দিন আগেদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজন চিকিৎসাধীন রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও ৩৯৫ জন ডেঙ্গু রোগী সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছে।
৪ দিন আগে