ডা. নূরজাহান বেগম
শীতের বিদায় ও বসন্তের আগমন স্বস্তি আনে ঠিকই; কিন্তু আবহাওয়ার পরিবর্তন নিয়ে একটা অস্বস্তি কাজ করতে থাকে। বিশেষ করে শিশুদের নতুন করে অসুখ-বিসুখের প্রকোপের ভয় কাজ করে।
এ সময় আবহাওয়ার তারতম্যের জন্য বিভিন্ন ধরনের রোগজীবাণু ও ভাইরাস সংক্রমণের উপযুক্ত পরিবেশ তৈরি হয়। ফলে ফ্লু, ঠান্ডা-কাশি, জ্বর, ডায়রিয়া ইত্যাদির প্রকোপ বাড়ে। অন্যদিকে বাতাসে ফুলের রেণু ও দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় শিশুদের মধ্যে দেখা যায় শ্বাস-প্রশ্বাসজনিত রোগ। এগুলোর মধ্যে আছে ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া ইত্যাদি। যেসব শিশুর অ্যাজমা আছে, তারা ভুগতে থাকে ঘন ঘন শ্বাসকষ্টে।
এ ছাড়া অ্যালার্জি, হঠাৎ করে নাক বন্ধ হয়ে যাওয়া, গলাব্যথা, গলার স্বর ও কাশির ধরন পরিবর্তন হওয়ার মতো সমস্যাও দেখা যায়। চিকেন পক্স, হাম, মাম্পসের মতো সংক্রামক ব্যাধিও এ সময় শিশুদের মধ্যে বেশি দেখা যায়।
প্রতিকারের উপায়
অসুস্থ হলে করণীয়
বাড়তি সতর্কতা
এ সময় বাতাসে পোলেন বেশি থাকে। তাই শিশুদের কাপড় ও জুতা থেকেও অ্যালার্জি হতে পারে। সাধারণত পলিয়েস্টার নাইলন এবং টাইট ফিট কাপড় পরলে শরীরের বগল বা কনুইয়ের মতো যে ভাঁজগুলো আছে, সেগুলোতে র্যাশ বা চুলকানি হতে পারে। সে ক্ষেত্রে নরম সুতির ঢিলেঢালা কাপড় পরানো উচিত। শিশুর কাপড় ভালোভাবে ধুয়ে কড়া রোদে শুকিয়ে ইস্তিরি করে পরাতে হবে।
ডা. নূরজাহান বেগম, স্পেশালিস্ট, পেডিয়াট্রিক আইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা
শীতের বিদায় ও বসন্তের আগমন স্বস্তি আনে ঠিকই; কিন্তু আবহাওয়ার পরিবর্তন নিয়ে একটা অস্বস্তি কাজ করতে থাকে। বিশেষ করে শিশুদের নতুন করে অসুখ-বিসুখের প্রকোপের ভয় কাজ করে।
এ সময় আবহাওয়ার তারতম্যের জন্য বিভিন্ন ধরনের রোগজীবাণু ও ভাইরাস সংক্রমণের উপযুক্ত পরিবেশ তৈরি হয়। ফলে ফ্লু, ঠান্ডা-কাশি, জ্বর, ডায়রিয়া ইত্যাদির প্রকোপ বাড়ে। অন্যদিকে বাতাসে ফুলের রেণু ও দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় শিশুদের মধ্যে দেখা যায় শ্বাস-প্রশ্বাসজনিত রোগ। এগুলোর মধ্যে আছে ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া ইত্যাদি। যেসব শিশুর অ্যাজমা আছে, তারা ভুগতে থাকে ঘন ঘন শ্বাসকষ্টে।
এ ছাড়া অ্যালার্জি, হঠাৎ করে নাক বন্ধ হয়ে যাওয়া, গলাব্যথা, গলার স্বর ও কাশির ধরন পরিবর্তন হওয়ার মতো সমস্যাও দেখা যায়। চিকেন পক্স, হাম, মাম্পসের মতো সংক্রামক ব্যাধিও এ সময় শিশুদের মধ্যে বেশি দেখা যায়।
প্রতিকারের উপায়
অসুস্থ হলে করণীয়
বাড়তি সতর্কতা
এ সময় বাতাসে পোলেন বেশি থাকে। তাই শিশুদের কাপড় ও জুতা থেকেও অ্যালার্জি হতে পারে। সাধারণত পলিয়েস্টার নাইলন এবং টাইট ফিট কাপড় পরলে শরীরের বগল বা কনুইয়ের মতো যে ভাঁজগুলো আছে, সেগুলোতে র্যাশ বা চুলকানি হতে পারে। সে ক্ষেত্রে নরম সুতির ঢিলেঢালা কাপড় পরানো উচিত। শিশুর কাপড় ভালোভাবে ধুয়ে কড়া রোদে শুকিয়ে ইস্তিরি করে পরাতে হবে।
ডা. নূরজাহান বেগম, স্পেশালিস্ট, পেডিয়াট্রিক আইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা
গর্ভধারণের আগে দক্ষিণ এশিয়ার বিবাহিত নারীদের মধ্যে অপুষ্টির সমস্যা থেকেই যাচ্ছে। এই পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি। এ-সংক্রান্ত একটি বিশ্লেষণে আরও দেখা গেছে, এই অঞ্চলে নারীদের স্বাভাবিকের চেয়ে কম ওজন থাকাটা বড় সমস্যা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, স্বাভাবিকের চেয়ে বেশি ওজন একটি সমস্যা হিসেবে আবির্ভূত
৩ ঘণ্টা আগেডায়াবেটিস ও ওজন কমানোর চিকিৎসায় বহুল ব্যবহৃত ওষুধ ওজেম্পিক ও ওয়েগোভির মূল উপাদান সেমাগ্লুটাইড। তবে এই ওষুধটির ভিন্ন ব্যবহারও আবিষ্কার করেছেন একদল আন্তর্জাতিক গবেষক। তাঁরা বলেছে, যারা লিভার তথা যকৃতের বিভিন্ন রোগে আক্রান্ত তাদের চিকিৎসার জন্যও এই ওষুধটি বেশ কার্যকর হতে পারে।
৫ ঘণ্টা আগে‘ডিজিটাল অন্তরঙ্গতা বাস্তব জীবনের প্রতি আগ্রহ নষ্ট করে। তাই শিশুরা যখন গেম খেলে অথবা জীবনসঙ্গীরা যখন গেমে মগ্ন হয়, তারা প্রকৃত ঘনিষ্ঠতার প্রতি আগ্রহ হারায়। শিশুরা পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা, গুরুত্বপূর্ণ হওয়ার আকাঙ্ক্ষা ও সংযুক্তির প্রয়োজন মেটানোর আগ্রহ হারিয়ে ফেলে; যা তাদের ও মা-বাবার মধ্যকার...
১১ ঘণ্টা আগেকখনো কখনো তীব্র মাথাব্যথা, বমি বমি ভাব, আলো ও শব্দে অসহ্য যন্ত্রণা; এসবের কারণে কাজের জায়গা তো বটেই, ব্যক্তিগত জীবনও প্রভাবিত হতে পারে। এসবই মাইগ্রেন নামের এক নীরব শত্রুর কাজ। অনেকে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর মাইগ্রেনকে সাধারণ মাথাব্যথা ভেবে অবহেলা করেন। অথচ সময়মতো চিকিৎসা নিলে...
১২ ঘণ্টা আগে