Ajker Patrika

ভাঙা নাকের চিকিৎসা

ডা. মো. আবদুল হাফিজ শাফী
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাক আমাদের মুখের স্পর্শকাতর অঙ্গ। এটি মুখমণ্ডলের সামনের অংশে থাকে বলে পড়ে যাওয়া, খেলাধুলা, দুর্ঘটনা কিংবা কিল-ঘুষি, মারামারির মতো আঘাতের সময় আগে এটি ক্ষতিগ্রস্ত হয়। নাকের হাড় ভেঙে গেলে শুধু ব্যথাই হয় না, বরং শ্বাসপ্রশ্বাস, সৌন্দর্য ও স্বাভাবিক কার্যকারিতারও সমস্যা হতে পারে।

নাক ভাঙার কারণ দুর্ঘটনা কিংবা পড়ে যাওয়ার আঘাত থেকে হতে পারে।

লক্ষণ

  • তীব্র ব্যথা বা নাকসহ চারপাশ ফুলে যাওয়া
  • নাক দিয়ে রক্ত পড়া বা বেঁকে যাওয়া
  • শ্বাস নিতে কষ্ট হওয়া
  • চোখের চারপাশে কালো দাগ
  • প্রচণ্ড মাথাব্যথা

প্রাথমিক করণীয়

  • নাকে আঘাত পেয়ে রক্তপাত হলে দ্রুত হাসপাতালের বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। এর আগে নাকে ঠান্ডা সেঁক দিতে হবে। কাপড়ে বরফ মুড়িয়ে নাকের ওপর রাখলে ফোলা ভাব কমে যাবে।
  • নাকের হাড় ভেঙে গেছে কি না, সেটি নিশ্চিত হতে প্রাথমিকভাবে অবশ্যই এক্স-রে করতে হয়। অনেক সময় প্রয়োজনবোধে চিকিৎসকের নির্দেশে সিটি স্ক্যান করতে হবে।
  • বেশি রক্তপাত হলে বন্ধ করার জন্য নাকে গজ দিয়ে পেঁচিয়ে ন্যাসাল প্যাক দেওয়া হয়ে থাকে। সঙ্গে স্যালাইন, ব্যথানাশক ও অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হয়।

কখন কনজারভেটিভ চিকিৎসা যথেষ্ট

  • হাড় না সরে গেলে কিংবা নাক বিকৃত না হলে।
  • শুধু হালকা ফোলা বা ব্যথা থাকলে।
  • ভাঙা নাক সাধারণত তিন সপ্তাহের মধ্যে নিজে নিজে সেরে যায়।

কখন ভাঙা নাক অপারেশন প্রয়োজন

  • হাড় সরে গিয়ে নাক বেঁকে গেলে।
  • শ্বাস নিতে কষ্ট হলে।
  • সৌন্দর্য বা মুখমণ্ডলের গঠন নষ্ট হলে।

চিকিৎসা

প্রয়োজনে অপারেশনের মাধ্যমে নাকের হাড় সোজা করা হয়। ক্লোজড রিডাকশন, রাইনোপ্লাস্টি বা সেপ্টোরাইনোপ্লাস্টি করার প্রয়োজন হলে ৩ থেকে ১০ দিনের আগে

তা করা হয় না। সাধারণত ফোলা কমার পরেই নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসক ক্লোজড রিডাকশন অথবা সার্জারি করবেন।

এ ক্ষেত্রে লোকাল অ্যানেসথেসিয়া দিয়ে অবশ করে কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই নাক সোজা করে দেওয়া হয়।

চিকিৎসা না নিলে

  • নাক স্থায়ীভাবে বাঁকা হয়ে যাওয়া।
  • দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট।
  • সাইনাস সংক্রমণ।
  • নাক দিয়ে শ্বাস নিতে না পারলে বা অন্য কোনো জটিলতা থাকলে গন্ধ এবং স্বাদের অনুভূতি কমে যেতে পারে।
  • সৌন্দর্য নষ্ট হয়ে মানসিক অস্বস্তি।

ভাঙা নাকের চিকিৎসায় সব সময় অপারেশন প্রয়োজন হয় না। ছোটখাটো আঘাত ও ব্যথা সাধারণ চিকিৎসায় ভালো হয়। তবে নাক বেঁকে গেলে বা শ্বাসকষ্ট বেশি হলে অপারেশন জরুরি। তাই সময়মতো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া নিরাপদ উপায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

মাজার ভেঙে লাশ পোড়ানোর সঙ্গে ইসলামের সম্পর্ক নেই: ইসলামী আন্দোলন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত